ETV Bharat / bharat

বিহার ও উপনির্বাচনে ভরাডুবি, আজ বৈঠকে কংগ্রেসের বিশেষ কমিটি - সোনিয়া গান্ধি

বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে বৈঠক হবে ৷ যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা এখনও স্পষ্ট নয় ৷

After Congress' debacle in Bihar and by-polls, special committee to meet today
After Congress' debacle in Bihar and by-polls, special committee to meet today
author img

By

Published : Nov 17, 2020, 7:37 AM IST

দিল্লি, 16 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচন ও অন্য কয়েকটি রাজ্যের উপনির্বাচনে দলের ফল খারাপ হয়েছে ৷ আর তার এক সপ্তাহ পর বৈঠক করতে চলেছে কংগ্রেসের বিশেষ কমিটি ৷ আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে এই বৈঠক হবে ৷

কয়েক মাস আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল সহ কয়েকজন দলে সংস্কার চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন ৷ আর বিহারে ভরাডুবির পর নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি ৷ যে কারণে অশোক গেহলত থেকে দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরিদের মতো নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ এসবের মধ্যেই আজ বিশেষ কমিটির বৈঠক ডাকায় হয়েছে ৷ সাংগঠনিক ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে সাহায্য করার জন্য অগাস্টে একটি বিশেষ কমিটি গঠন করা হয় ৷ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমেদ পটেল, একে অ্য়ান্টনি, অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিক, রণদীপ সূরজেওয়ালা ৷ তাঁদের মধ্যে আহমেদ পটেল বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷

এদিকে বিহার নির্বাচনে মহাজোটের পরাজয়ের জন্য অনেকে কংগ্রেসকেই দায়ী করেছে ৷ কারণ RJD ও বাম দলের সাফল্যের হার 50 শতাংশেরও বেশি ৷ সেখানে 70টি আসনে লড়াই করে মাত্র 19টি আসনে জিতেছে কংগ্রেস ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপনির্বাচনে 28টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র 9টি ৷ কর্নাটক ও গুজরাতে পরিস্থিতি আরও খারাপ ৷ দুটি রাজ্যের উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তারা ৷ এমনকী প্রিয়াঙ্কা গান্ধির দায়িত্বে থাকা উত্তরপ্রদেশেও কংগ্রেসের পারফরম্যান্স হতাশাজনক ৷

বিহার বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে ৷ RJD নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, প্রিয়াঙ্কা গান্ধি, মনমোহন সিং এমনকী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির মতো প্রবীণ নেতারা ভোটের প্রচারে অংশ নেননি ৷ রাহুল গান্ধিকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ।

দিল্লি, 16 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচন ও অন্য কয়েকটি রাজ্যের উপনির্বাচনে দলের ফল খারাপ হয়েছে ৷ আর তার এক সপ্তাহ পর বৈঠক করতে চলেছে কংগ্রেসের বিশেষ কমিটি ৷ আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে এই বৈঠক হবে ৷

কয়েক মাস আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল সহ কয়েকজন দলে সংস্কার চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন ৷ আর বিহারে ভরাডুবির পর নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি ৷ যে কারণে অশোক গেহলত থেকে দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরিদের মতো নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ এসবের মধ্যেই আজ বিশেষ কমিটির বৈঠক ডাকায় হয়েছে ৷ সাংগঠনিক ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে সাহায্য করার জন্য অগাস্টে একটি বিশেষ কমিটি গঠন করা হয় ৷ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমেদ পটেল, একে অ্য়ান্টনি, অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিক, রণদীপ সূরজেওয়ালা ৷ তাঁদের মধ্যে আহমেদ পটেল বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷

এদিকে বিহার নির্বাচনে মহাজোটের পরাজয়ের জন্য অনেকে কংগ্রেসকেই দায়ী করেছে ৷ কারণ RJD ও বাম দলের সাফল্যের হার 50 শতাংশেরও বেশি ৷ সেখানে 70টি আসনে লড়াই করে মাত্র 19টি আসনে জিতেছে কংগ্রেস ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপনির্বাচনে 28টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র 9টি ৷ কর্নাটক ও গুজরাতে পরিস্থিতি আরও খারাপ ৷ দুটি রাজ্যের উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তারা ৷ এমনকী প্রিয়াঙ্কা গান্ধির দায়িত্বে থাকা উত্তরপ্রদেশেও কংগ্রেসের পারফরম্যান্স হতাশাজনক ৷

বিহার বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে ৷ RJD নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, প্রিয়াঙ্কা গান্ধি, মনমোহন সিং এমনকী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির মতো প্রবীণ নেতারা ভোটের প্রচারে অংশ নেননি ৷ রাহুল গান্ধিকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.