ETV Bharat / bharat

Shraddha Murder Case: প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রদ্ধা, সঙ্গে ছিলেন আফতাব

author img

By

Published : Nov 18, 2022, 7:17 PM IST

শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) পিঠ ও কাঁধের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের হাসপাতালে ৷ সেই সময় প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাও (Aftab Amin Poonawalla) তাঁর সঙ্গে হাসপাতালে এসেছিলেন ৷ শ্রদ্ধা হত্য়াকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই 2020 সালের সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পৌর হাসপাতালের চিকিৎসক ৷

Aftab Amin Poonawalla accompanied Shraddha Walker to Mumbai Hospital in 2020
Shraddha Murder Case: প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রদ্ধা, সঙ্গে ছিলেন আফতাব

মুম্বই, 18 নভেম্বর: 2020 সালে শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) যখন তাঁদের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য এসেছিলেন, তখন তাঁর সঙ্গে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাও (Aftab Amin Poonawalla) ছিলেন ৷ শ্রদ্ধা হত্য়াকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এই দাবি করেছেন মুম্বইয়ের এক চিকিৎসক ৷ প্রসঙ্গত, শ্রদ্ধা আদতে মুম্বইয়েরই বাসিন্দা ৷ পরবর্তীতে আফতাবের সঙ্গে থাকার জন্য দিল্লি পাড়ি দেন ৷ মুম্বইয়ে থাকাকালীন কাঁধ ও পিঠের যন্ত্রণায় ভুগতেন শ্রদ্ধা ৷ তারই চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি ৷ 2020 সালে বেশ কিছু দিন নালাসোপারার ওজোন পৌর হাসপাতালে ভর্তি ছিলেন শ্রদ্ধা ৷

মুম্বইয়ের ওই হাসপাতালে শ্রদ্ধার চিকিৎসা করেছিলেন ডা. শিব প্রসাদ শিণ্ডে (Dr Shiv Prasad Shinde) ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "2020 সালে 3 ডিসেম্বর শ্রদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল ৷ সেই সময় চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ তাঁর কাঁধ ও পিঠে অত্যন্ত ব্যথা ছিল ৷ তবে, কীভাবে তাঁর আঘাত লেগেছিল, সেই সম্পর্কে কোনও কথা বলেননি শ্রদ্ধা ৷ তিনি আফতাবের সঙ্গেই হাসপাতালে এসেছিলেন ৷ তবে, আমরা তাঁর শরীরের বাইরে কোনও আঘাত দেখিনি ৷ হাসপাতালে ভর্তির সময় আফতাব শ্রদ্ধার সঙ্গেই ছিলেন ৷"

আরও পড়ুন: 'শিক্ষিত' শ্রদ্ধা লিভ-ইন সম্পর্কে থাকাতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

সূত্রের দাবি, শ্রদ্ধার উপর মাঝেমধ্যেই শারীরিক অত্যাচার করতেন আফতাব ৷ সম্প্রতি সংবাদমাধ্যম এবং সোশ্য়াল মিডিয়ায় শ্রদ্ধার একটি ছবি ভাইরাল হয় ৷ তাতে দেখা যাচ্ছে, তাঁর নাক এবং ডান চোখে সামান্য আঘাত রয়েছে ৷ শ্রদ্ধার বন্ধুদের কেউ কেউ দাবি করেছেন, আফতাবের নির্যাতনের শিকার হয়েই শ্রদ্ধাকে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছিল ৷ শ্রদ্ধার বন্ধু রাহুল রাই যেমন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, "আফতাব এবং তাঁর নেশা করা নিয়ে অভিযোগ করতেন শ্রদ্ধা ৷ আফতাব মাঝেমধ্যেই শ্রদ্ধার সঙ্গে ঝগড়া করতেন এবং শ্রদ্ধাকে মারধরও করতেন ৷"

দিল্লি পুলিশের দাবি, ইতিমধ্য়েই শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার কথা স্বীকার করেছেন আফতাব ৷ প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ লোপাটের জন্য 35টি টুকরো করেন আফতাব ! তারপর 18 দিন ধরে সেই দেহখণ্ড দিল্লির নানা প্রান্তে ফেলে আসেন ৷ দেহের পচন ঠেকাতে কেনেন নতুন ফ্রিজ ৷ লোকচক্ষু এড়াতে দেহাংশ ফেলার জন্য প্রত্য়েক রাতে 2টোর সময় বাড়ি থেকে বেরোতেন আফতাব ৷ এইভাবে টানা 18 দিন ধরে শ্রদ্ধার দেহ লোপাট করেন তিনি ৷ পুলিশের কাছে জেরায় এসবই ওই যুবক স্বীকার করেছেন বলে দাবি সূত্রের ৷

