ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের পর কার্গিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

এবার জম্মু-কাশ্মীর আর লাদাখ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার ৷ 24 জুন জম্মু-কাশ্মীরের 13 জন নেতার পর এবার ডাক পড়ল কার্গিলের নেতাদের ৷ 1 জুলাই দিল্লিতে তাঁদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি ৷

ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত কার্গিল
ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত কার্গিল
author img

By

Published : Jun 27, 2021, 8:44 AM IST

Updated : Jun 27, 2021, 9:21 AM IST

শ্রীনগর, 27 জুন : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে 24 জুন বৈঠকের পরই এবার কার্গিলের নেতাদের আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার ৷ আগামী 1 জুলাই লাদাখের দ্বিতীয় বৃহত্তম এই শহরের নেতাদের আলোচনায় যোগ দিতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ৷

প্রবীণ কংগ্রেস নেতা আসঘর কারবালাই ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "1 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডির সঙ্গে একটি বৈঠকের আমন্ত্রণ পেয়েছি ৷ কার্গিলের সব নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷" তবে শুধুমাত্র কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকেই ডাকা হয়েছে এই বৈঠকে, জানান তিনি ৷ কেন্দ্রের সঙ্গে এই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "370 আর 35এ-র পুনরুদ্ধার করে লাদাখকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হবে ৷"

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

কোনও কোনও সংবাদমাধ্যম অবশ্য লাদাখের সবচেয়ে বড় শহর লেহ-র নেতাদের ডাকার কথা জানালেও, ওই অঞ্চলের কোনও নেতার থেকে এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ৷ তবে, লেহ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক নেতা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমাদের এখনও ডাকা হয়নি ৷ যদি কোনও আমন্ত্রণ আসে, তাহলে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করব ৷" কেন্দ্রের বৈঠকের আগে 29 জুন লেহ-র সব নেতা এই বিষয় নিয়ে একটি বৈঠক করবেন বলে জানালেন তিনি ৷

শ্রীনগর, 27 জুন : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে 24 জুন বৈঠকের পরই এবার কার্গিলের নেতাদের আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার ৷ আগামী 1 জুলাই লাদাখের দ্বিতীয় বৃহত্তম এই শহরের নেতাদের আলোচনায় যোগ দিতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ৷

প্রবীণ কংগ্রেস নেতা আসঘর কারবালাই ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "1 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডির সঙ্গে একটি বৈঠকের আমন্ত্রণ পেয়েছি ৷ কার্গিলের সব নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷" তবে শুধুমাত্র কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকেই ডাকা হয়েছে এই বৈঠকে, জানান তিনি ৷ কেন্দ্রের সঙ্গে এই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "370 আর 35এ-র পুনরুদ্ধার করে লাদাখকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হবে ৷"

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

কোনও কোনও সংবাদমাধ্যম অবশ্য লাদাখের সবচেয়ে বড় শহর লেহ-র নেতাদের ডাকার কথা জানালেও, ওই অঞ্চলের কোনও নেতার থেকে এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ৷ তবে, লেহ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক নেতা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমাদের এখনও ডাকা হয়নি ৷ যদি কোনও আমন্ত্রণ আসে, তাহলে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করব ৷" কেন্দ্রের বৈঠকের আগে 29 জুন লেহ-র সব নেতা এই বিষয় নিয়ে একটি বৈঠক করবেন বলে জানালেন তিনি ৷

Last Updated : Jun 27, 2021, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.