ETV Bharat / bharat

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলার শুনানি 2 নভেম্বর - Action against Mamata Banerjee

চেয়ারে বসে জাতীয় সঙ্গীত গাওয়া ও মাঝপথে তা থামিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে ৷ মুম্বইয়ের বিজেপি নেতা আদালতে মামলা দায়ের করেন ৷ সেই মামলায় শুনানি রয়েছে আগামী 2 নভেম্বর ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 20, 2022, 8:14 AM IST

মুম্বই, 20 অক্টোবর: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় ৷ বোম্বে দায়রা আদালতে দায়ের করা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোম্বে দায়রা আদালতের বিশেষ আদালত ৷ 2 নভেম্বর রয়েছে এই মামলার শুনানি(Action Against Mamata Banerjee for Contempt of National Anthem Decision on the above Case on November 2)৷

ঘটনার সূত্রপাত গতবছর মুম্বইয়ের ওয়াইবি চৌহান সেন্টারে হওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে । অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত বাজানো হচ্ছিল । তখন মমতার আচরণ জাতীয় সংগীতের প্রতি সম্মানজনক ছিল না বলে শিবদি আদালতে অভিযোগ করেন মুম্বই বিজেপির সম্পাদক বিবেকানন্দ গুপ্তা (Contempt of National Anthem)। এই আবেদনের পর শিবদি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় ৷ এরপর মমতার পক্ষে বোম্বে দায়রা আদালতে আবেদন জানানো হয় ৷

আগের শুনানিতে এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয় ৷ সেশন কোর্ট রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ৷ রাজ্য সরকারের তরফে আজ অর্থাৎ, 20 অক্টোবর বৃহস্পতিবার শুনানির হওয়ার কথা থাকলেও কোনও কারণে তা হচ্ছে না ৷ বিচারক 2 নভেম্বর শুনানির নির্দেশ দিয়েছেন ৷

সেদিনের অনুষ্ঠানের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করে গতবছর 1 ডিসেম্বর টুইট করে বঙ্গ বিজেপি ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করে লেখা হয়,"জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন ৷ পরে তিনি উঠে দাঁড়ান এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাঝপথে তা থামিয়ে দেন ৷ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ৷"

আরও পড়ুন : চেয়ারে বসে জাতীয় সঙ্গীত ! মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

মুম্বই, 20 অক্টোবর: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় ৷ বোম্বে দায়রা আদালতে দায়ের করা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোম্বে দায়রা আদালতের বিশেষ আদালত ৷ 2 নভেম্বর রয়েছে এই মামলার শুনানি(Action Against Mamata Banerjee for Contempt of National Anthem Decision on the above Case on November 2)৷

ঘটনার সূত্রপাত গতবছর মুম্বইয়ের ওয়াইবি চৌহান সেন্টারে হওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে । অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত বাজানো হচ্ছিল । তখন মমতার আচরণ জাতীয় সংগীতের প্রতি সম্মানজনক ছিল না বলে শিবদি আদালতে অভিযোগ করেন মুম্বই বিজেপির সম্পাদক বিবেকানন্দ গুপ্তা (Contempt of National Anthem)। এই আবেদনের পর শিবদি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় ৷ এরপর মমতার পক্ষে বোম্বে দায়রা আদালতে আবেদন জানানো হয় ৷

আগের শুনানিতে এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয় ৷ সেশন কোর্ট রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ৷ রাজ্য সরকারের তরফে আজ অর্থাৎ, 20 অক্টোবর বৃহস্পতিবার শুনানির হওয়ার কথা থাকলেও কোনও কারণে তা হচ্ছে না ৷ বিচারক 2 নভেম্বর শুনানির নির্দেশ দিয়েছেন ৷

সেদিনের অনুষ্ঠানের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করে গতবছর 1 ডিসেম্বর টুইট করে বঙ্গ বিজেপি ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করে লেখা হয়,"জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন ৷ পরে তিনি উঠে দাঁড়ান এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাঝপথে তা থামিয়ে দেন ৷ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ৷"

আরও পড়ুন : চেয়ারে বসে জাতীয় সঙ্গীত ! মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.