ETV Bharat / bharat

বর্ষার ভবিষ্য়দ্বাণী মেলেনি, ট্রোলের জবাবে কারণ ব্যাখ্য়া করল মৌসম ভবন

author img

By

Published : Jul 13, 2021, 9:43 AM IST

Updated : Jul 13, 2021, 10:02 AM IST

বর্ষার অপেক্ষায় দিন গুণছিলেন দিল্লিবাসী ৷ দেশের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে, বৃষ্টি হবে ৷ কিন্তু সেই পূর্বাভাস ব্যর্থ হয়েছে ৷ দিল্লিতে বৃষ্টি হয়নি ৷ তাই ট্রোল করা হয়েছিল আবহাওয়া দফতরকে ৷ ব্যর্থতার জবাব দিল আইএমডি ৷

বৃষ্টি মাথায় করে পথ চলা
বৃষ্টি মাথায় করে পথ চলা

নয়াদিল্লি, 13 জুলাই : ট্রোলের শিকার দেশের আবহাওয়া দফতর ৷ বর্ষা আসছে (monsoon arriving) দিল্লিতে, এমন পূর্বাভাস দিলেও, কথা রাখেনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তাই ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department, IMD) বা দেশের আবহাওয়া দফতরকে "ট্রোল" (troll) করে নেটিজেনরা ৷ এর জবাবে সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (southwest monsoon) গতিপথ আর বর্ষা না আসার কারণগুলি বিশদে জানায় মৌসম ভবন ৷

বর্ষা আসতে দেরি হওয়ার কারণ-

  • বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ (low pressure) তৈরি না হওয়া
  • দিল্লির কাছে "মিন সি লেভেল"-এ (mean sea level) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুপস্থিতি
  • 5-6টি পশ্চিমি ঝঞ্ঝা (Western disturbances, WD) পশ্চিম থেকে পূর্বে ঘুরে উত্তর ভারতের উপর দিয়ে বয়ে যায়, ফলে পূর্ব দিক থেকে আসা বায়ু ঢুকতে বাধা পেয়েছে ৷

আরও পড়ুন : Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা

মৌসম ভবন জানিয়েছে, কেরালায় 3 জুন বর্ষা ঢোকে ৷ এরপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অনুকূল আবহাওয়ার ফলে 13 জুন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রীতি মেনে এগিয়েছিল ৷ এর ফলে পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি, পঞ্জাব ও পশ্চিম রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দিল্লিতে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি ৷ এমনকি দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি হয়েছিল ৷ সাংখ্য়িক মডেলের (numerical model) উপর ভিত্তি করে দিল্লিতে বর্ষার আগমন নিয়ে এমন ভুল ভবিষ্যদ্বাণী বিরল, সাধারণত এমনটা হয় না, সাফাই দিয়েছে আইএমডি ৷

14 জুন, মৌসম ভবন স্যাটেলাইট আর এনডব্লিউপি মডেলে (NWP) পাওয়া তথ্য় অনুযায়ী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ঢুকতে দেরি হবে ৷ যদিও আবহাওয়ার পূর্বাভাস জানানোর এই মডেল অনুযায়ী পশ্চিমি বায়ুর অবস্থান বিষয়ে জানা যায় না ৷ 20 জুন থেকে তেমন বৃষ্টি হয়নি ৷

তাই বর্ষা আসার অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত দিল্লিবাসী ক্ষেপে গিয়ে ট্রোলের হাতিয়ারে বিদ্ধ করে আবহাওয়া দফতরকে ৷

নয়াদিল্লি, 13 জুলাই : ট্রোলের শিকার দেশের আবহাওয়া দফতর ৷ বর্ষা আসছে (monsoon arriving) দিল্লিতে, এমন পূর্বাভাস দিলেও, কথা রাখেনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তাই ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department, IMD) বা দেশের আবহাওয়া দফতরকে "ট্রোল" (troll) করে নেটিজেনরা ৷ এর জবাবে সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (southwest monsoon) গতিপথ আর বর্ষা না আসার কারণগুলি বিশদে জানায় মৌসম ভবন ৷

বর্ষা আসতে দেরি হওয়ার কারণ-

  • বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ (low pressure) তৈরি না হওয়া
  • দিল্লির কাছে "মিন সি লেভেল"-এ (mean sea level) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুপস্থিতি
  • 5-6টি পশ্চিমি ঝঞ্ঝা (Western disturbances, WD) পশ্চিম থেকে পূর্বে ঘুরে উত্তর ভারতের উপর দিয়ে বয়ে যায়, ফলে পূর্ব দিক থেকে আসা বায়ু ঢুকতে বাধা পেয়েছে ৷

আরও পড়ুন : Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা

মৌসম ভবন জানিয়েছে, কেরালায় 3 জুন বর্ষা ঢোকে ৷ এরপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অনুকূল আবহাওয়ার ফলে 13 জুন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রীতি মেনে এগিয়েছিল ৷ এর ফলে পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি, পঞ্জাব ও পশ্চিম রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দিল্লিতে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি ৷ এমনকি দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি হয়েছিল ৷ সাংখ্য়িক মডেলের (numerical model) উপর ভিত্তি করে দিল্লিতে বর্ষার আগমন নিয়ে এমন ভুল ভবিষ্যদ্বাণী বিরল, সাধারণত এমনটা হয় না, সাফাই দিয়েছে আইএমডি ৷

14 জুন, মৌসম ভবন স্যাটেলাইট আর এনডব্লিউপি মডেলে (NWP) পাওয়া তথ্য় অনুযায়ী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ঢুকতে দেরি হবে ৷ যদিও আবহাওয়ার পূর্বাভাস জানানোর এই মডেল অনুযায়ী পশ্চিমি বায়ুর অবস্থান বিষয়ে জানা যায় না ৷ 20 জুন থেকে তেমন বৃষ্টি হয়নি ৷

তাই বর্ষা আসার অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত দিল্লিবাসী ক্ষেপে গিয়ে ট্রোলের হাতিয়ারে বিদ্ধ করে আবহাওয়া দফতরকে ৷

Last Updated : Jul 13, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.