ETV Bharat / bharat

RSS Office Security: আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ - ভারতীয় জনতা পার্টি

দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) দফতর কেশব কুঞ্জের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ (CISF) ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷

According to Sources CISF takes over security cover of RSS Delhi Office
RSS Office Security: আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ
author img

By

Published : Sep 5, 2022, 8:48 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর দিল্লির দফতরের নিরাপত্তা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা গিয়েছে ৷ এখন থেকে রাজধানী দিল্লিতে আরএসএস-এর দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (Central Industrial Security Force) বা সিআইএসএফ (CISF) ৷

কেন্দ্রীয় দিল্লিতে রয়েছে আরএসএস-এর ওই দফতর ৷ যার নাম কেশব কুঞ্জ৷ কাছেই উদাসীন আশ্রমে রয়েছে একটি ক্যাম্প অফিস ৷ দু’টিকেই সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে বলে খবর ৷ গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

কেন্দ্রের সরকারে এখন ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ আর সেই বিজেপিরই চালিকাশক্তি আরএসএস ৷ যাদের সদর দফতর নাগপুরে ৷ ফলে এমন একটি সংগঠনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিলে স্বজনপোষণের অভিযোগ উঠবেই ৷ বিরোধীরা ইতিমধ্যে এই অভিযোগ তুলতে শুরু করেছে ৷ যদিও সরকারি সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry) নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ৷

আরএসএস-এর প্রধান বা সরসংঙঘচালক মোহন ভাগবতেরও (RSS chief Mohan Bhagwat) জেড প্লাস নিরাপত্তা পান ৷ নাগপুরে আরএসএসের সদর দফতরেও কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ৷ এবার কেশব কুঞ্জের জন্যও একই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন : দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর দিল্লির দফতরের নিরাপত্তা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা গিয়েছে ৷ এখন থেকে রাজধানী দিল্লিতে আরএসএস-এর দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (Central Industrial Security Force) বা সিআইএসএফ (CISF) ৷

কেন্দ্রীয় দিল্লিতে রয়েছে আরএসএস-এর ওই দফতর ৷ যার নাম কেশব কুঞ্জ৷ কাছেই উদাসীন আশ্রমে রয়েছে একটি ক্যাম্প অফিস ৷ দু’টিকেই সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে বলে খবর ৷ গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

কেন্দ্রের সরকারে এখন ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ আর সেই বিজেপিরই চালিকাশক্তি আরএসএস ৷ যাদের সদর দফতর নাগপুরে ৷ ফলে এমন একটি সংগঠনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিলে স্বজনপোষণের অভিযোগ উঠবেই ৷ বিরোধীরা ইতিমধ্যে এই অভিযোগ তুলতে শুরু করেছে ৷ যদিও সরকারি সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry) নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ৷

আরএসএস-এর প্রধান বা সরসংঙঘচালক মোহন ভাগবতেরও (RSS chief Mohan Bhagwat) জেড প্লাস নিরাপত্তা পান ৷ নাগপুরে আরএসএসের সদর দফতরেও কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ৷ এবার কেশব কুঞ্জের জন্যও একই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন : দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.