ETV Bharat / bharat

রাজস্থানে ভোটের আগে খবরের শিরোনামের ছদ্মবেশে বিজ্ঞাপন ! সংবাদপত্রগুলিকে নোটিশ পিসিআইয়ের - সংবাদপত্রকে নোটিশ

Advertisement 'camouflaged': রাজস্থানে বিধানসভা ভোটের আগে খবরের শিরোনামের ছদ্মবেশে বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার অভিযোগে বেশ কয়েকটি সংবাদপত্রকে নোটিশ পাঠাল পিসিআই ৷

Advertisement 'camouflaged'
খবরের শিরোনামের ছদ্মবেশে বিজ্ঞাপন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 5:45 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর: খবরের শিরোনামের ছদ্মবেশে বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ ৷ রাজস্থানে বিধানসভা নির্বাচনের সময় এমনই একটি বিজ্ঞাপন খবরের কাগজে প্রকাশিত হওয়ার অভিযোগে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকের কাছে নোটিশ পাঠাল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

রাজস্থানে বিধানসভা নির্বাচন 25 নভেম্বর, অর্থাৎ আগামিকাল ৷ এর ফল প্রকাশিত হবে 3 ডিসেম্বর ৷ মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম ও ছত্তিশগড়ের ভোটের সঙ্গেই ফল ঘোষণা করা হবে রাজস্থানের । ভোটের ঠিক আগেই খবরের শিরোনামের মতো করে বিজ্ঞাপন প্রকাশ করার জন্য বেশ কয়েকটি সংবাদপত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই) ৷

শুক্রবার সেই সংবাদপত্রগুলির একটি তালিকা প্রকাশ করে একটি বিবৃতিতে পিসিআই বলেছে যে, ওই সংবাদপত্রগুলিতে 20 নভেম্বর যে কনটেন্টটি প্রকাশিত হয়েছে, তা দেখে ওই বিষয়বস্তুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে অভিযোগ এনেছেন তাদের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) রঞ্জনা প্রকাশ দেশাই ৷

বিবৃতিতে পিসিআই বলেছে, "সংবাদপত্রের মাস্টহেডের ঠিক নীচে সংবাদ শিরোনাম হিসাবে ছদ্মবেশী ব্যানার শিরোনাম প্রকাশ, রাজস্থান বিধানসভা নির্বাচন, 2023 সংক্রান্ত নীতিমালা এবং সাংবাদিকতামূলক আচরণ, 2022 সংস্করণের লঙ্ঘন বলে মনে হচ্ছে ৷ উত্তর দাখিল করার জন্য উল্লিখিত সমস্ত সংবাদপত্রের সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷"

তবে সংবাদপত্রগুলিতে প্রকাশিত কোন কনটেন্ট নিয়ে আপত্তি তোলা হয়েছে, সে বিষয়ে বিশদে কিছু জানায়নি প্রিন্ট মিডিয়ার নজরদার হিসেবে পরিচিত প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

উল্লেখ্য, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 200টি আসনের মধ্যে 199টিতে শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৷ রাজ্যে মোট 36,101টি জায়গায় ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে । শহর এলাকায় মোট 10,501টি এবং গ্রামীণ এলাকায় 41,006টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ মোট 26,393টি ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিং পরিচালিত হবে । জেলা পর্যায়ের কন্ট্রোলরুম থেকে এ সব ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক নারী দিবসে কোস্টাল প্রেস কর্নারের বিশেষ উদ্যোগ
  2. 'সভ্যতার উপর আক্রমণ', গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়া নিয়ে তরজা তুঙ্গে কংগ্রেস-বিজেপির
  3. রাজভবনের একাধিক পদে আধিকারিক নেই, এবার সরলেন প্রেস সচিব

নয়াদিল্লি, 24 নভেম্বর: খবরের শিরোনামের ছদ্মবেশে বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ ৷ রাজস্থানে বিধানসভা নির্বাচনের সময় এমনই একটি বিজ্ঞাপন খবরের কাগজে প্রকাশিত হওয়ার অভিযোগে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকের কাছে নোটিশ পাঠাল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

রাজস্থানে বিধানসভা নির্বাচন 25 নভেম্বর, অর্থাৎ আগামিকাল ৷ এর ফল প্রকাশিত হবে 3 ডিসেম্বর ৷ মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম ও ছত্তিশগড়ের ভোটের সঙ্গেই ফল ঘোষণা করা হবে রাজস্থানের । ভোটের ঠিক আগেই খবরের শিরোনামের মতো করে বিজ্ঞাপন প্রকাশ করার জন্য বেশ কয়েকটি সংবাদপত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই) ৷

শুক্রবার সেই সংবাদপত্রগুলির একটি তালিকা প্রকাশ করে একটি বিবৃতিতে পিসিআই বলেছে যে, ওই সংবাদপত্রগুলিতে 20 নভেম্বর যে কনটেন্টটি প্রকাশিত হয়েছে, তা দেখে ওই বিষয়বস্তুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে অভিযোগ এনেছেন তাদের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) রঞ্জনা প্রকাশ দেশাই ৷

বিবৃতিতে পিসিআই বলেছে, "সংবাদপত্রের মাস্টহেডের ঠিক নীচে সংবাদ শিরোনাম হিসাবে ছদ্মবেশী ব্যানার শিরোনাম প্রকাশ, রাজস্থান বিধানসভা নির্বাচন, 2023 সংক্রান্ত নীতিমালা এবং সাংবাদিকতামূলক আচরণ, 2022 সংস্করণের লঙ্ঘন বলে মনে হচ্ছে ৷ উত্তর দাখিল করার জন্য উল্লিখিত সমস্ত সংবাদপত্রের সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷"

তবে সংবাদপত্রগুলিতে প্রকাশিত কোন কনটেন্ট নিয়ে আপত্তি তোলা হয়েছে, সে বিষয়ে বিশদে কিছু জানায়নি প্রিন্ট মিডিয়ার নজরদার হিসেবে পরিচিত প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

উল্লেখ্য, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 200টি আসনের মধ্যে 199টিতে শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৷ রাজ্যে মোট 36,101টি জায়গায় ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে । শহর এলাকায় মোট 10,501টি এবং গ্রামীণ এলাকায় 41,006টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ মোট 26,393টি ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিং পরিচালিত হবে । জেলা পর্যায়ের কন্ট্রোলরুম থেকে এ সব ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক নারী দিবসে কোস্টাল প্রেস কর্নারের বিশেষ উদ্যোগ
  2. 'সভ্যতার উপর আক্রমণ', গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়া নিয়ে তরজা তুঙ্গে কংগ্রেস-বিজেপির
  3. রাজভবনের একাধিক পদে আধিকারিক নেই, এবার সরলেন প্রেস সচিব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.