মুম্বই, 13 জুন : আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলামকে কেন্দ্র করে রবিবার থেকেই পারদ চড়ছিল অনুরাগীদের ৷ কোটিপতি এই ক্রিকেট প্রতিযোগিতার টিভি ও ডিজিটাল রাইটস কেনার দৌড়ে থাকা সংস্থাগুলির দ্বৈরথ চলেছে সোমবারও ৷ সূত্রের খবর, যাবতীয় দর হাঁকাহাঁকির শেষে 44 হাজার 75 কোটি টাকায় মোট 410টি আইপিএল ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে (according to sources IPL media rights sold for rs 44075 thousand crore) ৷ 2023 থেকে 2027 সাল, আগামী পাঁচ বছর আইপিএল প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য এই নিলাম পর্ব চলে রবি ও সোমবারে ৷
সূত্রের খবর, আগামী 5টি সিজেনের জন্য আইপিএলের টিভি স্বত্ত্ব (প্যাকেজ এ) বিক্রি হয়েছে 23 হাজার 575 কোটা টাকায় ৷ ডিজিটাল রাইটস (প্যাকেজ বি) বিক্রি হয়েছে 20 হাজার 500 কোটি টাকায় ৷ প্রতি সিজেনের 18টি ম্যাচের জন্য প্যাকেজ সি এর স্বত্ত্ব বিক্রি হয়েছে 1 হাজার 700 কোটি টাকায় ৷ যদিও কোন দুই সংস্থা এই স্বত্ব জিতে নিয়েছে, সে ব্যাপারে সরকারিভাবে কিছু ঘোষণা করেনি বিসিসিআই । তবে সূত্রের খবর, ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে জিও (ভায়াকম 18) এবং ভারতে টেলিভিশন সম্প্রচার স্বত্ব যেতে পারে সোনির ঝুলিতে ।
আরও পড়ুন : কলকাতা ছাড়ছেন না, অ্যাকাডেমি গড়তে লটারির টিকিট কাটেন; জানালেন সৈয়দ নঈমুদ্দিন
উল্লেখ্য, 2017 পাঁচ বছরের জন্য স্টার স্পোর্টসে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল 16347.50 কোটি টাকায় ৷ 2008 সালে 10 বছরের জন্য 8 হাজার 200 কোটি টাকায় আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব পায় সোনি পিকচার্স ৷