ETV Bharat / bharat

Jumps into Canal: স্বামীর সঙ্গে ঝগড়া করে 4 সন্তানকে নিয়ে খালে ঝাঁপ মহিলার - চার সন্তানকে ফেলে খালে ঝাঁপ দিলেন মহিলা

স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া ৷ তারপরই স্বামীর নামে পুলিশে অভিযোগ দায়ের করে সন্তানদের নিয়ে খালে ঝাঁপ দিলেন মহিলা ৷ এমনই ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 10:25 AM IST

Updated : Sep 17, 2023, 10:41 AM IST

নগর কুর্নুল (তেলেঙ্গানা), 17 সেপ্টেম্বর: পারিবারিক কলহের জেরে এক মহিলা তাঁর চার সন্তানকে খালে ফেলে দিলেন ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নগর কুর্নুল জেলার বিজিনেপল্লি মণ্ডলের মাঙ্গানুর গ্রামে ৷ তারপর নিজেও সেই খালে ঝাঁপ দিলেন। তিন সন্তানের দেহ উদ্ধার হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে সাত মাসের পুত্র সন্তান। তবে ওই মহিলা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, আট বছর আগে এই গ্রামের বাসিন্দা সারাবান্দা এবং বসুরথান্দা গ্রামের ললিতা প্রেম করে বিয়ে করেন ৷ তাঁদের তিনটি কন্যাসন্তান মহালক্ষ্মী (5), সাতভিকা (4), মঞ্জুলা (3) ও এক পুত্রসন্তান মারুকোন্ডাইয়ার জন্ম হয় ৷ দশদিন আগে একটি সামান্য বিষয় নিয়ে সারাবান্দা ও ললিতার মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয় ৷ যার জেরে শনিবার স্বামী সারাবান্দার বিরুদ্ধে বিজিনেপল্লি থানায় অভিযোগ দায়ের করেন ললিতা ৷ থানা থেকে বেরিয়ে এসে চার সন্তানকে নিয়ে বিজিনেপল্লি মণ্ডল সদর দফতরের কাছে অবস্থিত এমজিকেএলআই খালে যান ললিতা ৷ সেখানে প্রথমে চার সন্তানকে খালে ফেলে দেওয়ার পর তিনি নিজেও খালে ঝাঁপ দেন ৷

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর পর মেয়েকে বিক্রি করে প্রেমিককে বিয়ে! মায়ের খোঁজে পুলিশ

বিষয়টি দেখতে পাওয়া মাত্রই তড়িঘড়ি খালে ঝাঁপ দিয়ে ওই তিন সন্তান মহালক্ষ্মী, সাতভিকা ও মঞ্জুলার দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ উদ্ধার করা হয় মহিলাকেও । কিন্তু সাতমাসের বাচ্চাটির দেহ জলের তোড়ে ভেসে যাওয়ায় তাকে উদ্ধার করা যায়নি ৷ পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঘটনাটি জানতে পেরে হতবাকগ্রামবাসীরা ৷ নিহতের পরিবার ও আত্মীয়রা ঘটনাটি বিশ্বাসই করতে পারছেন না। পাশাপাশি কোনও মা কীভাবে এমন চরম পদক্ষেপ নিতে পারেন তাও বোধহগম্য হচ্ছে না কারও। যদিও স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এই ঘটনার পর তার প্রতিক্রিয়াও মেলেনি ৷

আরও পড়ুন : টাকার বিনিময়ে একমাসের মেয়েকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

নগর কুর্নুল (তেলেঙ্গানা), 17 সেপ্টেম্বর: পারিবারিক কলহের জেরে এক মহিলা তাঁর চার সন্তানকে খালে ফেলে দিলেন ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নগর কুর্নুল জেলার বিজিনেপল্লি মণ্ডলের মাঙ্গানুর গ্রামে ৷ তারপর নিজেও সেই খালে ঝাঁপ দিলেন। তিন সন্তানের দেহ উদ্ধার হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে সাত মাসের পুত্র সন্তান। তবে ওই মহিলা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, আট বছর আগে এই গ্রামের বাসিন্দা সারাবান্দা এবং বসুরথান্দা গ্রামের ললিতা প্রেম করে বিয়ে করেন ৷ তাঁদের তিনটি কন্যাসন্তান মহালক্ষ্মী (5), সাতভিকা (4), মঞ্জুলা (3) ও এক পুত্রসন্তান মারুকোন্ডাইয়ার জন্ম হয় ৷ দশদিন আগে একটি সামান্য বিষয় নিয়ে সারাবান্দা ও ললিতার মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয় ৷ যার জেরে শনিবার স্বামী সারাবান্দার বিরুদ্ধে বিজিনেপল্লি থানায় অভিযোগ দায়ের করেন ললিতা ৷ থানা থেকে বেরিয়ে এসে চার সন্তানকে নিয়ে বিজিনেপল্লি মণ্ডল সদর দফতরের কাছে অবস্থিত এমজিকেএলআই খালে যান ললিতা ৷ সেখানে প্রথমে চার সন্তানকে খালে ফেলে দেওয়ার পর তিনি নিজেও খালে ঝাঁপ দেন ৷

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর পর মেয়েকে বিক্রি করে প্রেমিককে বিয়ে! মায়ের খোঁজে পুলিশ

বিষয়টি দেখতে পাওয়া মাত্রই তড়িঘড়ি খালে ঝাঁপ দিয়ে ওই তিন সন্তান মহালক্ষ্মী, সাতভিকা ও মঞ্জুলার দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ উদ্ধার করা হয় মহিলাকেও । কিন্তু সাতমাসের বাচ্চাটির দেহ জলের তোড়ে ভেসে যাওয়ায় তাকে উদ্ধার করা যায়নি ৷ পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঘটনাটি জানতে পেরে হতবাকগ্রামবাসীরা ৷ নিহতের পরিবার ও আত্মীয়রা ঘটনাটি বিশ্বাসই করতে পারছেন না। পাশাপাশি কোনও মা কীভাবে এমন চরম পদক্ষেপ নিতে পারেন তাও বোধহগম্য হচ্ছে না কারও। যদিও স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এই ঘটনার পর তার প্রতিক্রিয়াও মেলেনি ৷

আরও পড়ুন : টাকার বিনিময়ে একমাসের মেয়েকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

Last Updated : Sep 17, 2023, 10:41 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.