ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: উপত্যকায় রাহুলের ভারত জোড়ো যাত্রায় সঙ্গী হলেন 'রঙ্গিলা' ঊর্মিলা - Actress Urmila Matondkar

ভারত জোড়ো যাত্রা এখন উপত্যকায় ৷ আজ রাহুল গান্ধির পাশে দেখা গেল অভিনেত্রী ঊর্মিলা মার্তোণ্ডকরকে (Urmila Matondkar joins Rahul Gandhi) ৷ 2019 সালে কংগ্রেসে যোগ দিয়েও মাত্র ছ'মাস পরে দল থেকে পদত্যাগ করেন তিনি ৷

Bharat Jodo Yatra
ভারত জোড়ো যাত্রা
author img

By

Published : Jan 24, 2023, 1:34 PM IST

নাগরোটা, 24 জানুয়ারি: রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা এখন জম্মু ও কাশ্মীরে ৷ মঙ্গলবার কংগ্রেসের এই মহামিছিলে রাহুল গান্ধির সঙ্গে হাঁটলেন বলি অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকর ৷ জম্মুর নাগরোটা থেকে উধমপুর পর্যন্ত রাস্তা তিনি মিছিলে পথ চলেন তিনি (Actress Urmila Matondkar joins Shri Rahul Gandhi in Bharat Jodo Yatra) ৷ একটি ছবি পোস্ট করে টুইট করেছে কংগ্রেস ৷

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতোণ্ডকর ৷ 1977 সালে শিশুশিল্পী হিসেবে 'করম' সিনেমায় অভিনয়ে হাতেখড়ি ৷ পরে আ গলে লাগ যা, রঙ্গিলা, জুদাই, দাউদ, মেরে স্বপ্ন কে রানি, আফতালুন, সত্য-র মতো একের পর এক হিট সিনেমা দিয়েছেন তিনি ৷ 2018 সালের পর থেকে তাঁকে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়নি ৷ এর মধ্যে তিনি রাজনীতিতে যোগ দেন ৷ 2019 সালে কংগ্রেসে যোগ দিলেও তা স্বল্পস্থায়ী ছিল ৷ মাত্র ছ'মাস পরে 'হাত' ছাড়েন ঊর্মিলা ৷ 2020 সালে শিবসেনায় যোগ দেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল

মঙ্গলবার ক্রিম রঙের কাশ্মীরের ঐতিহ্যবাহী ফেরান পোশাকে, মাথায় টুপি পরে রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন আটচল্লিশের ঊর্মিলা ৷ হাঁটতে হাঁটতে অভিনেত্রী-টার্নড-নেত্রীকে রাহুল গান্ধির সঙ্গে বলতেও দেখা যায় ৷ ফুরফুরে মেজাজে ছিলেন আফতালুন-নায়িকা ৷ এছড়া লেখক পেরুমল মুরুগান (Perumal Murugan), জম্মু ও কাশ্মীর কংগ্রেস কমিটির সভাপতি বিকার রাসুল ওয়ানি, তাঁর পূর্বসূরি জি এ মির এবং প্রাক্তন মন্ত্রী তারিক হামিদ কাররা ছিলেন৷ তেরঙা হাতে নিয়ে হাঁটছিলেন সবাই ৷

  • जब साथ आ जाते हैं सितारे
    कुछ और दमक उठती है यात्रा!

    मशहूर अभिनेत्री @UrmilaMatondkar ने यात्रा में शामिल हो कर दीं अपनी शुभकामनाएं।#BharatJodoYatra‌ pic.twitter.com/ztswuawVNX

    — Bharat Jodo (@bharatjodo) January 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2022 সালের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা ৷ 19 জানুয়ারি তা পঞ্জাব থেকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করে ৷ সোমবার থেকে জম্মুতে চলছে কংগ্রেসের মহামিছিল ৷ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক সংলগ্ন রামবান এবং বানিহালে দু'রাত বিশ্রাম নেওয়ার কথা রয়েছে যাত্রীদের ৷ 30 জানুয়ারি শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ব়্যালি হওয়ার কথা ৷ ইতিমধ্যে 65 জন সদস্যের লাদাখ টেরিটোরিয়াল কংগ্রেস-এর (Ladakh Territorial Congress) সভাপতি নাওয়াং রিগজিন জোরা রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়োয় অংশ নিয়েছেন ৷ সেখানকার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ৷ রাহুল গান্ধিকে স্বাগত জানাতে কাশ্মীরি পরিযায়ী মহিলারা তাঁদের চিরাচরিত পোশাক পরে ফুল হাতে কোল-কান্দোলি মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন ৷

