ETV Bharat / bharat

Chandrababu Naidu: 14 দিনের জেল হেফাজত চন্দ্রবাবুর, অন্ধপ্রদেশে জারি 144 ধারা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 7:35 PM IST

Updated : Sep 10, 2023, 10:18 PM IST

গ্রেফতারের পর জেল হেফাজত ৷ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা রাজামুন্দ্রি সেন্ট্রাল জেল ৷ প্রতিবাদে অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক টিডিপির ।

Chandrababu Naidu
14 দিনের জেল হেফাজত চন্দ্রবাবুর

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: জেল হেফাজতেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ রবিবার তেলুগু দেশম পার্টি প্রধানের 14 দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে এসিবি (অ্যান্টি করাপশন ব্যুরো) কোর্ট ৷ আগামী দু’সপ্তাহ, অর্থাৎ 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা রাজামুন্দ্রি সেন্ট্রাল জেল ৷ অন্ধ্রপ্রদেশ জুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে 144 ধারা ৷ পার্টি সুপ্রিমোর গ্রেফতারি ও জেল হেফাজতের প্রতিবাদে সোমবার বনধের ডাক দিয়েছে টিডিপি ।

2015 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন সরকার যুবসমাজকে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে ৷ সেই স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ নানদয়ালের আর কে হলে চন্দ্রবাবু নাইডুর বাসস্থান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি ৷ রবিবার ভোরে বিজয়ওয়াড়ার অ্যান্টি-করাপশন আদালতে পেশ করা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প দুর্নীতি কী ?

2015 সালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ তিনি সেসময় 3 হাজার 350 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তিতে সই করেন ৷ যেখানে যুবসমাজকে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ সিমেন্স নামক একটি সংস্থার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকার ৷ এই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণের জন্য যে খরচ শিক্ষার্থীদের করতে হবে, তার 10 শতাংশ দেবে সে রাজ্যের সরকার ৷

প্রসঙ্গত, ওই সংস্থাটির নাম (সিমেন্স) জার্মানির বহুজাতিক সংস্থার সঙ্গে মিলত ৷ সিআইডি-র তদন্ত রিপোর্ট অনুযায়ী, সিমেন্সের এমডি সৌম্যদ্রি শেখর বোস এবং ডিজাইন টেকনলজির এমডি বিকাশ খানভিলকরের নামে 241 কোটি টাকা বরাদ্দ করেছিল চন্দ্রবাবু নাইডুর সরকার ৷ কিন্তু, সেই টাকা 7টি ছোট ছোট বেনামি সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷

অভিযোগ ওঠে, এই প্রকল্পে রাজ্য সরকারের 240 কোটি টাকা সরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকী জাল রসিদের মাধ্যমে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই আর্থিক অনিয়মের অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসার পর বিষয়টির তদন্তভার যায় সিআইডি-র হাতে ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বললেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: জেল হেফাজতেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ রবিবার তেলুগু দেশম পার্টি প্রধানের 14 দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে এসিবি (অ্যান্টি করাপশন ব্যুরো) কোর্ট ৷ আগামী দু’সপ্তাহ, অর্থাৎ 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা রাজামুন্দ্রি সেন্ট্রাল জেল ৷ অন্ধ্রপ্রদেশ জুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে 144 ধারা ৷ পার্টি সুপ্রিমোর গ্রেফতারি ও জেল হেফাজতের প্রতিবাদে সোমবার বনধের ডাক দিয়েছে টিডিপি ।

2015 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন সরকার যুবসমাজকে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে ৷ সেই স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ নানদয়ালের আর কে হলে চন্দ্রবাবু নাইডুর বাসস্থান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি ৷ রবিবার ভোরে বিজয়ওয়াড়ার অ্যান্টি-করাপশন আদালতে পেশ করা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প দুর্নীতি কী ?

2015 সালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ তিনি সেসময় 3 হাজার 350 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তিতে সই করেন ৷ যেখানে যুবসমাজকে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ সিমেন্স নামক একটি সংস্থার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকার ৷ এই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণের জন্য যে খরচ শিক্ষার্থীদের করতে হবে, তার 10 শতাংশ দেবে সে রাজ্যের সরকার ৷

প্রসঙ্গত, ওই সংস্থাটির নাম (সিমেন্স) জার্মানির বহুজাতিক সংস্থার সঙ্গে মিলত ৷ সিআইডি-র তদন্ত রিপোর্ট অনুযায়ী, সিমেন্সের এমডি সৌম্যদ্রি শেখর বোস এবং ডিজাইন টেকনলজির এমডি বিকাশ খানভিলকরের নামে 241 কোটি টাকা বরাদ্দ করেছিল চন্দ্রবাবু নাইডুর সরকার ৷ কিন্তু, সেই টাকা 7টি ছোট ছোট বেনামি সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷

অভিযোগ ওঠে, এই প্রকল্পে রাজ্য সরকারের 240 কোটি টাকা সরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকী জাল রসিদের মাধ্যমে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই আর্থিক অনিয়মের অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসার পর বিষয়টির তদন্তভার যায় সিআইডি-র হাতে ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বললেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর

Last Updated : Sep 10, 2023, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.