ETV Bharat / bharat

Dutch Youtuber Harassed: বেঙ্গালুরুতে ডাচ ইউটিউবারকে হেনস্তায় গ্রেফতার অভিযুক্ত - পেট্রো মোটা

কর্ণাটকের বেঙ্গালুরুতে এক ডাচ ইউটিউবারকে হেনস্তার অভিযোগ ওঠে ৷ এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয় ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Dutch Youtuber Harassed
Dutch Youtuber Harassed
author img

By

Published : Jun 12, 2023, 5:32 PM IST

বেঙ্গালুরু, 12 জুন: ডাচ ভ্লগার ও ইউটিউবার পেট্রো মোটাকে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণাটকের পুলিশ ৷ ধৃতের নাম নবাব হায়াত শরিফ ৷

নেদারল্যান্ডস থেকে আসা এই ভ্লগার মাস দুয়েক ধরে কর্ণাটকের বিভিন্ন জায়গায় ঘুরছেন ৷ অভিযোগ, বেঙ্গালুরুর 'চোর বাজার'-এ বিক্রেতাদের জীবন ও কাজকর্ম নিয়ে ভিডিয়ো বানানোর সময় তাঁকে হেনস্তা নবাব হায়াত শরিফ ৷ সেই হেনস্তার ভিডিয়ো ক্যামেরাবন্দিও করেন পেড্রো৷ মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷ বিদেশি নাগরিকের সঙ্গে এমন ব্যবহারের সমালোচনায় সরব হন অনেকে ৷

মুদাসির আহমেদ নামে এক ব্যক্তি এই ঘটনাটি টুইট করেন ৷ বেঙ্গালুরু নগর পুলিশ সেই টুইটটি রিটুইট করেন ৷ সেই টুইটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিপি পশ্চিম বিভাগের নজরে আনা হয় । এর পর পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ৷ তার পর গ্রেফতার করা হয় নবাব হায়াত শরিফকে ৷

প্রসঙ্গত, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ইউটিউবার পেড্রো মোটা যখন বাজারে তাঁর অভিজ্ঞতা রেকর্ড করছিলেন, হঠাৎ একজন ব্যক্তি তাঁর হাত ধরে ভিডিও রেকর্ড করা নিয়ে তাঁকে প্রশ্ন করেন । এমনকি পেড্রো যখন প্রথমে নমস্তে বলেন এবং তাঁর হাত ছেড়ে দিতে অনুরোধ করেন, তখন লোকটি তাঁকে ধাক্কা দেন ৷

পরে নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন পেড্রো ৷ তবে একই সঙ্গে জানান, পরে যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছে, প্রত্যেকেই তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছেন ৷

আরও পড়ুন: স্ত্রীকে অর্ধনগ্ন করে মার, পুলিশের কাছে বাঁচানোর আর্জি জওয়ানের

বেঙ্গালুরু, 12 জুন: ডাচ ভ্লগার ও ইউটিউবার পেট্রো মোটাকে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণাটকের পুলিশ ৷ ধৃতের নাম নবাব হায়াত শরিফ ৷

নেদারল্যান্ডস থেকে আসা এই ভ্লগার মাস দুয়েক ধরে কর্ণাটকের বিভিন্ন জায়গায় ঘুরছেন ৷ অভিযোগ, বেঙ্গালুরুর 'চোর বাজার'-এ বিক্রেতাদের জীবন ও কাজকর্ম নিয়ে ভিডিয়ো বানানোর সময় তাঁকে হেনস্তা নবাব হায়াত শরিফ ৷ সেই হেনস্তার ভিডিয়ো ক্যামেরাবন্দিও করেন পেড্রো৷ মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷ বিদেশি নাগরিকের সঙ্গে এমন ব্যবহারের সমালোচনায় সরব হন অনেকে ৷

মুদাসির আহমেদ নামে এক ব্যক্তি এই ঘটনাটি টুইট করেন ৷ বেঙ্গালুরু নগর পুলিশ সেই টুইটটি রিটুইট করেন ৷ সেই টুইটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিপি পশ্চিম বিভাগের নজরে আনা হয় । এর পর পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ৷ তার পর গ্রেফতার করা হয় নবাব হায়াত শরিফকে ৷

প্রসঙ্গত, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ইউটিউবার পেড্রো মোটা যখন বাজারে তাঁর অভিজ্ঞতা রেকর্ড করছিলেন, হঠাৎ একজন ব্যক্তি তাঁর হাত ধরে ভিডিও রেকর্ড করা নিয়ে তাঁকে প্রশ্ন করেন । এমনকি পেড্রো যখন প্রথমে নমস্তে বলেন এবং তাঁর হাত ছেড়ে দিতে অনুরোধ করেন, তখন লোকটি তাঁকে ধাক্কা দেন ৷

পরে নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন পেড্রো ৷ তবে একই সঙ্গে জানান, পরে যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছে, প্রত্যেকেই তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছেন ৷

আরও পড়ুন: স্ত্রীকে অর্ধনগ্ন করে মার, পুলিশের কাছে বাঁচানোর আর্জি জওয়ানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.