ETV Bharat / bharat

Aleixo Reginaldo Lourenco joins TMC : মমতার হাত ধরে তৃণমূলে গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি - অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন

গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন (Acting President of Goa Congress Aleixo Reginaldo Lourenço Join TMC) ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো (Aleixo Reginaldo Lourenço Join TMC) গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷

Aleixo Reginaldo Lourenco joins TMC
Aleixo Reginaldo Lourenco joins TMC
author img

By

Published : Dec 21, 2021, 12:52 PM IST

Updated : Dec 21, 2021, 1:33 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন (Acting President of Goa Congress Aleixo Reginaldo Lourenço Join TMC) ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো (Aleixo Reginaldo Lourenço Joins TMC) গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷

গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ গতকালই গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কলকাতায় এসেছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । তার আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ৷ তার পর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে যোগ দিয়েছেন ৷

প্রসঙ্গত, বড়দিনের মধ্যেই গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । উৎসবের সপ্তাহে তিনি গোয়ার মানুষের সঙ্গে সময় কাটাবেন ৷ তাঁর গোয়া সফরে তৃণমূলের সংগঠনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে বলে খবর । তার আগেই এইভাবে কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান গোয়ার রাজনীতিতে হইচই ফেলে দেবে ।

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী ফেব্রুয়ারি মাসেই গোয়া বিধানসভা নির্বাচন রয়েছে । তার আগেই সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে তৃণমূল ৷ ইতিমধ্যেই তারা এমজিপি পার্টির সঙ্গে জোটও তৈরি করেছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গোয়ার মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন, বিজেপির বিকল্প এই মুহূর্তে একমাত্র তৃণমূল । এখন দেখার সেই যুদ্ধে নতুন করে এই কংগ্রেস বিধায়কের যোগদান ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে কতটা সুবিধা এনে দিতে পারে !

কলকাতা, 21 ডিসেম্বর : গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন (Acting President of Goa Congress Aleixo Reginaldo Lourenço Join TMC) ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো (Aleixo Reginaldo Lourenço Joins TMC) গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷

গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ গতকালই গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কলকাতায় এসেছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । তার আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ৷ তার পর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে যোগ দিয়েছেন ৷

প্রসঙ্গত, বড়দিনের মধ্যেই গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । উৎসবের সপ্তাহে তিনি গোয়ার মানুষের সঙ্গে সময় কাটাবেন ৷ তাঁর গোয়া সফরে তৃণমূলের সংগঠনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে বলে খবর । তার আগেই এইভাবে কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান গোয়ার রাজনীতিতে হইচই ফেলে দেবে ।

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী ফেব্রুয়ারি মাসেই গোয়া বিধানসভা নির্বাচন রয়েছে । তার আগেই সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে তৃণমূল ৷ ইতিমধ্যেই তারা এমজিপি পার্টির সঙ্গে জোটও তৈরি করেছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গোয়ার মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন, বিজেপির বিকল্প এই মুহূর্তে একমাত্র তৃণমূল । এখন দেখার সেই যুদ্ধে নতুন করে এই কংগ্রেস বিধায়কের যোগদান ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে কতটা সুবিধা এনে দিতে পারে !

Last Updated : Dec 21, 2021, 1:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.