হরদৈ (উত্তরপ্রদেশ),1 অক্টোবর: শৌচাগারে যাওয়ার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত। কয়েক ঘণ্টা বাদে তাকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। তার আগে দু'পক্ষের মধ্যে খানিকটা গুলির লড়াইও হল। তাতে জখম অভিযুক্ত। আপাতত হাসপাতালে অভিযুক্ত যুবকের চিকিৎসা চলছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদৈ জেলার সান্দি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ির কাছেই খেলছিল বছর ছয়েকের এক নাবালিকা। সে সময় ঘটনাস্থলে আসে অভিযুক্ত। তদন্তকারীদের অনুমান, আশপাশে কেউ ছিলেন না। নাবালিকার সঙ্গে কথা বলে তাকে স্থানীয় একটি দোকানে নিয়ে যায় অভিযুক্ত। ওই দোকানটিও সে সময় খালি ছিল। সেই সুযোগে নাবালিকাকে যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে এলাকার বাসিন্দারা উপস্থিত হন। তাঁদের তৎপরতায় এলাকা ছেড়ে পালাতে পারেনি অভিযুক্ত। তাকে আটক করা হয়। পরে খবর যায পুলিশে।
অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে আসে পুলিশ। আদালতে পেশের আগে নিয়মমাফিক তার শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে তাকে হাসপাতালে নিয়ে যান তদন্তকারীরা। জানা গিয়েছে, হাসপাতালে শৌচাগার যাওয়ার অছিলায় পালিয়ে যায় যুবক। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
এরপর কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু হয়। বিভিন্ন সূত্র ধরে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশের একটি দল। শেষমেশ ঘণ্টা দুয়েক বাদে একটি উড়ালপুলে অভিযুক্তের খোঁজ মেলে। তবে এই কয়েক ঘণ্টায় সে একটি বন্দুক জোগাড় করেছিল বলে খবর। তদন্তকারীদের সঙ্গে তার কিছুটা গুলির লড়াইও হয়। শেষমেশ তাকে গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে অভিযুক্তের পালানোর ঘটনায় কাঠগড়ায় দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।
আরও পড়ুন: 'ছেলের মৃত্যুদণ্ড হোক', চাইছেন উজ্জয়িনীতে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাবা