ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় ট্রোল, মুছল সৌরভের করা 'সুরক্ষিত হার্টের' তেলের বিজ্ঞাপন - Adani Wilmar

ট্রোলের মুখে বিজ্ঞাপন সরাল আদানি উইলমার গ্রুপ । গত বছর জানুয়ারিতে ফর্চুন রাইস ব্র্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপর থেকেই ওই তেলের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে ৷

Adani Wilmar pulled down Fortune oil ads featuring Sourav Ganguly
বিজ্ঞাপন সরিয়ে নিল আদানি উইলমার
author img

By

Published : Jan 6, 2021, 8:15 AM IST

দিল্লি, 5 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার পর ফরচুন রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপন নিয়ে ট্রোল শুরু হয় । পণ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । এরপরই সেই বিজ্ঞাপন নিয়ে সরিয়ে নিল আদানি উইলমার গ্রুপ ৷

গত বছর জানুয়ারিতে ফর্চুন রাইস ব্র্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপর থেকেই ওই তেলের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে ৷ সেই সঙ্গে বিজ্ঞাপনে তাঁকে বলতে শোনা যায় "হার্টের জন্য স্বাস্থ্যকর এই সরষের তেল" ৷

গত শনিবার বাড়িতেই শরীরচর্চার সময় অসুস্থ হন সৌরভ ৷ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তারপরই সামনে আসে তাঁর হৃদযন্ত্রের সমস্যা ৷ তিনটি করোনারি আর্টারিতে ব্লকেজ রয়েছে বলে জানা যায় ৷

আজ সকালে বিশেষ বিমানে কলকাতায় আসেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেটি ৷ সৌরভের চিকিৎসার জন্য তৈরি নয় সদস্যের চিকিৎসক বোর্ডের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ তারপরই তিনি জানান, "সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন । এতটাই স্বাভাবিক হবে তাঁর জীবন ।" তিনি আরও জানান, " এই ধরনের ঘটনা দেশে যে কারও সঙ্গে ঘটতে পারে । ভারতীয় উপমহাদেশের জলবায়ুতে এটাই স্বাভাবিক । কিন্তু সময়মতো সিটি স্ক্যান করিয়ে রাখলে এই ধরনের অ্যাটাকের বিষয়ে আগে থেকে সতর্ক হওয়া যায় ।"

ওই সংস্থা সূত্রে খবর, ফর্চুন কাচ্চিঘানি সরষের তেলের সমস্ত বিজ্ঞাপন সকল মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার পর নতুন ভাবে বিজ্ঞাপনের পরিকল্পনা করছে তারা ৷

দিল্লি, 5 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার পর ফরচুন রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপন নিয়ে ট্রোল শুরু হয় । পণ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । এরপরই সেই বিজ্ঞাপন নিয়ে সরিয়ে নিল আদানি উইলমার গ্রুপ ৷

গত বছর জানুয়ারিতে ফর্চুন রাইস ব্র্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপর থেকেই ওই তেলের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে ৷ সেই সঙ্গে বিজ্ঞাপনে তাঁকে বলতে শোনা যায় "হার্টের জন্য স্বাস্থ্যকর এই সরষের তেল" ৷

গত শনিবার বাড়িতেই শরীরচর্চার সময় অসুস্থ হন সৌরভ ৷ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তারপরই সামনে আসে তাঁর হৃদযন্ত্রের সমস্যা ৷ তিনটি করোনারি আর্টারিতে ব্লকেজ রয়েছে বলে জানা যায় ৷

আজ সকালে বিশেষ বিমানে কলকাতায় আসেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেটি ৷ সৌরভের চিকিৎসার জন্য তৈরি নয় সদস্যের চিকিৎসক বোর্ডের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ তারপরই তিনি জানান, "সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন । এতটাই স্বাভাবিক হবে তাঁর জীবন ।" তিনি আরও জানান, " এই ধরনের ঘটনা দেশে যে কারও সঙ্গে ঘটতে পারে । ভারতীয় উপমহাদেশের জলবায়ুতে এটাই স্বাভাবিক । কিন্তু সময়মতো সিটি স্ক্যান করিয়ে রাখলে এই ধরনের অ্যাটাকের বিষয়ে আগে থেকে সতর্ক হওয়া যায় ।"

ওই সংস্থা সূত্রে খবর, ফর্চুন কাচ্চিঘানি সরষের তেলের সমস্ত বিজ্ঞাপন সকল মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার পর নতুন ভাবে বিজ্ঞাপনের পরিকল্পনা করছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.