নাগরোটা, 24 জানুয়ারি: রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা এখন জম্মু ও কাশ্মীরে ৷ মঙ্গলবার কংগ্রেসের এই মহামিছিলে রাহুল গান্ধির সঙ্গে হাঁটলেন বলি অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকর ৷ জম্মুর নাগরোটা থেকে উধমপুর পর্যন্ত রাস্তা তিনি মিছিলে পথ চলেন তিনি (Actress Urmila Matondkar joins Shri Rahul Gandhi in Bharat Jodo Yatra) ৷ একটি ছবি পোস্ট করে টুইট করেছে কংগ্রেস ৷

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতোণ্ডকর ৷ 1977 সালে শিশুশিল্পী হিসেবে 'করম' সিনেমায় অভিনয়ে হাতেখড়ি ৷ পরে আ গলে লাগ যা, রঙ্গিলা, জুদাই, দাউদ, মেরে স্বপ্ন কে রানি, আফতালুন, সত্য-র মতো একের পর এক হিট সিনেমা দিয়েছেন তিনি ৷ 2018 সালের পর থেকে তাঁকে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়নি ৷ এর মধ্যে তিনি রাজনীতিতে যোগ দেন ৷ 2019 সালে কংগ্রেসে যোগ দিলেও তা স্বল্পস্থায়ী ছিল ৷ মাত্র ছ'মাস পরে 'হাত' ছাড়েন ঊর্মিলা ৷ 2020 সালে শিবসেনায় যোগ দেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল

মঙ্গলবার ক্রিম রঙের কাশ্মীরের ঐতিহ্যবাহী ফেরান পোশাকে, মাথায় টুপি পরে রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন আটচল্লিশের ঊর্মিলা ৷ হাঁটতে হাঁটতে অভিনেত্রী-টার্নড-নেত্রীকে রাহুল গান্ধির সঙ্গে বলতেও দেখা যায় ৷ ফুরফুরে মেজাজে ছিলেন আফতালুন-নায়িকা ৷ এছড়া লেখক পেরুমল মুরুগান (Perumal Murugan), জম্মু ও কাশ্মীর কংগ্রেস কমিটির সভাপতি বিকার রাসুল ওয়ানি, তাঁর পূর্বসূরি জি এ মির এবং প্রাক্তন মন্ত্রী তারিক হামিদ কাররা ছিলেন৷ তেরঙা হাতে নিয়ে হাঁটছিলেন সবাই ৷

  • जब साथ आ जाते हैं सितारे
    कुछ और दमक उठती है यात्रा!

    मशहूर अभिनेत्री @UrmilaMatondkar ने यात्रा में शामिल हो कर दीं अपनी शुभकामनाएं।#BharatJodoYatra‌ pic.twitter.com/ztswuawVNX

    — Bharat Jodo (@bharatjodo) January 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2022 সালের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা ৷ 19 জানুয়ারি তা পঞ্জাব থেকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করে ৷ সোমবার থেকে জম্মুতে চলছে কংগ্রেসের মহামিছিল ৷ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক সংলগ্ন রামবান এবং বানিহালে দু'রাত বিশ্রাম নেওয়ার কথা রয়েছে যাত্রীদের ৷ 30 জানুয়ারি শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ব়্যালি হওয়ার কথা ৷ ইতিমধ্যে 65 জন সদস্যের লাদাখ টেরিটোরিয়াল কংগ্রেস-এর (Ladakh Territorial Congress) সভাপতি নাওয়াং রিগজিন জোরা রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়োয় অংশ নিয়েছেন ৷ সেখানকার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ৷ রাহুল গান্ধিকে স্বাগত জানাতে কাশ্মীরি পরিযায়ী মহিলারা তাঁদের চিরাচরিত পোশাক পরে ফুল হাতে কোল-কান্দোলি মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.