ETV Bharat / bharat

চম্পারণে গলা কেটে, মাথায় গুলি করে হত্যা যুবককে - হত্যা

Youth Shot Dead in Bihar: বিহারের চম্পারণের মেহসি থানা এলাকায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ৷ জানা গিয়েছে, প্রথম তাঁর গলা কাটা হয় এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতীরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:16 PM IST

চম্পারণ (বিহার), 16 ডিসেম্বর: বিহারের পূর্ব চম্পারণ জেলার মেহসি থানা এলাকায় এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে ৷ পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা যুবককের মাথায় গুলি করে হত্যা করেছে ৷ শনিবার সকালের এই ভয়াবহ ঘটনায় স্তব্ধ মেহসির ওঝিলপুর গ্রাম ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে ৷ মেহসি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করেছেন পরিবারের সদস্যরা ৷ পুলিশ এই 6 জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মৃত নগেন্দ্র সাহানি ওঝিলপুর গ্রামের বাসিন্দা ৷ রাতে নগেন্দ্র বাড়ির গোয়ালে ঘুমিয়ে ছিলেন ৷ কিন্তু, সকালবেলা অনেকক্ষণ হয়ে গেলেও গোয়াল থেকে ফেরেননি নগেন্দ্র ৷ এরপর বাড়ির লোকজন তাঁকে ডাকতে গেলে ভয়াবহ দৃশ্য নজরে আসে পরিবারের ৷ গোয়ালে নগেন্দ্র সাহানির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা ৷ তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে যায় ৷ ততক্ষণে পুলিশেও খবর দেওয়া হয় ৷

পুলিশ জানিয়েছে, নগেন্দ্র সাহানির চোখ উপড়ে নেওয়া হয় ৷ এমনকী তাঁর গলায় ধারালো অস্ত্রের দাগ পাওয়া গিয়েছে এবং মাথায় গভীর ক্ষতচিহ্ন মিলেছে ৷ দেহ ময়ানতদন্তে পাঠানোর পর, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নগেন্দ্রর চোখ উপড়ে নিয়ে তাঁর গলা কেটে দেওয়া হয় ৷ সবশেষে মৃত্যু নিশ্চিত করতে করা হয় মাথায় গুলি ৷ কিন্তু, প্রশ্ন উঠছে এত নৃশংসভাবে নগেন্দ্রকে কেন খুন করা হল ৷ আর পরিবার বা আশেপাশের কেউ টের পেলেন না কীভাবে ? ঘটনার ব্যাপকতা দেখে পুলিশের অনুমান অনেকে মিলে এই ঘটনাটি ঘটিয়েছে ৷ আর গুলির শব্দ কীভাবে কেউ শুনতে পেলেন না ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

নগেন্দ্র সাহানির পরিবার মেহসি থানায় খুনের মামলা রুজু করেছে ৷ পরিবারের তরফে মোট 6 জনের নাম পুলিশকে জানিয়েছে নগেন্দ্রর পরিবার ৷ ওই ছ’জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পরিবারের সদস্যদেরও প্রশ্ন করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বিবাহ-বহির্ভূত সম্পর্কে ঝগড়া, প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন মহিলা
  2. বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি! নিহতের স্ত্রী’কে মারধর করে পলাতক দুষ্কৃতীরা
  3. শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে খুন, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা

চম্পারণ (বিহার), 16 ডিসেম্বর: বিহারের পূর্ব চম্পারণ জেলার মেহসি থানা এলাকায় এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে ৷ পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা যুবককের মাথায় গুলি করে হত্যা করেছে ৷ শনিবার সকালের এই ভয়াবহ ঘটনায় স্তব্ধ মেহসির ওঝিলপুর গ্রাম ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে ৷ মেহসি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করেছেন পরিবারের সদস্যরা ৷ পুলিশ এই 6 জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মৃত নগেন্দ্র সাহানি ওঝিলপুর গ্রামের বাসিন্দা ৷ রাতে নগেন্দ্র বাড়ির গোয়ালে ঘুমিয়ে ছিলেন ৷ কিন্তু, সকালবেলা অনেকক্ষণ হয়ে গেলেও গোয়াল থেকে ফেরেননি নগেন্দ্র ৷ এরপর বাড়ির লোকজন তাঁকে ডাকতে গেলে ভয়াবহ দৃশ্য নজরে আসে পরিবারের ৷ গোয়ালে নগেন্দ্র সাহানির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা ৷ তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে যায় ৷ ততক্ষণে পুলিশেও খবর দেওয়া হয় ৷

পুলিশ জানিয়েছে, নগেন্দ্র সাহানির চোখ উপড়ে নেওয়া হয় ৷ এমনকী তাঁর গলায় ধারালো অস্ত্রের দাগ পাওয়া গিয়েছে এবং মাথায় গভীর ক্ষতচিহ্ন মিলেছে ৷ দেহ ময়ানতদন্তে পাঠানোর পর, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নগেন্দ্রর চোখ উপড়ে নিয়ে তাঁর গলা কেটে দেওয়া হয় ৷ সবশেষে মৃত্যু নিশ্চিত করতে করা হয় মাথায় গুলি ৷ কিন্তু, প্রশ্ন উঠছে এত নৃশংসভাবে নগেন্দ্রকে কেন খুন করা হল ৷ আর পরিবার বা আশেপাশের কেউ টের পেলেন না কীভাবে ? ঘটনার ব্যাপকতা দেখে পুলিশের অনুমান অনেকে মিলে এই ঘটনাটি ঘটিয়েছে ৷ আর গুলির শব্দ কীভাবে কেউ শুনতে পেলেন না ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

নগেন্দ্র সাহানির পরিবার মেহসি থানায় খুনের মামলা রুজু করেছে ৷ পরিবারের তরফে মোট 6 জনের নাম পুলিশকে জানিয়েছে নগেন্দ্রর পরিবার ৷ ওই ছ’জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পরিবারের সদস্যদেরও প্রশ্ন করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বিবাহ-বহির্ভূত সম্পর্কে ঝগড়া, প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন মহিলা
  2. বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি! নিহতের স্ত্রী’কে মারধর করে পলাতক দুষ্কৃতীরা
  3. শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে খুন, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.