ETV Bharat / bharat

ভ্যাকসিন তৈরির গতি বাড়াতে ঋণ নিচ্ছে সিরাম ইন্সটিটিউট - করোনা ভ্য়াকসিন

একটি ইংরেজি সংবাদ মাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়াল জানান সরকারের তরফে আর্থিক সাহায্য় দেওয়ার কথা তাঁরা মিডিয়ায় দেখেছেন ৷ কিন্তু সেই টাকা হাতে না আসায় ব্য়াঙ্ক থেকে 3000 কোটি টাকা ঋণ নিয়েছেন ৷ এবং সেই টাকা দিয়ে অতিরিক্ত করোনা টিকা উৎপাদন শুরু করেছে তারা ৷

adar-poonawalla
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 21, 2021, 6:35 PM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ হানা দিতেই চিন্তিত কেন্দ্রীয় সরকার ৷ এই মহামারী থেকে বাঁচতে টিকাকরণের দিকে জোর দেওয়া হয়েছে ৷ তাই টিকার উৎপাদন বাড়াতে সিরাম ইন্সটিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে করোনা টিকার উৎপাদন বাড়াতে 4 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সেই টাকা এখনও হাতে না পাওয়ায় প্রায় 3 হাজার কোটি ঋণ নিচ্ছে সংস্থাটি ৷

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশের পর দিল্লির হাসপাতালে পৌঁছাল অক্সিজেন

একটি ইংরেজি সংবাদ মাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের সি ই ও আদর পুনাওয়াল জানান সরকারের তরফে আর্থিক সাহায্য় দেওয়ার কথা তাঁরা মিডিয়ায় দেখেছেন ৷ কিন্তু সেই টাকা হাতে না আসায় ব্য়াঙ্ক থেকে 3000 কোটি টাকা ঋণ নিয়েছেন ৷ এবং সেই টাকা দিয়ে অতিরিক্ত করোনা টিকা উৎপাদন শুরু করেছে তারা ৷

এপ্রসঙ্গে তিনি যা বলেন, "আমরা মিডিয়ার মাধ্য়মে এখনও দেখছি যে 3000 কোটি টাকা আমাদের দেওয়া হচ্ছে ৷ আমরা বিশ্বাস করি সেই টাকা খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছবে ৷ কিন্তু আমরা অপেক্ষা করছি না ৷ আমরা ঋণ নিয়ে উৎপাদন শুরু করেছি ৷ আমরা মনে করি সরকারের কাছ থেকে ওই টাকা এ সপ্তাহে আমাদের কাছে এসে পৌঁছবে ৷ "

দেশে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় অন্য়দেশে ভ্য়াকসিন পাঠানো আপাতত বন্ধ রেখেছে সিরাম কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে জুলাই পর্যন্ত কোনও টিকা বাইরের দেশে পাঠানো হবে না ৷

নয়াদিল্লি, 21 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ হানা দিতেই চিন্তিত কেন্দ্রীয় সরকার ৷ এই মহামারী থেকে বাঁচতে টিকাকরণের দিকে জোর দেওয়া হয়েছে ৷ তাই টিকার উৎপাদন বাড়াতে সিরাম ইন্সটিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে করোনা টিকার উৎপাদন বাড়াতে 4 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সেই টাকা এখনও হাতে না পাওয়ায় প্রায় 3 হাজার কোটি ঋণ নিচ্ছে সংস্থাটি ৷

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশের পর দিল্লির হাসপাতালে পৌঁছাল অক্সিজেন

একটি ইংরেজি সংবাদ মাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের সি ই ও আদর পুনাওয়াল জানান সরকারের তরফে আর্থিক সাহায্য় দেওয়ার কথা তাঁরা মিডিয়ায় দেখেছেন ৷ কিন্তু সেই টাকা হাতে না আসায় ব্য়াঙ্ক থেকে 3000 কোটি টাকা ঋণ নিয়েছেন ৷ এবং সেই টাকা দিয়ে অতিরিক্ত করোনা টিকা উৎপাদন শুরু করেছে তারা ৷

এপ্রসঙ্গে তিনি যা বলেন, "আমরা মিডিয়ার মাধ্য়মে এখনও দেখছি যে 3000 কোটি টাকা আমাদের দেওয়া হচ্ছে ৷ আমরা বিশ্বাস করি সেই টাকা খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছবে ৷ কিন্তু আমরা অপেক্ষা করছি না ৷ আমরা ঋণ নিয়ে উৎপাদন শুরু করেছি ৷ আমরা মনে করি সরকারের কাছ থেকে ওই টাকা এ সপ্তাহে আমাদের কাছে এসে পৌঁছবে ৷ "

দেশে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় অন্য়দেশে ভ্য়াকসিন পাঠানো আপাতত বন্ধ রেখেছে সিরাম কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে জুলাই পর্যন্ত কোনও টিকা বাইরের দেশে পাঠানো হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.