ETV Bharat / bharat

Singhu Border Killing: সিঙ্ঘু সীমানা থেকে আন্দোলন সরাতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

শুক্রবার দিল্লি ও হরিয়ানার মধ্যবর্তী সিঙ্ঘু সীমানায় পুলিশের ব্যারিকেডের উপর ঝুলতে দেখা যায় দলিত খেতমজুর লখবীর সিংয়ের (৩২) ক্ষতবিক্ষত দেহ । আঘাত এত গুরতর ছিল যে, কোনও রকমে শরীরে সঙ্গ লেগে ছিল বাঁ হাতটি । শরীর থেকে কেটে ঝুলছিল ডান পা-ও ।

after singhu border killing pil in supreme court seeks immediate removal of farmers protest
জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
author img

By

Published : Oct 16, 2021, 2:09 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: খেত মজুরের নৃশংস হত্যায় এবার দিল্লি সীমানা থেকে কৃষক আন্দোলন সরানোর দাবিতে জনস্বার্থ মামলা জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ তাতে বলা হয়েছে, অবিলম্বে দিল্লি সীমানা থেকে আন্দোলনকারী কৃষকদের সরানোর নির্দেশ দেওয়া উচিত শীর্ষ আদালতের ৷ শুধু তাই নয়, করোনা কালে আপাতত কোনও আন্দোলন করতে না দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া প্রয়োজন বলেও আর্জি জানানো হয়েছে তাতে ৷

আইনজীবী শশাঙ্ক শেখর ঝা মারফত আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন স্বাতী গোয়েল এবং সঞ্জীব নেওয়ার নামের দুই আবেদনকারী ৷ তাঁদের বক্তব্য, ‘‘আর বিলম্ব করা যাবে না ৷ নইলে আরও অন্যায়-অবিচার আগামী দিনে চোখে পড়বে । তখন এই আবেদনেরও আর কোনও গুরুত্ব থাকবে না ।’’

আরও পড়ুন: Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

জরুরি ভিত্তিতে এই জনস্বার্থ মামলার শুনানি চেয়েছেন স্বাতী এবং সঞ্জীব । কোভিড পরিস্থিতিতে আন্দোলন বন্ধ রাখতে এ বছর মার্চেও তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু বারবার শুনানি স্থগিত হয়ে যাওয়ায় তাতে কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন দু’জন । তাঁদের বক্তব্য, ‘‘বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার জীবনের অধিকারের ঊর্ধ্বে নয় ৷ এই আন্দোলন চলতে দিলে, দেশের আরও বড় ক্ষতি হবে ৷’’

শুক্রবার দিল্লি ও হরিয়ানার মধ্যবর্তী সিঙ্ঘু সীমানায় পুলিশের ব্যারিকেডের উপর ঝুলতে দেখা যায় দলিত খেতমজুর লখবীর সিংয়ের (৩২) ক্ষতবিক্ষত দেহ । আঘাত এত গুরতর ছিল যে, কোনও রকমে শরীরে সঙ্গে লেগে ছিল বাঁ হাতটি । শরীর থেকে কেটে ঝুলছিল ডান পা-ও । অভিযোগ, পবিত্র শিখ ধর্মগ্রন্থের অবমাননা করায়, সাবেক শিখ যোদ্ধার দল ‘নিহং’রা তাঁকে লখবীরকে নৃশংস ভাবে খুন করে ৷

আরও পড়ুন: Durga Puja 2021: প্রতিমা বিসর্জনের সময় ডুবে মৃত্যু চারজনের, এখনও নিখোঁজ 1

লখবীরকে খুনের দায় স্বীকার করে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন সর্বজিৎ সিং ৷ লখবীরকে খুন করে কোনও রকম আফসোস হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন তিনি ৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ধর্মীয় অবমাননা কোনও ভাবেই বরদাস্ত করব না ৷ কেউ তা করলে, আবার এমন পদক্ষেপ করতে পিছপা হব না আমি ৷’’

পাঞ্জাবের তরণ তারণের বাসিন্দা লখবীর কবে কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি । তবে তাঁর খুনের ঘটনা আন্দোলনকারী কৃষকদের অস্বস্তিতে ফেলে দিয়েছে । কৃষক আন্দোলনে নিহংরা যোগ দিলেও, তাঁদের সঙ্গে বরাবরই দূরত্ব বজায় রেখে এসেছে সংযুক্ত কিষাণ মোর্চা । তবে শুক্রবার ভোর রাতে লখবীরের উপর যখন অত্যাচার শুরু হয়, তখন দেখেও কেন কেউ বাধা দিতে এগিয়ে এলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।

আরও পড়ুন: Fuel Price Hike : টানা তিনদিনের দর বৃদ্ধিতে আরও মহার্ঘ পেট্রল-ডিজেল

যদিও আন্দোলনকারীদের একাংশের দাবি, নিহংরা প্রায়ই ঝামেলায় জড়ান । তাই তাঁদের সংসর্গ থেকে দূরেই থাকে বাকিরা । তবে মারধর থেকে ঘটনা যে এমন বীভৎস আকার ধারণ করবে, তা কল্পনা করতে পারেননি তাঁরা । যদিও এই প্রথম নয়, গত বছর লকডাউন বিধি লঙঘন করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ায় পাঞ্জাবে নিহংদের বাধা দিতে গিয়েছিলেন পাঞ্জাব পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর । তরবারির আঘাতে তাঁর হাত কেটে নেন নিহংরা । সিঙ্ঘু সীমানার এই ঘটনায় দোষীদের কঠোর সাজা চেয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ।

