ETV Bharat / bharat

Lekshmana Chandra Victoria Gowri: মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে শপথ নিলেন লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী - additional judge of the Madras High Court

মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ (Additional judge of Madras High Court) হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী (Lekshmana Chandra Victoria Gowri)৷ তাঁর নিয়োগ নিয়ে বিরোধিতা ছিল আইনজীবীদের একাংশের ৷

Lekshmana Chandra Victoria Gowri ETV Bharat
লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী
author img

By

Published : Feb 7, 2023, 7:11 PM IST

চেন্নাই, 7 ফেব্রুয়ারি: নানা বিতর্ক ও ক্ষোভ-বিক্ষোভের পর অবশেষে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ (Additional judge of Madras High Court) হিসাবে শপথ নিলেন আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী (Lekshmana Chandra Victoria Gowri)৷ উচ্চ বিচারবিভাগে নিয়োগ নিয়ে তাঁকে আইনি সহকর্মীদের একটি অংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ৷

নিয়ম মেনে রাষ্ট্রপতির দ্বারা জারি করা নিয়োগের পরোয়ানা পড়ে গৌরীকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি রাজা । গৌরী ছাড়াও আরও চারজন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৷ আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসাবে শপথ নেওয়া থেকে বিরত রাখার জন্য আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷

সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে শীর্ষ আদালত ৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিআর গাভাইয়ের একটি বিশেষ বেঞ্চ বলেছে, "আমরা রিট পিটিশনটি গ্রহণ করছি না । কারণ জানানো হবে ।" সুপ্রিম কোর্টের এই রায়ের পর মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন গৌরী ।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ গৌরীর নিয়োগের বিরোধিতা করা মাদ্রাজ হাইকোর্টের তিনজন আইনজীবীর আবেদনটি 10 ফেব্রুয়ারি শুনানি হবে বলে জানিয়েছিল ৷ কিন্তু পরে শীর্ষ আইনজীবী রাজু রামচন্দ্রন আবার উল্লেখ করার পরে এর শুনানি 7 ফেব্রুয়ারি হবে বলে জানানো হয় ৷ রাজু রামচন্দ্রন জানান, কেন্দ্র তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷

আরও পড়ুন: 11 আইনজীবী ও 2 আধিকারিককে তিনটি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ

আবেদনকারী আইনজীবী আন্না ম্যাথিউ, সুধা রামালিঙ্গম এবং ডি নাগাসাইলা তাঁদের আবেদনে মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে গৌরীর চর্চিত বিদ্বেষমূলক বক্তব্যের উল্লেখ করেন । পিটিশনে বলা হয়, "বিচার বিভাগের স্বাধীনতার জন্য 'গুরুতর হুমকি'র প্রেক্ষিতে চতুর্থ উত্তরদাতাকে (গৌরী) হাইকোর্টের বিচারক হিসেবে শপথ নেওয়া থেকে বিরত রাখার উপযুক্ত অন্তর্বর্তী আদেশ চাইছেন আবেদনকারীরা ।" যদিও এই আবেদন গ্রহণ করতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

চেন্নাই, 7 ফেব্রুয়ারি: নানা বিতর্ক ও ক্ষোভ-বিক্ষোভের পর অবশেষে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ (Additional judge of Madras High Court) হিসাবে শপথ নিলেন আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী (Lekshmana Chandra Victoria Gowri)৷ উচ্চ বিচারবিভাগে নিয়োগ নিয়ে তাঁকে আইনি সহকর্মীদের একটি অংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ৷

নিয়ম মেনে রাষ্ট্রপতির দ্বারা জারি করা নিয়োগের পরোয়ানা পড়ে গৌরীকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি রাজা । গৌরী ছাড়াও আরও চারজন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৷ আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসাবে শপথ নেওয়া থেকে বিরত রাখার জন্য আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷

সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে শীর্ষ আদালত ৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিআর গাভাইয়ের একটি বিশেষ বেঞ্চ বলেছে, "আমরা রিট পিটিশনটি গ্রহণ করছি না । কারণ জানানো হবে ।" সুপ্রিম কোর্টের এই রায়ের পর মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন গৌরী ।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ গৌরীর নিয়োগের বিরোধিতা করা মাদ্রাজ হাইকোর্টের তিনজন আইনজীবীর আবেদনটি 10 ফেব্রুয়ারি শুনানি হবে বলে জানিয়েছিল ৷ কিন্তু পরে শীর্ষ আইনজীবী রাজু রামচন্দ্রন আবার উল্লেখ করার পরে এর শুনানি 7 ফেব্রুয়ারি হবে বলে জানানো হয় ৷ রাজু রামচন্দ্রন জানান, কেন্দ্র তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷

আরও পড়ুন: 11 আইনজীবী ও 2 আধিকারিককে তিনটি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ

আবেদনকারী আইনজীবী আন্না ম্যাথিউ, সুধা রামালিঙ্গম এবং ডি নাগাসাইলা তাঁদের আবেদনে মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে গৌরীর চর্চিত বিদ্বেষমূলক বক্তব্যের উল্লেখ করেন । পিটিশনে বলা হয়, "বিচার বিভাগের স্বাধীনতার জন্য 'গুরুতর হুমকি'র প্রেক্ষিতে চতুর্থ উত্তরদাতাকে (গৌরী) হাইকোর্টের বিচারক হিসেবে শপথ নেওয়া থেকে বিরত রাখার উপযুক্ত অন্তর্বর্তী আদেশ চাইছেন আবেদনকারীরা ।" যদিও এই আবেদন গ্রহণ করতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.