ETV Bharat / bharat

Abhishek Banerjee Meghalaya Campaign: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের

ভোটে জিতে মেঘালয়কে এক নম্বর রাজ্য করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ জনসভা থেকে মেঘালয়ের শাসকদল ন্যাশনাল পিপলস পার্টিকে আক্রমণ করেন তিনি ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 19, 2023, 10:53 AM IST

শিলং, 19 ফেব্রুয়ারি: তৃণমূল মেঘালয়ে ক্ষমতায় এলে তার দল নিশ্চিত করবে যাতে মেঘালয় দেশের এক নম্বর রাজ্যে পরিণত হয় । মেঘালয়ের জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানান, তাঁর দল নিশ্চিত করার চেষ্টা করবে যে খাসি এবং গারো ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয় ।

ত্রিপুরার পর এবার মেঘালয় ৷ সামনেই মেঘালয় বিধানসভা নির্বাচন (Meghalaya Election 2023) ৷ তাই ত্রিপুরা বিধানসভা ভোট শেষ হতেই উত্তর পূর্ব ভারত দখলের লক্ষ্যে তৃণমূল পাড়ি দিয়েছে মেঘালয়ে ৷ একের এক জনসভা করছে সেখানে ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিধানসভা ভোটকে সামনে রেখে মেঘালয়ের মিলিয়েমে একটি জনসভা করেন ৷ সেখানেই মেঘালয়ের জনগণের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি ৷

তিনি বলেন," আপনার কাছে আমারা কথা দিচ্ছি ৷ আমরা মেঘালয়কে প্রতিটি সামাজিক সূচকের শীর্ষে রাখব ৷ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা পরিকাঠামো-সব ক্ষেত্রেই উপর দিকে থাকবে মেঘালয়া। আমরা নিশ্চিত করব মেঘালয় আগামিদিনে যাতে এক নম্বর রাজ্য হয়ে উঠতে পারে ।" অভিষেক জানান, তিনি 2 মার্চ শিলং সফর করবেন । মেঘালয়ের শাসকদল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পশ্চিমবঙ্গের বাংলাভাষী নেতাদের দ্বারা প্রভাবিত বহিরাগত বলে তৃণমূল কংগ্রেসকে আখ্যা দিয়েছে ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, "মেঘালয়ে তৃণমূল সরকার গঠন করলে খাসি এবং গারো ভাষাগুলি সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব ৷" তিনি জানগণকে প্রশ্ন করেন, গত পাঁচ বছরে আপনারা কি কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে দেখেছেন যে এখানকার মানুষ, এই মাটির জন্য, খাসি এবং গারো ভাষা অন্তর্ভুক্ত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন? তৃণমূল নেতা আরও জানান, তিনি মেঘালয়ের স্থানীয় ভাষা শেখার চেষ্টা করবেন । পরের বার যখন তিনি মিলিয়েমে আসবেন তখন এখানকার স্থানীয় ভাষায় কথা বলবেন ৷

আরও পড়ুন: বেআইনি ব্যবসার স্বার্থে 'দিল্লি-অসমের পুতুল কনরাড সাংমা', আক্রমণ অভিষেকের

শিলং, 19 ফেব্রুয়ারি: তৃণমূল মেঘালয়ে ক্ষমতায় এলে তার দল নিশ্চিত করবে যাতে মেঘালয় দেশের এক নম্বর রাজ্যে পরিণত হয় । মেঘালয়ের জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানান, তাঁর দল নিশ্চিত করার চেষ্টা করবে যে খাসি এবং গারো ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয় ।

ত্রিপুরার পর এবার মেঘালয় ৷ সামনেই মেঘালয় বিধানসভা নির্বাচন (Meghalaya Election 2023) ৷ তাই ত্রিপুরা বিধানসভা ভোট শেষ হতেই উত্তর পূর্ব ভারত দখলের লক্ষ্যে তৃণমূল পাড়ি দিয়েছে মেঘালয়ে ৷ একের এক জনসভা করছে সেখানে ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিধানসভা ভোটকে সামনে রেখে মেঘালয়ের মিলিয়েমে একটি জনসভা করেন ৷ সেখানেই মেঘালয়ের জনগণের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি ৷

তিনি বলেন," আপনার কাছে আমারা কথা দিচ্ছি ৷ আমরা মেঘালয়কে প্রতিটি সামাজিক সূচকের শীর্ষে রাখব ৷ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা পরিকাঠামো-সব ক্ষেত্রেই উপর দিকে থাকবে মেঘালয়া। আমরা নিশ্চিত করব মেঘালয় আগামিদিনে যাতে এক নম্বর রাজ্য হয়ে উঠতে পারে ।" অভিষেক জানান, তিনি 2 মার্চ শিলং সফর করবেন । মেঘালয়ের শাসকদল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পশ্চিমবঙ্গের বাংলাভাষী নেতাদের দ্বারা প্রভাবিত বহিরাগত বলে তৃণমূল কংগ্রেসকে আখ্যা দিয়েছে ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, "মেঘালয়ে তৃণমূল সরকার গঠন করলে খাসি এবং গারো ভাষাগুলি সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব ৷" তিনি জানগণকে প্রশ্ন করেন, গত পাঁচ বছরে আপনারা কি কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে দেখেছেন যে এখানকার মানুষ, এই মাটির জন্য, খাসি এবং গারো ভাষা অন্তর্ভুক্ত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন? তৃণমূল নেতা আরও জানান, তিনি মেঘালয়ের স্থানীয় ভাষা শেখার চেষ্টা করবেন । পরের বার যখন তিনি মিলিয়েমে আসবেন তখন এখানকার স্থানীয় ভাষায় কথা বলবেন ৷

আরও পড়ুন: বেআইনি ব্যবসার স্বার্থে 'দিল্লি-অসমের পুতুল কনরাড সাংমা', আক্রমণ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.