ETV Bharat / bharat

পরপর দু’টি বিয়েবাড়ি, বেঙ্গালুরুর হাউসিং কমপ্লেক্সে কোরোনায় আক্রান্ত শতাধিক

author img

By

Published : Feb 16, 2021, 9:14 PM IST

পরপর দু’টি বিয়েবাড়ি ৷ আর তার জেরে 103 জন কোরোনায় আক্রান্ত ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর একটি হাউসিং কমপ্লেক্সে ৷

after-parties-103-test-positive-in-1-bengaluru-apartment
পরপর দু’টি বিয়েবাড়ি, এক হাউসিং কমপ্লেক্সে কোরোনা আক্রান্ত 100-র বেশি

বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর একটি হাউসিং কমপ্লেক্সে একসঙ্গে 103 জন কোরোনায় আক্রান্ত ৷ যার জেরে পুরো হাউসিং কমপ্লেক্সটিকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করল কর্নাটক সরকার ৷ বেঙ্গালুরু প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিশাল সংক্রমণের রিপোর্ট এসেছে ওই হাউসিং কমপ্লেক্সে দু’টি বিয়ের অনুষ্ঠানের পরেই ৷

ঘটনাটি দক্ষিণ বেঙ্গালুরুর বেলিখালির একটি অ্যাপার্টমেন্টের ৷ জেলা প্রশাসনের তরফে গত সপ্তাহে সেখানে কোরোনা পরীক্ষা করা হয় ৷ আর তাতেই এই 103 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্রসঙ্গত, ওই কমপ্লেক্সে গত কয়েকদিনে প্রায় 24 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরেই গণ পরীক্ষা করানো হয় প্রশাসনের তরফে ৷ আর তাতেই সংক্রমণের ঘটনা সামনে আসে ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ কমে 133, 24 ঘণ্টায় মৃত 1

বেঙ্গালুরুর এক আধিকারিক জানান, ‘‘ 11 ফেব্রুয়ারি ওই কমপ্লেক্সের 7 জন কোরোনায় আক্রান্ত হন ৷ এরপর 12 তারিখ আরও 17 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ যারপরে 13 ফেব্রুয়ারি বুরহাট বেঙ্গালুরু পৌরনিগম ওই কমপ্লেক্সে হানা দেয় এবং 399 টি পরিবারে সমীক্ষা চালায় ৷ 1190 জনের কোরোনা পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে 103 জনের রিপোর্ট পজিটিভ আসে ৷’’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই হাউসিং কমপ্লেক্সে গত 6 ও 7 ফেব্রুয়ারি দু’টি বিয়েবাড়ি ছিল ৷ তারপর থেকেই এই সংক্রমণ শুরু হয়েছে ৷

বর্তমানে ওই কমপ্লেক্সটিকে সিল করে দেওয়া হয়েছে ৷

বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর একটি হাউসিং কমপ্লেক্সে একসঙ্গে 103 জন কোরোনায় আক্রান্ত ৷ যার জেরে পুরো হাউসিং কমপ্লেক্সটিকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করল কর্নাটক সরকার ৷ বেঙ্গালুরু প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিশাল সংক্রমণের রিপোর্ট এসেছে ওই হাউসিং কমপ্লেক্সে দু’টি বিয়ের অনুষ্ঠানের পরেই ৷

ঘটনাটি দক্ষিণ বেঙ্গালুরুর বেলিখালির একটি অ্যাপার্টমেন্টের ৷ জেলা প্রশাসনের তরফে গত সপ্তাহে সেখানে কোরোনা পরীক্ষা করা হয় ৷ আর তাতেই এই 103 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্রসঙ্গত, ওই কমপ্লেক্সে গত কয়েকদিনে প্রায় 24 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরেই গণ পরীক্ষা করানো হয় প্রশাসনের তরফে ৷ আর তাতেই সংক্রমণের ঘটনা সামনে আসে ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ কমে 133, 24 ঘণ্টায় মৃত 1

বেঙ্গালুরুর এক আধিকারিক জানান, ‘‘ 11 ফেব্রুয়ারি ওই কমপ্লেক্সের 7 জন কোরোনায় আক্রান্ত হন ৷ এরপর 12 তারিখ আরও 17 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ যারপরে 13 ফেব্রুয়ারি বুরহাট বেঙ্গালুরু পৌরনিগম ওই কমপ্লেক্সে হানা দেয় এবং 399 টি পরিবারে সমীক্ষা চালায় ৷ 1190 জনের কোরোনা পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে 103 জনের রিপোর্ট পজিটিভ আসে ৷’’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই হাউসিং কমপ্লেক্সে গত 6 ও 7 ফেব্রুয়ারি দু’টি বিয়েবাড়ি ছিল ৷ তারপর থেকেই এই সংক্রমণ শুরু হয়েছে ৷

বর্তমানে ওই কমপ্লেক্সটিকে সিল করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.