ETV Bharat / bharat

বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল - অমিত শাহ

Rajya Sabha also passed Jammu and Kashmir Bill 2023: এদিন জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 পেশ করে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, পাঁচ দিন ধরে কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ি, অফিস, গুদাম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও 'ইন্ডিয়া' জোটের কোনও দল মুখ খোলেনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 8:32 PM IST

Updated : Dec 11, 2023, 10:33 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: লোকসভার পর রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 ৷ এর আগে রাজ্যসভায় বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানান, এক দেশে দুই প্রধান, দুই পৃথক নিশান এবং দুই সংবিধান থাকবে না ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরের উপর থেকে 370 ধারা বিলোপের উপর বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার প্রসঙ্গও টেনে আনেন অমিত শাহ ৷ এরপরই অবশ্য রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ ফলে বিরোধীশূন্য সংসদের উচ্চকক্ষে পাশ হয় জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল দু'টি ৷

এদিন জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 পেশ করে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, পাঁচ দিন ধরে কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ি, অফিস, গুদাম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও 'ইন্ডিয়া' জোটের কোনও দল মুখ খোলেনি ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "টাকা গোনার মেশিন গরম হয়ে যাচ্ছে টাকা গুনতে গুনতে ৷ তারপরও অহংকারি জোটের তরফে এই ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি ৷ কিন্তু এরা (কংগ্রেস সাংসদরা) শুনবেন না ৷ ওয়াক আউট করবে ৷" একই সঙ্গে অমিত শাহ বলেন, "আগে জম্মুতে 37টি আসন ছিল, এখন নতুন সীমানা কমিশনের পরে 43টি আসন রয়েছে। আগে কাশ্মীরে 46টি, এখন 47টি এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে 24টি আসন সংরক্ষিত হয়েছে ৷ যেহেতু পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) আমাদের ৷"

অমিত শাহ রাজ্যসভায় বলেন, "আমাদের জমির একটি অংশ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। একটা জিনিস সবাই জানে, যুদ্ধবিরতি না হলে আজ পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) হত না।" শাহ আরও যোগ করেছেন, "দেশের শীর্ষ আদালত স্বীকার করেছে যে, 370 অনুচ্ছেদ একটি অস্থায়ী বিধান। যদি 370 অনুচ্ছেদ এতই ন্যায্য, এত প্রয়োজনীয় ছিল, তাহলে নেহেরুজি কেন এটির সামনে অস্থায়ী শব্দটি ব্যবহার করবেন ? যারা বলছেন যে, 370 অনুচ্ছেদ স্থায়ী তারা সংবিধানের উদ্দেশ্যকে অপমান করছেন ৷ সুপ্রিম কোর্ট বলেছে যে, উল্লিখিত অনুচ্ছেদ 370 একটি অস্থায়ী বিধান, যার মানে হল আবেদনকারীর এই দাবি 370 অনুচ্ছেদ কখনও সরানো যাবে না, সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে তা প্রত্যাখ্যান করেছে ৷"

আরও পড়ুন

  1. দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়, ধারা 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য মিরওয়াইজ উমর ফারুকের
  2. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
  3. মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: লোকসভার পর রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 ৷ এর আগে রাজ্যসভায় বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানান, এক দেশে দুই প্রধান, দুই পৃথক নিশান এবং দুই সংবিধান থাকবে না ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরের উপর থেকে 370 ধারা বিলোপের উপর বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার প্রসঙ্গও টেনে আনেন অমিত শাহ ৷ এরপরই অবশ্য রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ ফলে বিরোধীশূন্য সংসদের উচ্চকক্ষে পাশ হয় জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল দু'টি ৷

এদিন জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 পেশ করে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, পাঁচ দিন ধরে কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ি, অফিস, গুদাম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও 'ইন্ডিয়া' জোটের কোনও দল মুখ খোলেনি ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "টাকা গোনার মেশিন গরম হয়ে যাচ্ছে টাকা গুনতে গুনতে ৷ তারপরও অহংকারি জোটের তরফে এই ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি ৷ কিন্তু এরা (কংগ্রেস সাংসদরা) শুনবেন না ৷ ওয়াক আউট করবে ৷" একই সঙ্গে অমিত শাহ বলেন, "আগে জম্মুতে 37টি আসন ছিল, এখন নতুন সীমানা কমিশনের পরে 43টি আসন রয়েছে। আগে কাশ্মীরে 46টি, এখন 47টি এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে 24টি আসন সংরক্ষিত হয়েছে ৷ যেহেতু পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) আমাদের ৷"

অমিত শাহ রাজ্যসভায় বলেন, "আমাদের জমির একটি অংশ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। একটা জিনিস সবাই জানে, যুদ্ধবিরতি না হলে আজ পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) হত না।" শাহ আরও যোগ করেছেন, "দেশের শীর্ষ আদালত স্বীকার করেছে যে, 370 অনুচ্ছেদ একটি অস্থায়ী বিধান। যদি 370 অনুচ্ছেদ এতই ন্যায্য, এত প্রয়োজনীয় ছিল, তাহলে নেহেরুজি কেন এটির সামনে অস্থায়ী শব্দটি ব্যবহার করবেন ? যারা বলছেন যে, 370 অনুচ্ছেদ স্থায়ী তারা সংবিধানের উদ্দেশ্যকে অপমান করছেন ৷ সুপ্রিম কোর্ট বলেছে যে, উল্লিখিত অনুচ্ছেদ 370 একটি অস্থায়ী বিধান, যার মানে হল আবেদনকারীর এই দাবি 370 অনুচ্ছেদ কখনও সরানো যাবে না, সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে তা প্রত্যাখ্যান করেছে ৷"

আরও পড়ুন

  1. দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়, ধারা 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য মিরওয়াইজ উমর ফারুকের
  2. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
  3. মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব
Last Updated : Dec 11, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.