তিরুবন্তপুরম, 17 জুলাই: তিনি বিমানচালক, তবে অন্যদের থেকে খানিক আলাদা ৷ তাই আকাশে ওড়ার স্বপ্নটা কি পূরণ হবে ? দুশ্চিন্তায় ভারতের প্রথম রূপান্তরকামী বিমানচালক অ্যাডাম হ্যারি ৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁরা হরমোন থেরাপির মধ্যে রয়েছেন, তাঁরা কোনওভাবেই বিমান চালাতে পারবেন না ৷ তবে রূপান্তরকামীদের বিমানচালক হওয়া নিয়ে কর্তৃপক্ষের কোনও আপত্তি নেই ৷ তাই অ্যাডমকে শারীরিক পরীক্ষার জন্য ফের আবেদন জানাতে বলা হয়েছে ৷ যাতে তিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পেতে পারেন ৷ আপাতত পেট চালাতে নানা ধরনের কাজকর্ম করতে হচ্ছে অ্যাডামকে (Adam Harry first transgender pilot of India denied commercial pilot license by DGCA) ৷
হ্যারির প্রাইভেট পাইলট লাইসেন্স (Private Pilot's Licence holder, SACAA) রয়েছে ৷ তবে বিমান চালানোর লাইসেন্স পেতে গেলে হরমোন নেওয়া বন্ধ করতে হবে, সাফ জানিয়েছে ডিজিসিএ ৷ তাই দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকার একটি ফ্লাইং স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডাম ৷ তাঁর প্রশ্ন, "হরমোনাল থেরাপি এমন একটা পদ্ধতি, একজন রূপান্তরকামীকে যার মধ্যে সারাজীবন থাকতে হয়ে ৷ তা কীভাবে বন্ধ করা যাবে ?"
আরও পড়ুন: রূপান্তরকামীদের জন্য একাধিক পদে সংরক্ষণ চালু বিহার পুলিশের
2019 সালে হ্যারি কেরল সরকারের সহায়তায় রাজীব গান্ধি অ্যাকাডেমি ফর এভিয়েশন টেকনোলজিতে ভর্তি হন ৷ লাইসেন্স পেতে গিয়ে হরমোনাল থেরাপি নিয়ে ঝামেলা বাধে ৷ তিনি বলেন, "আমি খুশি যে এখন ডিজিসিএ জানিয়েছে, ভারতে রূপান্তরকামীদের বিমানচালক হওয়ার পথে কোনও বাধা নেই ৷ এটা আরও ভালো যে তারা এটা সরকারিভাবে জানিয়েছে ৷ এতে রূপান্তরকামীরা তাঁদের লক্ষ্যপূরণে আত্মবিশ্বাস পাবে ৷"
তবে ডিজিসিএ লাইসেন্স পাওয়া নিয়ে তাঁর সম্বন্ধে যে দাবি করেছে, তা ভুল ৷ এ সম্পর্কে তাঁর বক্তব্য, "আমি রাজীব গান্ধি অ্যাকাডেমি ফর এভিয়েশন টেকনোলজির বহু গ্রাউন্ড ক্লাস করেছি ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাইভেট লাইসেন্সটি এখানে পরিবর্তন করতে হলে ওই লাইসেন্সটা আপডেট করতে হবে ৷ আমি সেখানে গিয়েছি এবং কোনও সমস্যা ছাড়াই আমার শারীরিক পরীক্ষায় উতরে গিয়েছি ৷"
হ্যারির লড়াইটা পুরুষ বিমানচালক হিসেবে পরিচিতি পাওয়ার লড়াই ৷ তাই এখান থেকে দক্ষিণ আফ্রিকার একটি এভিয়েশন স্কুলে চলে যাবেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাঁকে হরমোন নেওয়া নিয়ে কোনও বাধা দেয়নি ৷ এখনও আমাদের সমাজ রূপান্তরকামীদের অন্যভাবেই দেখা হয় ৷ পরিবারের সঙ্গে লড়াই ৷ তারপর নিজের খরচ চালাতে খাবার ডেলিভারি থেকে শুরু করে কোনও চ্যানেলের সঞ্চালক, অনেক কিছুই করতে হয় একজনকে ৷
অ্যাডামের এমন হালে দেশের বর্তমান অব্যবস্থা নিয়ে আক্ষেপ করলেন কেরলের উচ্চশিক্ষা মন্ত্রী আর বিন্দু ৷ তিনি বললেন, "অ্যাডামের ক্ষেত্রে তো তিনি ইতিমধ্যে ভারতে বিমান ওড়ানোর যোগ্যতা পেয়েছেন ৷ আমেরিকা, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিও রূপান্তরকামীদের বিমানচালকের লাইসেন্স দেওয়া হয় ৷" কেরলে বাম সরকার হ্যারিকে একটি স্কলারশিপ দিয়েছিল রাজীব গান্ধি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ৷ এবার সেই টাকা দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ কেরল সরকার অ্যাডামের পাশে আছেন ৷ তিনি যাতে দক্ষিণ আফ্রিকা গিয়ে তাঁর পাঠ শেষ করতে পারেন, তার জন্য সবরকম সাহায্য করবে কেরল সরকার, জানিয়েছেন মন্ত্রী বিন্দু ৷
আরও পড়ুন: রূপান্তরকামী প্রেমিকাকে বিয়ে করল প্রেমিক