গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), 23 মে : করোনা থেকে সুস্থ হওয়া দুই ব্যক্তি ব্ল্যাক ও হোয়াইট একই সঙ্গে দু‘রকমের ফাংগাসে আক্রান্ত ৷ এমনই ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও ভোপালে ৷ তাঁদের মধ্যে একজন রোগীকে চিকিৎসকরা সুস্থ করে তুলেছেন ৷ অন্য জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
গোয়ালিয়রের ঘটনায় এক ব্যক্তি করোনা থেকে সুস্থ হওয়ার পর তাঁর চোখ ফুলে গিয়েছিল এবং সেই সঙ্গে যন্ত্রণা শুরু হয়েছিল ৷ পরীক্ষা করে জানা যায়, তিনি ব্ল্যাক ও হোয়াইট দুই ধরনের ফাংগাসের শিকার হয়েছেন ৷ চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ আছেন ৷
আরও পড়ুন : রাজ্যেও ব্ল্যাক ফাংগাসের হানা! কী এই রোগের লক্ষণ? প্রতিকারই বা কী?
অন্যদিকে, ভোপালেও একই রকমের ঘটনা সামনে এসেছে ৷ 42 বছরের এক ব্যক্তির শ্বাসনালীতে ব্ল্যাক ও হোয়াইট ফাংগাস একসঙ্গে ধরা পড়েছে ৷ ওই রোগী হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, তাঁর নিচের শ্বাসনালীতে ব্ল্যাক ফাংগাস এবং উপরের শ্বাসনালীতে হোয়াইট ফাংগাসের সংক্রমণ হয়েছে ৷