নয়াদিল্লি, 9 মে : শুধু শহর নয়, করোনার দ্বিতীয় ঢেউ এতটাই প্রভাব ফেলেছে যে বাদ যাচ্ছে না গ্রাম এলাকাগুলি ৷ গ্রামাঞ্চলের মানুষ করোনা দাপটে ভুগছে ৷ টুইট করে করোনার দ্বিতীয় ঢেউ কীভাবে দেশের উপর প্রভাব ফেলেছে তা বোঝাতে চাইলেন রাহুল গান্ধি ৷
অক্সিজেন, ওষুধ, হাসপাতালে বেডের অভাবে রোজই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা আক্রান্ত রোগীরা ৷ দেশের এমন হাহাকার পরিস্থিতিতে রোজই টুইটারে উদ্বেগ প্রকাশ করে থাকেন রাহুল গান্ধি ৷ দেশের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে টুইটারে কেন্দ্রীয় সরকারকে হামেশাই নিশানা করে থাকেন ৷ আজও সেরকম একটি টুইট করেন তিনি ৷ ওই টুইটে কিছুটা ব্যাঙ্গাত্মকভাবে তিনি লেখেন, "শহরগুলিকে করোনা সংক্রমণ রয়েছেই ৷ এখন গ্রাম এলাকাগুলিও পরমাত্মার উপর নির্ভর করে বেঁচে আছে ৷"
-
शहरों के बाद, अब गाँव भी परमात्मा निर्भर! pic.twitter.com/KvJxN6fRIU
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">शहरों के बाद, अब गाँव भी परमात्मा निर्भर! pic.twitter.com/KvJxN6fRIU
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2021शहरों के बाद, अब गाँव भी परमात्मा निर्भर! pic.twitter.com/KvJxN6fRIU
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2021
আরও পড়ুন : সামশেরগঞ্জে এক টাকায় দুপুরের খাবার, বিনামূল্যে ওষুধ-অক্সিজেন
দিন দুয়েক আগে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন রাহুল গান্ধি ৷ সরকারের সমালোচনায় মুখর রাহুল চিঠিতে লেখেন, "করোনা পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা দেশকে ফের অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে ।" এর আগে লকডাউন চেয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "এই মুহূর্তে আমি লকডাউন চাই ৷ কারণ করোনা মোকাবিলার জন্য় কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের ৷ উল্টে তারা করোনা ভাইরাসকে সাহায্য় করছে যাতে তা আরও ছড়িয়ে পড়ে ৷ এবং তা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে করোনাকে রোখার কোনও পথই নেই ৷ "