ETV Bharat / bharat

অগস্টে সংগঠন সংক্রান্ত কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

জাতীয় রাজনীতিতে নিজেদের ভিতকে আরও মজবুত করতে, এবার ত্রিপুরায় নিজেদের সংগঠনকে বাড়ানোর লক্ষ্য নিল তৃণমূল ৷ আর সেই লক্ষ্যে আগামী অগস্ট মাসে ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ত্রিপুরায় বিজেপি বিরোধী অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করাই তৃণমূল শীর্ষ নেতৃত্বের লক্ষ্য বলে জানা গিয়েছে ৷

Abhishek Banerjee will go to Tripura for TMCs Organisational programme
অগাস্ট মাসে সংগঠন সংক্রান্ত কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 19, 2021, 2:02 PM IST

কলকাতা, 19 জুলাই : তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে তাঁর প্রধান পুরোধা অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রচেষ্টাতেই প্রতিবেশী বাঙালি রাজ্য ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের বিস্তার কর্মসূচি নতুন মাত্রা পেতে চলেছে । সেই কর্মসূচির অংশ হিসেবে এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন, 2024 লোকসভায় তৃণমূলের লক্ষ্য 543টি আসন ৷ ভিন রাজ্যে যেখানেই প্রার্থী দেওয়া হবে ভোটে জেতার জন্যই দেওয়া হবে । সেই কথা মাথায় রেখেই আগামী মাসে অর্থাত্‍ অগস্টের শুরুতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

করোনার কারণে তৃণমূলের শহিদ দিবসের ভাষণ এবার ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে শোনানো ও দেখানো হবে । এই প্রথমবার উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, বিহার এমনকি দিল্লিতে তৃণমূলের একুশে কর্মসূচির সম্প্রচার সরাসরি পৌঁছে যাবে মানুষের দরজায় । আর সেই সম্প্রচারের বড় দায়িত্বে রয়েছেন অভিষেক নিজেই । একইভাবে এবার ত্রিপুরাতেও প্রতিটি বুথে একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে । সূত্রে খবর, একুশে জুলাইকে সামনে রেখে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে তৃণমূল । আর তাই বাংলার মতো করেই সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরা সকালে পার্টি অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে একুশে জুলাই পালন করবেন । দলের তরফে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, গোটা দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি জায়গায় পালিত হবে শহিদ দিবস ৷

বাস্তব পরিস্থিতি হল, ত্রিপুরায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামশক্তি ক্ষয়িষ্ণু ওখানেও । প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পক্ষে একা বিজেপির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব হয়ে গিয়েছে । আর কংগ্রেস ত্রিপুরায় তার প্রাসঙ্গিকতাই প্রায় হারিয়ে ফেলেছে ৷ এই মুহূর্তে সেই শূন্যস্থানের সুযোগ নিয়ে, বিরোধী শক্তি হিসেবে ত্রিপুরার মানুষের আস্থা অর্জন করতে চাইছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুকুল রায়ের বোঝাপড়ায় সেই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে বলেই খবর । ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে দেড় বছর সময় রয়েছে তৃণমূলের হাতে ৷ তার আগেই ত্রিপুরাকে তৃণমূলের ঘাঁটি শক্ত করতে, এখন থেকেই আদাজল খেয়ে নামতে চাইছেন অভিষেক ।

সূত্রের খবর উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই-সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন ৷ ত্রিপুরায় উপজাতিদের মধ্যেও প্রভাব বিস্তার করার সম্ভাবনা বাড়ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের । উপজাতিদের নানা অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠানো বা সশরীরে উপস্থিত থাকছেন স্থানীয় তৃণমূল নেতারা । মূলত ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়ায় আরও গতি আনতে এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 19 জুলাই : তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে তাঁর প্রধান পুরোধা অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রচেষ্টাতেই প্রতিবেশী বাঙালি রাজ্য ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের বিস্তার কর্মসূচি নতুন মাত্রা পেতে চলেছে । সেই কর্মসূচির অংশ হিসেবে এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন, 2024 লোকসভায় তৃণমূলের লক্ষ্য 543টি আসন ৷ ভিন রাজ্যে যেখানেই প্রার্থী দেওয়া হবে ভোটে জেতার জন্যই দেওয়া হবে । সেই কথা মাথায় রেখেই আগামী মাসে অর্থাত্‍ অগস্টের শুরুতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

করোনার কারণে তৃণমূলের শহিদ দিবসের ভাষণ এবার ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে শোনানো ও দেখানো হবে । এই প্রথমবার উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, বিহার এমনকি দিল্লিতে তৃণমূলের একুশে কর্মসূচির সম্প্রচার সরাসরি পৌঁছে যাবে মানুষের দরজায় । আর সেই সম্প্রচারের বড় দায়িত্বে রয়েছেন অভিষেক নিজেই । একইভাবে এবার ত্রিপুরাতেও প্রতিটি বুথে একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে । সূত্রে খবর, একুশে জুলাইকে সামনে রেখে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে তৃণমূল । আর তাই বাংলার মতো করেই সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরা সকালে পার্টি অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে একুশে জুলাই পালন করবেন । দলের তরফে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, গোটা দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি জায়গায় পালিত হবে শহিদ দিবস ৷

বাস্তব পরিস্থিতি হল, ত্রিপুরায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামশক্তি ক্ষয়িষ্ণু ওখানেও । প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পক্ষে একা বিজেপির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব হয়ে গিয়েছে । আর কংগ্রেস ত্রিপুরায় তার প্রাসঙ্গিকতাই প্রায় হারিয়ে ফেলেছে ৷ এই মুহূর্তে সেই শূন্যস্থানের সুযোগ নিয়ে, বিরোধী শক্তি হিসেবে ত্রিপুরার মানুষের আস্থা অর্জন করতে চাইছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুকুল রায়ের বোঝাপড়ায় সেই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে বলেই খবর । ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে দেড় বছর সময় রয়েছে তৃণমূলের হাতে ৷ তার আগেই ত্রিপুরাকে তৃণমূলের ঘাঁটি শক্ত করতে, এখন থেকেই আদাজল খেয়ে নামতে চাইছেন অভিষেক ।

সূত্রের খবর উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই-সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন ৷ ত্রিপুরায় উপজাতিদের মধ্যেও প্রভাব বিস্তার করার সম্ভাবনা বাড়ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের । উপজাতিদের নানা অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠানো বা সশরীরে উপস্থিত থাকছেন স্থানীয় তৃণমূল নেতারা । মূলত ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়ায় আরও গতি আনতে এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.