নয়াদিল্লি, 21 জুলাই: ফ্রান্সের পর শ্রীলঙ্কা । ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই এবার চালু হবে শ্রীলঙ্কাতেও । ফ্রান্সের পর দ্বিতীয় দেশ শ্রীলঙ্কা যেখানে ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস চালু হল । ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে । আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার সাহায্যে সবসময় হাত বাড়িয়েছে পড়শি ভারত। এবার শ্রীলঙ্কারয় ইউপিআই সিস্টেম কার্যকর করে বন্ধুত্বের পথে আরও এগিয়ে গেল দুই দেশ, মনে করা হচ্ছে তেমনটাই।
শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউজে দুই রাষ্ট্রনেতা বৈঠকের পর জানান, এবার ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই শ্রীলঙ্কায় কার্যকর হবে । এই মাসের শুরুতে ফ্রান্স সফরে গিয়ে সেখানে ইউপিআই কার্যকর করেন মোদি । শুরুটা হয়েছে প্যারিসের অন্যতম আকর্ষণ আইফেল টাওয়ার দিয়ে । ইউপিআই নিয়ে মোদি জানিয়েছিলেন, এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ভারতের বাইরে ক্রমশ ছড়িয়ে পড়বে । সেভাবেই ধীরে ধীরে বিদেশে ইউপিআই ছড়িয়ে পড়ছে। ফ্রান্স দিয়ে শুরু, শ্রীলঙ্কা হয়ে ক্রমশ এর পথ প্রশস্ত হবে বলেই জানাচ্ছে দিল্লি ।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেকে শুক্রবারই পৌঁছেছেন রাজধানী নয়াদিল্লিতে। বিপদে ভারতকে পাশে পেয়েছে শ্রীলঙ্কা। প্রায় দেউলিয়া অবস্থায় থাকা শ্রীলঙ্কা থেকে মুখ ফিরিয়েছিল সেই দেশের এক সময়ের বন্ধু-দেশ চিন । কঠিন সময় ভারতের থেকে বিপুল সাহায্য পাওয়া শ্রীলঙ্কাকে পরবর্তীতে ভারতমুখী হতে দেখা গেছে । তাই বন্ধুত্বের বার্তা নিয়েই ভারতে এলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি । দুই দেশের মধ্যে ইউপিআই ছাড়াও পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ নিয়ে কথা হয় । এছাড়াও, ভারতীয় মৎস্যজীবীদের শ্রীলঙ্কার উপকূলে আটক করা নিয়েও দুই দেশের মধ্যে কথা হয়। বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা মানবিক হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
আরও পড়ুন: 'মোদিজি, আপনি কবে ইস্তফা দেবেন ?', টুইট মণিপুরের একরত্তি মেয়ের
দুই দেশের বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউপিআই সিস্টেম এবার শ্রীলঙ্কাতেও । 2016 সালে ভারতে আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হয় । 2023 সালের মধ্যে দুই দেশে এই সিস্টেমের বিস্তার প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে ।ত