ETV Bharat / bharat

রায়বরেলিতে কেন আসেন না সোনিয়া, প্রশ্ন কংগ্রেস বিধায়কের

রায়বরেলিতে নিজের লোকসভা কেন্দ্রে যান না সোনিয়া গান্ধি ৷ এই অভিযোগে এবার বিদ্রোহের সুর তুললেন রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ সেই সঙ্গে 2019 সালে ভোটের আগে নিজের মনোনয়ন জমা দেওয়ার পর সোনিয়া আর সেই মুখো হননি বলেও সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভপ্রকাশ করেছেন অদিতি সিং ৷

author img

By

Published : Feb 8, 2021, 10:15 PM IST

aditi-singh-questions-sonia gandhis-absence-from-rae-bareli
রায় বরেলিতে কেন আসেন না সোনিয়া গান্ধি? প্রশ্ন তুলে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক

রায়বরেলি (উত্তরপ্রদেশ), 8 ফেব্রুয়ারি : রায়বরেলিতে সোনিয়া গান্ধি কেন আসেন না ? এই প্রশ্ন তুলে ফের একবার বিতর্ক উস্কে দিলেন রায়বরেলির বিদ্রোহী কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ দীর্ঘ সময় হয়ে গেলেও সোনিয়া গান্ধি তাঁর সংসদীয় নির্বাচনী কেন্দ্রে আসেন না ৷ এই অভিযোগ তুলে এবার সরব হয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, 2004 সালে লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রের বদলে রায়বরেলি থেকে ভোটে দাঁড়ান সোনিয়া গান্ধি ৷ তখন থেকেই এই কেন্দ্রে একবারের জন্যও হারেননি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷ তবে, গত পাঁচ বছরে সোনিয়া গান্ধি মাত্র 2 বার নিজের কেন্দ্রে গিয়েছেন ৷ তিনি সেখানকার লোকজনদের খোঁজ নেন এমন অভিযোগ করেছেন রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ ‘‘সোনিয়া গান্ধি শেষ পাঁচ বছরের সময়সীমায় ভোটে জিতে মাত্র 2 বার রায় বরেলিতে এসেছে ৷ 2019 লোকসভা ভোটের আগে মাত্র একবার নিজের মনোনয় জমা করতে এসেছিলেন ৷’’ সাংবাদিকদের এমনই জানান কংগ্রেসের এই বিধায়ক ৷

আরও পড়ুন : পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

তবে, শুধু তিনি নন, কংগ্রেসের আরেক বিধায়ক রাকেশ সিং প্রায় একই সুরে সোনিয়ার নিজের কেন্দ্রে না আসা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ৷ উত্তরপ্রদেশে একমাত্র রায়বরেলি কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ৷ আর সেখানেই কংগ্রেসের মধ্যে এমন বিদ্রোহের সুর হাইকমান্ডকে রীতিমত চিন্তায় ফেলেছে ৷ এমনকী দলের বরিষ্ঠ নেতারা কেন আড়ালে চলে যাচ্ছেন? সেই প্রশ্নও তুলেছেন অদিতি সিং সহ বিদ্রোহী বিধায়ক ও নেতারা ৷

রায়বরেলি (উত্তরপ্রদেশ), 8 ফেব্রুয়ারি : রায়বরেলিতে সোনিয়া গান্ধি কেন আসেন না ? এই প্রশ্ন তুলে ফের একবার বিতর্ক উস্কে দিলেন রায়বরেলির বিদ্রোহী কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ দীর্ঘ সময় হয়ে গেলেও সোনিয়া গান্ধি তাঁর সংসদীয় নির্বাচনী কেন্দ্রে আসেন না ৷ এই অভিযোগ তুলে এবার সরব হয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, 2004 সালে লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রের বদলে রায়বরেলি থেকে ভোটে দাঁড়ান সোনিয়া গান্ধি ৷ তখন থেকেই এই কেন্দ্রে একবারের জন্যও হারেননি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷ তবে, গত পাঁচ বছরে সোনিয়া গান্ধি মাত্র 2 বার নিজের কেন্দ্রে গিয়েছেন ৷ তিনি সেখানকার লোকজনদের খোঁজ নেন এমন অভিযোগ করেছেন রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ ‘‘সোনিয়া গান্ধি শেষ পাঁচ বছরের সময়সীমায় ভোটে জিতে মাত্র 2 বার রায় বরেলিতে এসেছে ৷ 2019 লোকসভা ভোটের আগে মাত্র একবার নিজের মনোনয় জমা করতে এসেছিলেন ৷’’ সাংবাদিকদের এমনই জানান কংগ্রেসের এই বিধায়ক ৷

আরও পড়ুন : পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

তবে, শুধু তিনি নন, কংগ্রেসের আরেক বিধায়ক রাকেশ সিং প্রায় একই সুরে সোনিয়ার নিজের কেন্দ্রে না আসা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ৷ উত্তরপ্রদেশে একমাত্র রায়বরেলি কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ৷ আর সেখানেই কংগ্রেসের মধ্যে এমন বিদ্রোহের সুর হাইকমান্ডকে রীতিমত চিন্তায় ফেলেছে ৷ এমনকী দলের বরিষ্ঠ নেতারা কেন আড়ালে চলে যাচ্ছেন? সেই প্রশ্নও তুলেছেন অদিতি সিং সহ বিদ্রোহী বিধায়ক ও নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.