নয়াদিল্লি, 14 অক্টোবর: খেত মজুরের নৃশংস হত্যায় এবার দিল্লি সীমানা থেকে কৃষক আন্দোলন সরানোর দাবিতে জনস্বার্থ মামলা জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ তাতে বলা হয়েছে, অবিলম্বে দিল্লি সীমানা থেকে আন্দোলনকারী কৃষকদের সরানোর নির্দেশ দেওয়া উচিত শীর্ষ আদালতের ৷ শুধু তাই নয়, করোনা কালে আপাতত কোনও আন্দোলন করতে না দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া প্রয়োজন বলেও আর্জি জানানো হয়েছে তাতে ৷

আইনজীবী শশাঙ্ক শেখর ঝা মারফত আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন স্বাতী গোয়েল এবং সঞ্জীব নেওয়ার নামের দুই আবেদনকারী ৷ তাঁদের বক্তব্য, ‘‘আর বিলম্ব করা যাবে না ৷ নইলে আরও অন্যায়-অবিচার আগামী দিনে চোখে পড়বে । তখন এই আবেদনেরও আর কোনও গুরুত্ব থাকবে না ।’’

আরও পড়ুন: Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

জরুরি ভিত্তিতে এই জনস্বার্থ মামলার শুনানি চেয়েছেন স্বাতী এবং সঞ্জীব । কোভিড পরিস্থিতিতে আন্দোলন বন্ধ রাখতে এ বছর মার্চেও তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু বারবার শুনানি স্থগিত হয়ে যাওয়ায় তাতে কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন দু’জন । তাঁদের বক্তব্য, ‘‘বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার জীবনের অধিকারের ঊর্ধ্বে নয় ৷ এই আন্দোলন চলতে দিলে, দেশের আরও বড় ক্ষতি হবে ৷’’

শুক্রবার দিল্লি ও হরিয়ানার মধ্যবর্তী সিঙ্ঘু সীমানায় পুলিশের ব্যারিকেডের উপর ঝুলতে দেখা যায় দলিত খেতমজুর লখবীর সিংয়ের (৩২) ক্ষতবিক্ষত দেহ । আঘাত এত গুরতর ছিল যে, কোনও রকমে শরীরে সঙ্গে লেগে ছিল বাঁ হাতটি । শরীর থেকে কেটে ঝুলছিল ডান পা-ও । অভিযোগ, পবিত্র শিখ ধর্মগ্রন্থের অবমাননা করায়, সাবেক শিখ যোদ্ধার দল ‘নিহং’রা তাঁকে লখবীরকে নৃশংস ভাবে খুন করে ৷

আরও পড়ুন: Durga Puja 2021: প্রতিমা বিসর্জনের সময় ডুবে মৃত্যু চারজনের, এখনও নিখোঁজ 1

লখবীরকে খুনের দায় স্বীকার করে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন সর্বজিৎ সিং ৷ লখবীরকে খুন করে কোনও রকম আফসোস হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন তিনি ৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ধর্মীয় অবমাননা কোনও ভাবেই বরদাস্ত করব না ৷ কেউ তা করলে, আবার এমন পদক্ষেপ করতে পিছপা হব না আমি ৷’’

পাঞ্জাবের তরণ তারণের বাসিন্দা লখবীর কবে কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি । তবে তাঁর খুনের ঘটনা আন্দোলনকারী কৃষকদের অস্বস্তিতে ফেলে দিয়েছে । কৃষক আন্দোলনে নিহংরা যোগ দিলেও, তাঁদের সঙ্গে বরাবরই দূরত্ব বজায় রেখে এসেছে সংযুক্ত কিষাণ মোর্চা । তবে শুক্রবার ভোর রাতে লখবীরের উপর যখন অত্যাচার শুরু হয়, তখন দেখেও কেন কেউ বাধা দিতে এগিয়ে এলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।

আরও পড়ুন: Fuel Price Hike : টানা তিনদিনের দর বৃদ্ধিতে আরও মহার্ঘ পেট্রল-ডিজেল

যদিও আন্দোলনকারীদের একাংশের দাবি, নিহংরা প্রায়ই ঝামেলায় জড়ান । তাই তাঁদের সংসর্গ থেকে দূরেই থাকে বাকিরা । তবে মারধর থেকে ঘটনা যে এমন বীভৎস আকার ধারণ করবে, তা কল্পনা করতে পারেননি তাঁরা । যদিও এই প্রথম নয়, গত বছর লকডাউন বিধি লঙঘন করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ায় পাঞ্জাবে নিহংদের বাধা দিতে গিয়েছিলেন পাঞ্জাব পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর । তরবারির আঘাতে তাঁর হাত কেটে নেন নিহংরা । সিঙ্ঘু সীমানার এই ঘটনায় দোষীদের কঠোর সাজা চেয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.