বালাঙ্গীর(ওড়িশা), 11 ডিসেম্বর: টানা পাঁচ দিন পর শেষ হল গণনা ৷ শেষ হল মদের কারবারিদের কালো টাকা গোনা ৷ রবিবার টাকা গণনা শেষ হলেও এর সঠিক পরিমাণ এখনও জানা যায়নি । বাজেয়াপ্ত অর্থের পরিমাণ এক থেকে দুই দিনের মধ্যে জানা যাবে বলে সূত্রের খবর । উদ্ধার কালো টাকার পরিমাণ 300 কোটির বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে । এই সমস্ত টাকা গত পাঁচ দিন ধরে গোনা হয় বালাঙ্গীরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিসে ।
176টি ব্যাগে থাকা নগদ টাকাগুলিকে কাছের এসবিআই শাখায় গণনার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । পরে টিটিলাগড় এবং সম্বলপুরে দেশীয় মদ উৎপাদনকারী ইউনিট থেকে বিপুল পরিমাণ নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয় । উদ্ধার হওয়া টাকা দুটি ভ্যানে করে সম্বলপুর এসবিআই শাখায় নিয়ে যাওয়া হয় ।
পঞ্চম দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় আয়কর অভিযান অব্যাহত রয়েছে । গতকাল রাতে 176টি ব্যাগের সব টাকা গোনা শেষ হয়েছে । এই সব টাকা এখনও মোট হিসাব করা হয়নি ৷ এখন পর্যন্ত টাকার সঠিক পরিমাণ বা সংখ্যা জানা যায়নি । এই প্রক্রিয়ায় আরও কয়েকদিন সময় লাগবে এবং হিসাব করার পর বোঝা যাবে কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, টাকার সঙ্গে 60 কেজি সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও বিষয়টি স্পষ্ট না হলেও তা নিয়ে নানা আলোচনা চলছে । তথ্যপ্রযুক্তি বিভাগ বা ব্যাংক আধিকারিকরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য দেননি ।
উল্লেখ্য, আয়কর দফতরের আধিকারিকরা গত বুধবার থেকে ওড়িশা ভিত্তিক ডিস্টিলারি ফার্ম বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড এবং এই ফার্মের সঙ্গে যুক্ত বালাঙ্গীর, সম্বলপুর, সুন্দরগড়, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গের কলকাতা ও ঝাড়খণ্ডের বোকারোয় অন্যান্য মদ ব্যবসায়ীদের সম্পর্কিত বিভিন্ন স্থানে একযোগে অভিযান শুরু করেছেন ।
আরও পড়ুন: