ETV Bharat / bharat

আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের

ভারতের ব্যবহৃত দু'টি ভ্যাকসিনের মধ্যে একটি সেরামের তৈরি কোভিশিল্ড ৷ এই সংস্থার সিইও আদর পুনাওয়ালাকে ভ্যাকসিন সরবরাহ নিয়ে হুমকি দেওয়া হয়েছে ৷ তাই তাঁর জন্য "ওয়াই" ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

সিরামের সিইও আদার পুনেওয়ালা
সিরামের সিইও আদার পুনেওয়ালা
author img

By

Published : Apr 29, 2021, 9:13 AM IST

নিউ দিল্লি, 29 এপ্রিল : "ওয়াই" ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেরাম ইনস্টিটউটের সিইও আদর পুনাওয়ালার জন্য ৷ বুুধবার এই ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এই নিরাপত্তা ব্যবস্থায় 11 জন নিরাপত্তা কর্মীর মধ্যে একজন বা দু'জন কম্যান্ডো, আর বাকি সবাই পুলিশকর্মী ৷ এরা সবাই ঘিরে থাকবেন আদরকে সব সময় ৷

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের গভর্নমেন্ট আর রেগুলেটরি অ্যাফেয়ার্স-এর ডিরেক্টর প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন 16 এপ্রিল ৷ কোভিড-19 ভ্যাকসিন সরবরাহ নিয়ে বিভিন্ন সংস্থা আদরকে হুমকি দিচ্ছে, এই কথা জানিয়ে সংস্থার সিইও-র নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার প্রকাশ করেন তিনি ৷ আর মনে করিয়ে দেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কোভিড-19 প্যানডেমিকের মোকাবিলায় আমরা ভারতীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি ৷" এই সংস্থার তৈরি কোভিশিল্ড ভারতে ভ্যাকসিন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে 150 টাকায় আর রাজ্যগুলির জন্য এর চেয়ে বেশি দামে কোভিশিল্ড বিক্রির জন্য সমালোচিত হন আদর পুনাওয়ালা ৷ এরপরই টুইটারে তিনি জানান, "সেরাম ইনস্টিটিউটের জনহিতকর পদক্ষেপ হিসেবে রাজ্যের জন্য প্রতিটি ডোজের দাম 400 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হল ৷ এতে রাজ্যের ফান্ডের কোটি টাকার সাশ্রয় হবে ৷ এর ফলে আরো বেশি লোক ভ্যাকসিন পাবে আর বহু জীবন বাঁচবে ৷"

নিউ দিল্লি, 29 এপ্রিল : "ওয়াই" ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেরাম ইনস্টিটউটের সিইও আদর পুনাওয়ালার জন্য ৷ বুুধবার এই ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এই নিরাপত্তা ব্যবস্থায় 11 জন নিরাপত্তা কর্মীর মধ্যে একজন বা দু'জন কম্যান্ডো, আর বাকি সবাই পুলিশকর্মী ৷ এরা সবাই ঘিরে থাকবেন আদরকে সব সময় ৷

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের গভর্নমেন্ট আর রেগুলেটরি অ্যাফেয়ার্স-এর ডিরেক্টর প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন 16 এপ্রিল ৷ কোভিড-19 ভ্যাকসিন সরবরাহ নিয়ে বিভিন্ন সংস্থা আদরকে হুমকি দিচ্ছে, এই কথা জানিয়ে সংস্থার সিইও-র নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার প্রকাশ করেন তিনি ৷ আর মনে করিয়ে দেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কোভিড-19 প্যানডেমিকের মোকাবিলায় আমরা ভারতীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি ৷" এই সংস্থার তৈরি কোভিশিল্ড ভারতে ভ্যাকসিন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে 150 টাকায় আর রাজ্যগুলির জন্য এর চেয়ে বেশি দামে কোভিশিল্ড বিক্রির জন্য সমালোচিত হন আদর পুনাওয়ালা ৷ এরপরই টুইটারে তিনি জানান, "সেরাম ইনস্টিটিউটের জনহিতকর পদক্ষেপ হিসেবে রাজ্যের জন্য প্রতিটি ডোজের দাম 400 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হল ৷ এতে রাজ্যের ফান্ডের কোটি টাকার সাশ্রয় হবে ৷ এর ফলে আরো বেশি লোক ভ্যাকসিন পাবে আর বহু জীবন বাঁচবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.