ETV Bharat / bharat

Sonu Sood : সোনু সুদের বাড়ি ও অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা

অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের বাড়ি সহ 6টি জায়গায় আয়কর বিভাগের আধিকারিকরা গিয়েছেন বলে খবর ৷ সেখানে আয়কর বিভাগের আধিকারিকরা সমীক্ষা চালাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ তবে, এর পিছনে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে আম আদমি পার্টি এবং শিবসেনা ৷

Actor Sonu Sood office and house in Mumbai was surveyed by Income Tax department
সোনু সুদের বাড়ি ও অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা
author img

By

Published : Sep 15, 2021, 6:27 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের বাড়িতে আয়কর বিভাগের আধিকারিকরা ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এবং লখনউ-তে অভিনেতার অফিস সহ মোট 6 জায়গায় আয়কর আধিকারিকরা আজ যান বলে খবর ৷ আয়কর বিভাগের তরফে ‘সমীক্ষা’ চালানো হয়েছে বলেই সূত্রের খবর ৷ অভিনেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গত মাসে দেখা করেছিলেন ৷ সেখানে তাঁকে দিল্লি সরকারের স্কুল মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেন কেজরিওয়াল ৷ আর তার পরেই সোনু সুদের বাড়ি এবং অফিস সহ মোট 6 জায়গায় আয়কর বিভাগের তরফে কর সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হল ৷

48 বছরের এই অভিনেতা করোনা অতিমারির সময় হওয়া প্রথম লকডাউনের শুরু থেকে চর্চায় রয়েছেন ৷ পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল তাঁর সংস্থা ৷ এমনকি বহু দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ বহু মানুষ তাঁর কাছে সাহায্যের আর্জি জানিয়ে ছিল ৷ সেই বার্তাগুলি পাওয়া মাত্র সোনুর সংস্থা তাঁদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে ৷ তবে, এই জনহিতকর কাজ করলেও, কোনওদিন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইচ্ছাপ্রকাশ করেননি ৷ কিন্তু, কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎকারের পরেই সোনু সুদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় ৷ এমনকি আসন্ন পঞ্জাব নির্বাচনে তিনি ভোটে দাঁড়াতে পারেন বলেও চর্চা শুরু হয় ৷

আরও পড়ুন : Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

তবে, সোনু সুদের বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের আধিকারিকদের যাওয়া এবং তাঁর কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কোনও যোগ নেই বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র আসিফ ভামলা ৷ তিনি বলেন, ‘‘এর সঙ্গে আয়করের কোনও যোগ নেই ৷ যে কোনও ব্যক্তি, যে কারও সঙ্গে দেখা করতে পারেন ৷ এর কোনও অর্থ নেই যে, একজন ব্যক্তি যিনি দান ধ্যান করছেন, তিনি কোনও ভুল করবেন ৷ এটা খুবই নিম্নমানের ধারণা ৷ আয়কর বিভাগ একটা স্বাধীন সংস্থা ৷ যার নিজস্ব কিছু প্রটোকল রয়েছে ৷ আর তারা তাদের কাজ করছেন ৷’’

আরও পড়ুন : Calcutta High Court : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

তবে, দিল্লির আপ সরকারের তরফে সোনু সুদের বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের আধিকারিকদের যাওয়া নিয়ে সামলোচনা করা হয় ৷ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা বলেন, ‘‘সোনু সুদের মতো উচ্চমানের একজন ব্যক্তির বিরুদ্ধে আয়করের হানা, যিনি কিনা লক্ষ লক্ষ মানুষের কাছে ঈশ্বরের দূত ৷ যিনি অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ৷ আর এমন একজন ব্যক্তিকে যদি রাজনৈতিকভাবে নিশানা করা হয়, তবে বুঝতে হবে যে, ক্ষমতাসীন দল খুবই স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে ৷’’ সোনু সুদের পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের মহাবিকাশ অগাধি জোটের প্রধান দল শিবসেনা ৷ শিবসেনা নেতা আনন্দ দুবে ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘আমি বিস্মিত ৷ যেভাবে সোনু সুদ লক্ষাধিক মানুষের পাশে দাঁড়ালেন, তাঁর সম্পত্তির খোঁজ নিতে আয়কর বিভাগ অভিযান চালাল ৷ আমি মনে করি না তিনি কোনও বেআইনি কাজ করেছেন ৷’’

