পুনে, 5 মে : কোভিড-19 ভ্যাকসিন কোভোভ্যাক্স এখন বারো বছরের ঊর্ধ্বে সকলের জন্য ৷ টুইট করে এমনটাই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট-এর সিইও আদার পুনেওয়ালা (Adar Poonawalla tweets COVID-19 vaccine Covovax available for everyone above 12 years) ৷ পুনের কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থার কর্ণধার টুইট করে জানিয়েছেন, "আপনারা অনেকেই প্রাপ্তবয়স্কদের জন্য কোভোভ্যাক্স পাওয়া যাবে কি না, তা জানতে চেয়েছিলেন ৷ উত্তরটা হ্যাঁ, 12 বছরের বেশি বয়সী প্রত্যেকে কোভোভ্যাক্স পাবেন ৷"
-
A lot of you have asked if Covovax is available for adults. The answer is yes, it is available for everyone above the age of 12.
— Adar Poonawalla (@adarpoonawalla) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A lot of you have asked if Covovax is available for adults. The answer is yes, it is available for everyone above the age of 12.
— Adar Poonawalla (@adarpoonawalla) May 4, 2022A lot of you have asked if Covovax is available for adults. The answer is yes, it is available for everyone above the age of 12.
— Adar Poonawalla (@adarpoonawalla) May 4, 2022
এর আগে ভারতে বাচ্চাদের জন্য কোভোভ্যাক্স মিলবে, টুইট করে জানিয়েছিলেন আদার পুনেওয়ালা ৷ তিনি লিখেছিলেন, "কোভোভ্যাক্স এখন ভারতে বাচ্চাদের জন্য পাওয়া যাবে ৷ ভারতে উৎপাদিত এটাই একমাত্র ভ্যাকসিন যা, ইউরোপেও বিক্রি হয় ৷ এর কার্যকরী ক্ষমতা 90 শতাংশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাচ্চাদের জন্য আরেকটি ভ্যাকসিনের স্বপ্ন দেখেছিলেন ৷ সেটা এবার পূর্ণ হল ৷"
-
Covovax (@Novavax), is now available for children in India. This is the only vaccine manufactured in India that is also sold in Europe and has an efficacy of > 90%. This is in line with Shri @narendramodi Ji's vision of providing yet another vaccine to protect our children. pic.twitter.com/QUm7sZyOfi
— Adar Poonawalla (@adarpoonawalla) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Covovax (@Novavax), is now available for children in India. This is the only vaccine manufactured in India that is also sold in Europe and has an efficacy of > 90%. This is in line with Shri @narendramodi Ji's vision of providing yet another vaccine to protect our children. pic.twitter.com/QUm7sZyOfi
— Adar Poonawalla (@adarpoonawalla) May 3, 2022Covovax (@Novavax), is now available for children in India. This is the only vaccine manufactured in India that is also sold in Europe and has an efficacy of > 90%. This is in line with Shri @narendramodi Ji's vision of providing yet another vaccine to protect our children. pic.twitter.com/QUm7sZyOfi
— Adar Poonawalla (@adarpoonawalla) May 3, 2022
আরও পড়ুন : Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ
গত সপ্তাহে, 'ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন' (National Technical Advisory Group on Immunisation, NTAGI) 12-17 বছরের জন্য কোভিড-19 ভ্যাকসিন কোভোভ্যাক্সকে অনুমোদন দিয়েছে ৷
গত বছর ডিসেম্বরে সরকার কোভোভ্যাক্স-কে জরুরি অবস্থায় নিয়ন্ত্রিত ব্যবহারের (Restricted use in emergency situtation) ছাড়পত্র দিয়েছিল ৷ তবে অনেকেই টুইটারে অভিযোগ জানান, কোউইন অ্যাপে (COWIN App) 18 বছরের ঊর্ধ্বে প্রাপকদের জন্য কোভোভ্যাক্স মিলছে না ৷ এক ব্যবহারকারী লেখেন, "18 বছর এবং তার বেশি বয়সের অপশন সিলেক্ট করলে কোউইন-এ কোভোভ্যাক্স দেখাচ্ছে না ৷"
আরেকজন প্রাপক কোউইন-এর স্ক্রিনশট পোস্ট করে লেখেন, "এটা ভালো করে দেখুন ৷ আমরা যখন কোউইনে 18 বছর এবং তার বেশি বয়সের অপশন সিলেক্ট করছি, তখন আপনাআপনি কোভোভ্যাক্স অপশনটা হালকা হয়ে যাচ্ছে ৷ মানে কোভোভ্যাক্স ছাড়া অন্য 4টি অপশন কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক, জাইকোভ-ডি দেখাচ্ছে ৷"