ETV Bharat / bharat

Abhishek Banerjee Meghalaya Visit: 'মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে তৃণমূলই', প্রতিশ্রুতি অভিষেকের - মেঘালয়

মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন (TMC will bring Golden Days in Meghalaya) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Meghalaya Visit) ৷ আর কী কী বললেন তিনি ?

Abhishek Banerjee promises TMC will bring Golden Days in Meghalaya
মেঘালয়ের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 18, 2023, 4:38 PM IST

মেন্দিপাথর (মেঘালয়), 18 জানুয়ারি: মেঘের রাজ্যে এসে সোনালী দিন ফিরিয়ে আনার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Meghalaya Visit) ৷ দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বুধবার মেঘালয়ের উত্তর গারো পার্বত্য জেলায় আসেন অভিষেক ৷ জেলার মেন্দিপাথরে এদিন একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই সভায় মমতার ভাষণের আগে বক্তৃতা দেন অভিষেক ৷ এই মঞ্চ থেকেই মেঘালয়ে সোনালী দিন ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি ৷

এদিনই মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ সেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার একটু আগেই মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল, কেন মেঘালয়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, তার ব্যাখ্যা ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমরা যা বলি, তাই করি ৷ তৃণমূল কংগ্রেস দেশের একমাত্র দল, যারা প্রতিশ্রুতি দিলে তা রাখতে জানে ৷ বিজেপি বা কংগ্রেস তা পারে না ৷ আর এখানে তো কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকেই ভোট দেওয়া ৷"

Abhishek Banerjee promises TMC will bring Golden Days in Meghalaya
মঞ্চে মমতা

আরও পড়ুন: তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক বিকল্প নেই ! মেঘালয়বাসীকে বার্তা মমতার

এদিনের এই মঞ্চ থেকে অভিষেক বলেন, "তৃণমূল যদি কোনও কথা দেয়, তাহলে সেই কথা রাখতেও জানে ৷ সরকার গঠনের একমাসের মধ্যে তৃণমূল সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে ৷ মেঘালয় আর অবহেলিত থাকবে না ৷ মেঘালয়ের সমস্ত জনজাতির মানুষ তাঁদের আত্মসম্মান ফিরে পাবেন ৷ ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে উত্তর-পূর্বে ৷ এবারের লড়াইটা মেঘালয় থেকেই শুরু করতে হবে ৷ বাংলা এবং উত্তর-পূর্বের সবক'টি রাজ্য মিলিয়ে রয়েছে মোট 67টি লোকসভা আসন ৷ এই সবক'টিই আমাদের নিশ্চিত করতে হবে ৷ জিততেই হবে ৷ উপড়ে ফেলতে হবে দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং এনপিপি সরকারকে ৷"

Abhishek Banerjee promises TMC will bring Golden Days in Meghalaya
মমতার জনসংযোগ

অভিষেকের বক্তব্য, "বিজেপি এত দিন ক্ষমতায় থেকেও কিছুই করেনি ৷ মেঘালয় অবহেলিতই রয়ে গিয়েছে ৷ বিজেপি-এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূলই ৷ কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসই মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে (TMC will bring Golden Days in Meghalaya) ৷ সূর্যোদয় ঘটবে এখানে ৷ আর অবহেলিত থাকবে না উত্তর-পূর্ব ৷ আর কংগ্রেসকে ভোট দেওয়া মানে হল ভোট নষ্ট করা ৷"

মেন্দিপাথর (মেঘালয়), 18 জানুয়ারি: মেঘের রাজ্যে এসে সোনালী দিন ফিরিয়ে আনার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Meghalaya Visit) ৷ দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বুধবার মেঘালয়ের উত্তর গারো পার্বত্য জেলায় আসেন অভিষেক ৷ জেলার মেন্দিপাথরে এদিন একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই সভায় মমতার ভাষণের আগে বক্তৃতা দেন অভিষেক ৷ এই মঞ্চ থেকেই মেঘালয়ে সোনালী দিন ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি ৷

এদিনই মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ সেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার একটু আগেই মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল, কেন মেঘালয়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, তার ব্যাখ্যা ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমরা যা বলি, তাই করি ৷ তৃণমূল কংগ্রেস দেশের একমাত্র দল, যারা প্রতিশ্রুতি দিলে তা রাখতে জানে ৷ বিজেপি বা কংগ্রেস তা পারে না ৷ আর এখানে তো কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকেই ভোট দেওয়া ৷"

Abhishek Banerjee promises TMC will bring Golden Days in Meghalaya
মঞ্চে মমতা

আরও পড়ুন: তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক বিকল্প নেই ! মেঘালয়বাসীকে বার্তা মমতার

এদিনের এই মঞ্চ থেকে অভিষেক বলেন, "তৃণমূল যদি কোনও কথা দেয়, তাহলে সেই কথা রাখতেও জানে ৷ সরকার গঠনের একমাসের মধ্যে তৃণমূল সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে ৷ মেঘালয় আর অবহেলিত থাকবে না ৷ মেঘালয়ের সমস্ত জনজাতির মানুষ তাঁদের আত্মসম্মান ফিরে পাবেন ৷ ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে উত্তর-পূর্বে ৷ এবারের লড়াইটা মেঘালয় থেকেই শুরু করতে হবে ৷ বাংলা এবং উত্তর-পূর্বের সবক'টি রাজ্য মিলিয়ে রয়েছে মোট 67টি লোকসভা আসন ৷ এই সবক'টিই আমাদের নিশ্চিত করতে হবে ৷ জিততেই হবে ৷ উপড়ে ফেলতে হবে দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং এনপিপি সরকারকে ৷"

Abhishek Banerjee promises TMC will bring Golden Days in Meghalaya
মমতার জনসংযোগ

অভিষেকের বক্তব্য, "বিজেপি এত দিন ক্ষমতায় থেকেও কিছুই করেনি ৷ মেঘালয় অবহেলিতই রয়ে গিয়েছে ৷ বিজেপি-এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূলই ৷ কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসই মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে (TMC will bring Golden Days in Meghalaya) ৷ সূর্যোদয় ঘটবে এখানে ৷ আর অবহেলিত থাকবে না উত্তর-পূর্ব ৷ আর কংগ্রেসকে ভোট দেওয়া মানে হল ভোট নষ্ট করা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.