মুম্বই, 18 নভেম্বর: 2020 সালে শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) যখন তাঁদের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য এসেছিলেন, তখন তাঁর সঙ্গে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাও (Aftab Amin Poonawalla) ছিলেন ৷ শ্রদ্ধা হত্য়াকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এই দাবি করেছেন মুম্বইয়ের এক চিকিৎসক ৷ প্রসঙ্গত, শ্রদ্ধা আদতে মুম্বইয়েরই বাসিন্দা ৷ পরবর্তীতে আফতাবের সঙ্গে থাকার জন্য দিল্লি পাড়ি দেন ৷ মুম্বইয়ে থাকাকালীন কাঁধ ও পিঠের যন্ত্রণায় ভুগতেন শ্রদ্ধা ৷ তারই চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি ৷ 2020 সালে বেশ কিছু দিন নালাসোপারার ওজোন পৌর হাসপাতালে ভর্তি ছিলেন শ্রদ্ধা ৷

মুম্বইয়ের ওই হাসপাতালে শ্রদ্ধার চিকিৎসা করেছিলেন ডা. শিব প্রসাদ শিণ্ডে (Dr Shiv Prasad Shinde) ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "2020 সালে 3 ডিসেম্বর শ্রদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল ৷ সেই সময় চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ তাঁর কাঁধ ও পিঠে অত্যন্ত ব্যথা ছিল ৷ তবে, কীভাবে তাঁর আঘাত লেগেছিল, সেই সম্পর্কে কোনও কথা বলেননি শ্রদ্ধা ৷ তিনি আফতাবের সঙ্গেই হাসপাতালে এসেছিলেন ৷ তবে, আমরা তাঁর শরীরের বাইরে কোনও আঘাত দেখিনি ৷ হাসপাতালে ভর্তির সময় আফতাব শ্রদ্ধার সঙ্গেই ছিলেন ৷"

আরও পড়ুন: 'শিক্ষিত' শ্রদ্ধা লিভ-ইন সম্পর্কে থাকাতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

সূত্রের দাবি, শ্রদ্ধার উপর মাঝেমধ্যেই শারীরিক অত্যাচার করতেন আফতাব ৷ সম্প্রতি সংবাদমাধ্যম এবং সোশ্য়াল মিডিয়ায় শ্রদ্ধার একটি ছবি ভাইরাল হয় ৷ তাতে দেখা যাচ্ছে, তাঁর নাক এবং ডান চোখে সামান্য আঘাত রয়েছে ৷ শ্রদ্ধার বন্ধুদের কেউ কেউ দাবি করেছেন, আফতাবের নির্যাতনের শিকার হয়েই শ্রদ্ধাকে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছিল ৷ শ্রদ্ধার বন্ধু রাহুল রাই যেমন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, "আফতাব এবং তাঁর নেশা করা নিয়ে অভিযোগ করতেন শ্রদ্ধা ৷ আফতাব মাঝেমধ্যেই শ্রদ্ধার সঙ্গে ঝগড়া করতেন এবং শ্রদ্ধাকে মারধরও করতেন ৷"

দিল্লি পুলিশের দাবি, ইতিমধ্য়েই শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার কথা স্বীকার করেছেন আফতাব ৷ প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ লোপাটের জন্য 35টি টুকরো করেন আফতাব ! তারপর 18 দিন ধরে সেই দেহখণ্ড দিল্লির নানা প্রান্তে ফেলে আসেন ৷ দেহের পচন ঠেকাতে কেনেন নতুন ফ্রিজ ৷ লোকচক্ষু এড়াতে দেহাংশ ফেলার জন্য প্রত্য়েক রাতে 2টোর সময় বাড়ি থেকে বেরোতেন আফতাব ৷ এইভাবে টানা 18 দিন ধরে শ্রদ্ধার দেহ লোপাট করেন তিনি ৷ পুলিশের কাছে জেরায় এসবই ওই যুবক স্বীকার করেছেন বলে দাবি সূত্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.