কলকাতা, 20 অগস্ট : এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী (LK Advani) ৷ শুক্রবার এমনই এক মুহূর্তের সাক্ষী হল ভারতের রাজনীতি ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷ কারণ, দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল ভারতীয় জনতা পার্টির এই দুই নেতাকে ৷
লালকৃষ্ণ আডবাণী বিজেপির (BJP) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ৷ তিনি অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জমানায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ এমনকী, শেষের দিকে উপ-প্রধানমন্ত্রীও হয়েছিলেন ৷ কিন্তু মোদি জমানায় ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকে দলের মার্গদর্শক হিসেবে দায়িত্ব দিয়ে কার্যত অপাংক্তেয় করে দেওয়া হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Mamata Banerjee : সোনিয়ার ডাকা বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক মমতার
রাজনৈতিক মহলের একাংশের মতে, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করার সিদ্ধান্ত যখন নেওয়া হয়, তখন আডবাণীর আপত্তি ছিল ৷ সেই কারণে তাঁর অনুগামী বলে পরিচিত নেতারা এই নিয়ে দলের অন্দরে আপত্তি তুলতে শুরু করেন ৷ শেষপর্যন্ত সংখ্যাগরিষ্ঠের মতামতে মোদিকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয় ৷ আর শেষ পর্যন্ত তিনিই 2014 সালে প্রধানমন্ত্রী হন ৷
তার পর থেকেই বিজেপিতে আডবাণীর গুরুত্ব কমেছে ৷ যদিও দলের সমস্ত বড় অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন আডবাণী ৷ কিন্তু সেই ভাবে নরেন্দ্র মোদির সঙ্গে কোনও অনুষ্ঠানেই একমঞ্চে দেখা যায়নি বিজেপির এই বর্ষীয়ান নেতাকে ৷
-
Somnath Temple is integral to our culture and ethos. Inaugurating development works there. #JaySomnath. https://t.co/yE8cLz2RmX
— Narendra Modi (@narendramodi) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Somnath Temple is integral to our culture and ethos. Inaugurating development works there. #JaySomnath. https://t.co/yE8cLz2RmX
— Narendra Modi (@narendramodi) August 20, 2021Somnath Temple is integral to our culture and ethos. Inaugurating development works there. #JaySomnath. https://t.co/yE8cLz2RmX
— Narendra Modi (@narendramodi) August 20, 2021
আরও পড়ুন : Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক
অনেকে ভেবেছিলেন রামমন্দিরের (Ram Mandir) ভূমি পুজোয় আডবাণী-মোদিকে একসঙ্গে দেখা যাবে ৷ কারণ, বিজেপির রাজনৈতিক উত্থান রাম মন্দির আন্দোলনকে ঘিরে ৷ সেই আন্দোলনের নেতৃত্বেই ছিলেন আডবাণী ৷ কিন্তু সেই অনুষ্ঠানে মোদি একাই উপস্থিত হয়েছিলেন ৷
কোভিড প্রোটকলের জন্য আডবাণীকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়নি বলে দাবি করা হয় ৷ যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, মোদি-শাহের জমানায় ব্রাত্য বলেই আডবাণীকে রাম মন্দিরের ভূমি পুজোয় ডাকা হয়নি ৷
আরও পড়ুন : Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির
তার পর শুক্রবার সোমনাথ মন্দিরের (Somnath Mandir) একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন অতিথিরা ৷ সেখানে একদিকে মোদি যেমন ছিলেন, অন্যদিকে ছিলেন লালকৃষ্ণ আডবাণী ৷ মোদি ভাষণ দেওয়ার শুরুতে লালকৃষ্ণ আডবাণীকে শ্রদ্ধা জানান ৷ তার পর বাকিদের নাম উল্লেখ করেন ৷
তাই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে আডবাণী ও মোদির মধ্যে দূরত্ব কমে যাচ্ছে ? জনপ্রিয়তা হারাচ্ছেন বলেই কি দলে পুরনোদের গুরুত্ব দিতে শুরু করেছেন মোদি ? যদিও এই প্রশ্নের উত্তর দিতে নারাজ গেরুয়া শিবির ৷
আরও পড়ুন : PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির