ETV Bharat / bharat

Judge Beaten in Lucknow: মুরাদাবাদ আদালতের অতিরিক্ত বিচারক এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

বিচারকের জমি জবর দখল করতে সীমানার পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিচারক এবং তাঁর স্ত্রীকে 'মারধর'(Additional Judge of Moradabad Court Beaten by Miscreants) ৷ ঘটনাটি ঘটেছে গাজিপুরের সরোজিনীনগরের পারা এলাকায় ৷

Additional Judge of Moradabad Court Beaten by Miscreants
Additional Judge of Moradabad Court Beaten by Miscreants
author img

By

Published : Nov 9, 2022, 11:58 AM IST

লখনউ, 9 নভেম্বর: মুরাদাবাদ আদালতের অতিরিক্ত বিচারক এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ (Additional Judge of Moradabad Court Beaten by Miscreants) ৷ গাজিপুরের সরোজিনীনগরের পারা এলাকায় বিচারক সোমনাথ সিংয়ের একটি জমির সীমানার পাঁচিল দুষ্কৃতীরা 'ভেঙে দেয়' ৷ খবর পেয়ে বিচারক এবং তাঁর স্ত্রী সেখানে গেলে, সেই দুষ্কৃতীরা সোমনাথ সিং এবং তাঁর স্ত্রীকে মারধর করে ৷ অভিযোগ তাঁদের সোনার চেন ও লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বিচারকের নিরাপত্তারক্ষীর রাইফেল অভিযুক্তরা ছিনিয়ে নিয়েছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে বিচারকের স্ত্রী ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে ৷

অভিযোগ, গত 2 নভেম্বর রাতে বিচারকের জমির পাশের বসবাসকারী আব্বাস এবং তাঁপ পরিবার-সহ অন্যান্য লোকজন পাঁচিল ভেঙে দেয় এবং সেখানে রাখা 60 বস্তা সিমেন্ট, বালি এবং অন্য সামগ্রী লুঠ করে নেয় ৷ এই ঘটনার খবর পেয়ে তিনি গত 3 নভেম্বর পারায় তাঁর জমির পরিস্থিতি দেখতে যান ৷ অভিযোগ উঠেছে, তিনি এবং তাঁর স্ত্রী সেখানে পৌঁছলে, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় ৷ তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ এমনকী বিচারককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷

আরও পড়ুন: কুলটিতে কর্মরত ট্রাফিক পুলিশকে হেনস্থার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

সেই সময় স্থানীয় লোকজন বিচারক সোমনাথ সিং এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক সোমনাথ সিং ৷ তিনি অভিযোগ করেছেন, গত 3 নভেম্বরের ঘটনায় তিনি পুলিশকে সব অভিযোগ জানিয়েছিলেন ৷ কিন্তু, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 7 নভেম্বর মামলা রুজু করে ৷ কেন এই গাফিলতি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক সোমনাথ সিং ৷ এ নিয়ে পুলিশ প্রশাসেনর শীর্ষস্তর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

লখনউ, 9 নভেম্বর: মুরাদাবাদ আদালতের অতিরিক্ত বিচারক এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ (Additional Judge of Moradabad Court Beaten by Miscreants) ৷ গাজিপুরের সরোজিনীনগরের পারা এলাকায় বিচারক সোমনাথ সিংয়ের একটি জমির সীমানার পাঁচিল দুষ্কৃতীরা 'ভেঙে দেয়' ৷ খবর পেয়ে বিচারক এবং তাঁর স্ত্রী সেখানে গেলে, সেই দুষ্কৃতীরা সোমনাথ সিং এবং তাঁর স্ত্রীকে মারধর করে ৷ অভিযোগ তাঁদের সোনার চেন ও লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বিচারকের নিরাপত্তারক্ষীর রাইফেল অভিযুক্তরা ছিনিয়ে নিয়েছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে বিচারকের স্ত্রী ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে ৷

অভিযোগ, গত 2 নভেম্বর রাতে বিচারকের জমির পাশের বসবাসকারী আব্বাস এবং তাঁপ পরিবার-সহ অন্যান্য লোকজন পাঁচিল ভেঙে দেয় এবং সেখানে রাখা 60 বস্তা সিমেন্ট, বালি এবং অন্য সামগ্রী লুঠ করে নেয় ৷ এই ঘটনার খবর পেয়ে তিনি গত 3 নভেম্বর পারায় তাঁর জমির পরিস্থিতি দেখতে যান ৷ অভিযোগ উঠেছে, তিনি এবং তাঁর স্ত্রী সেখানে পৌঁছলে, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় ৷ তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ এমনকী বিচারককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷

আরও পড়ুন: কুলটিতে কর্মরত ট্রাফিক পুলিশকে হেনস্থার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

সেই সময় স্থানীয় লোকজন বিচারক সোমনাথ সিং এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক সোমনাথ সিং ৷ তিনি অভিযোগ করেছেন, গত 3 নভেম্বরের ঘটনায় তিনি পুলিশকে সব অভিযোগ জানিয়েছিলেন ৷ কিন্তু, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 7 নভেম্বর মামলা রুজু করে ৷ কেন এই গাফিলতি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক সোমনাথ সিং ৷ এ নিয়ে পুলিশ প্রশাসেনর শীর্ষস্তর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.