আরও পড়ুন : Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের বাড়িতে আয়কর বিভাগের আধিকারিকরা ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এবং লখনউ-তে অভিনেতার অফিস সহ মোট 6 জায়গায় আয়কর আধিকারিকরা আজ যান বলে খবর ৷ আয়কর বিভাগের তরফে ‘সমীক্ষা’ চালানো হয়েছে বলেই সূত্রের খবর ৷ অভিনেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গত মাসে দেখা করেছিলেন ৷ সেখানে তাঁকে দিল্লি সরকারের স্কুল মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেন কেজরিওয়াল ৷ আর তার পরেই সোনু সুদের বাড়ি এবং অফিস সহ মোট 6 জায়গায় আয়কর বিভাগের তরফে কর সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হল ৷

48 বছরের এই অভিনেতা করোনা অতিমারির সময় হওয়া প্রথম লকডাউনের শুরু থেকে চর্চায় রয়েছেন ৷ পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল তাঁর সংস্থা ৷ এমনকি বহু দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ বহু মানুষ তাঁর কাছে সাহায্যের আর্জি জানিয়ে ছিল ৷ সেই বার্তাগুলি পাওয়া মাত্র সোনুর সংস্থা তাঁদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে ৷ তবে, এই জনহিতকর কাজ করলেও, কোনওদিন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইচ্ছাপ্রকাশ করেননি ৷ কিন্তু, কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎকারের পরেই সোনু সুদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় ৷ এমনকি আসন্ন পঞ্জাব নির্বাচনে তিনি ভোটে দাঁড়াতে পারেন বলেও চর্চা শুরু হয় ৷

আরও পড়ুন : Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

তবে, সোনু সুদের বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের আধিকারিকদের যাওয়া এবং তাঁর কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কোনও যোগ নেই বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র আসিফ ভামলা ৷ তিনি বলেন, ‘‘এর সঙ্গে আয়করের কোনও যোগ নেই ৷ যে কোনও ব্যক্তি, যে কারও সঙ্গে দেখা করতে পারেন ৷ এর কোনও অর্থ নেই যে, একজন ব্যক্তি যিনি দান ধ্যান করছেন, তিনি কোনও ভুল করবেন ৷ এটা খুবই নিম্নমানের ধারণা ৷ আয়কর বিভাগ একটা স্বাধীন সংস্থা ৷ যার নিজস্ব কিছু প্রটোকল রয়েছে ৷ আর তারা তাদের কাজ করছেন ৷’’

আরও পড়ুন : Calcutta High Court : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

তবে, দিল্লির আপ সরকারের তরফে সোনু সুদের বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের আধিকারিকদের যাওয়া নিয়ে সামলোচনা করা হয় ৷ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা বলেন, ‘‘সোনু সুদের মতো উচ্চমানের একজন ব্যক্তির বিরুদ্ধে আয়করের হানা, যিনি কিনা লক্ষ লক্ষ মানুষের কাছে ঈশ্বরের দূত ৷ যিনি অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ৷ আর এমন একজন ব্যক্তিকে যদি রাজনৈতিকভাবে নিশানা করা হয়, তবে বুঝতে হবে যে, ক্ষমতাসীন দল খুবই স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে ৷’’ সোনু সুদের পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের মহাবিকাশ অগাধি জোটের প্রধান দল শিবসেনা ৷ শিবসেনা নেতা আনন্দ দুবে ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘আমি বিস্মিত ৷ যেভাবে সোনু সুদ লক্ষাধিক মানুষের পাশে দাঁড়ালেন, তাঁর সম্পত্তির খোঁজ নিতে আয়কর বিভাগ অভিযান চালাল ৷ আমি মনে করি না তিনি কোনও বেআইনি কাজ করেছেন ৷’’

আরও পড়ুন : Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.