ETV Bharat / bharat

Abhishek Banerjee Tripura Rally: সিপিএমের দেখানো পথে হেঁটেই ত্রিপুরাকে ধ্বংস করছে বিজেপি, অভিযোগ অভিষেকের - Abhishek Banerjee

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একযোগে কংগ্রেস-সিপিএম-বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ 16 ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 13, 2023, 10:19 PM IST

আগরতলা, 13 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের এই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি'কে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সিপাহীজলা জেলার বক্সানগরে তৃণমূলের একটি জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) ৷ তিনি অভিযোগ করেন, ত্রিপুরাকে ধ্বংস করছে বিজেপি ৷ 25 বছর রাজ্যে ক্ষমতায় থাকালীন সিপিএম যে পথে হেঁটেছিল সেই পথেই পদ্ম শিবির হাঁটছে বলে অভিযোগ তাঁর (Tripura Assembly Election) ৷

তৃণমূলের এদিনের সভায় যাঁরা যোগ দেন, আসার পথে বিজেপি তাঁদের বাধা দেয় বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "যাঁরা আজ এই সভায় এসেছেন, তাঁদের ভয় দেখাতে পারে বিজেপি ৷ এই রাজ্যে তৃণমূল তার সংগঠন গড়ে তোলার পর থেকেই দলের নেতা-কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷ ভুয়ো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তৃণমূল নেতাদের ৷"

  • দশকের পর দশক ধরে ক্ষমতালোভী, স্বৈরাচারীন সরকারগুলির দ্বারা ত্রিপুরার মানুষ নিষ্পেষিত হয়েছে।

    ডবল ইঞ্জিনের সুশাসনের নামে চলেছে চূড়ান্ত অপশাসন।

    পরিবর্তনের ডাক দিয়ে, বক্সনগরের সভা থেকে ঠিক কী বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক @abhishekaitc, শুনে নিন।#VoteForPeace #VoteForTMC pic.twitter.com/cmnUb3d2QY

    — AITC Tripura (@AITC4Tripura) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বাম-কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি চায়নি !' পড়শি রাজ্যে নির্বাচনী প্রচারে তোপ মোদির

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন,"ত্রিপুরার মানুষ কংগ্রেস, সিপিএম এর অপশাসন দেখেছে ৷ পরিবর্তনের আশায় তাঁরা গতবার বিজেপি'কে ভোট দিয়েছিলেন ৷ কিন্তু কোনও বদল হয়নি ৷ 25 বছরে এই রাজ্যকে ধ্বংস করেছিল সিপিএম ৷ আর গত 5 বছরে বিজেপি ত্রিপুরাকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রেখেছে ৷ তৃণমূলের উপস্থিতির জন্যই বাধ্য হয়ে বিজেপি'কে তাঁদের মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে ৷ এবার সরকার বদল হবে ৷"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা সবদিক থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিষেক এদিন বলেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পূরণ করেছেন ৷ এখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্ষমতায় এলে তফসিলি জাতি, উপজাতির মহিলাদের 1200 টাকা করে ও বাকিদের 500 টাকা করে দেওয়া হবে ৷ দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলার মতো এখানেও কৃষকদের বছরে 10 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷ বিজেপি এখানে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেনি ৷ 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে 150 জন মারা গিয়েছেন ৷ 16 ফেব্রুয়ারি এই শিক্ষকরাই বিজেপি'কে ভালো শিক্ষা দেবে ৷"

আগরতলা, 13 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের এই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি'কে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সিপাহীজলা জেলার বক্সানগরে তৃণমূলের একটি জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) ৷ তিনি অভিযোগ করেন, ত্রিপুরাকে ধ্বংস করছে বিজেপি ৷ 25 বছর রাজ্যে ক্ষমতায় থাকালীন সিপিএম যে পথে হেঁটেছিল সেই পথেই পদ্ম শিবির হাঁটছে বলে অভিযোগ তাঁর (Tripura Assembly Election) ৷

তৃণমূলের এদিনের সভায় যাঁরা যোগ দেন, আসার পথে বিজেপি তাঁদের বাধা দেয় বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "যাঁরা আজ এই সভায় এসেছেন, তাঁদের ভয় দেখাতে পারে বিজেপি ৷ এই রাজ্যে তৃণমূল তার সংগঠন গড়ে তোলার পর থেকেই দলের নেতা-কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷ ভুয়ো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তৃণমূল নেতাদের ৷"

  • দশকের পর দশক ধরে ক্ষমতালোভী, স্বৈরাচারীন সরকারগুলির দ্বারা ত্রিপুরার মানুষ নিষ্পেষিত হয়েছে।

    ডবল ইঞ্জিনের সুশাসনের নামে চলেছে চূড়ান্ত অপশাসন।

    পরিবর্তনের ডাক দিয়ে, বক্সনগরের সভা থেকে ঠিক কী বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক @abhishekaitc, শুনে নিন।#VoteForPeace #VoteForTMC pic.twitter.com/cmnUb3d2QY

    — AITC Tripura (@AITC4Tripura) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বাম-কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি চায়নি !' পড়শি রাজ্যে নির্বাচনী প্রচারে তোপ মোদির

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন,"ত্রিপুরার মানুষ কংগ্রেস, সিপিএম এর অপশাসন দেখেছে ৷ পরিবর্তনের আশায় তাঁরা গতবার বিজেপি'কে ভোট দিয়েছিলেন ৷ কিন্তু কোনও বদল হয়নি ৷ 25 বছরে এই রাজ্যকে ধ্বংস করেছিল সিপিএম ৷ আর গত 5 বছরে বিজেপি ত্রিপুরাকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রেখেছে ৷ তৃণমূলের উপস্থিতির জন্যই বাধ্য হয়ে বিজেপি'কে তাঁদের মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে ৷ এবার সরকার বদল হবে ৷"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা সবদিক থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিষেক এদিন বলেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পূরণ করেছেন ৷ এখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্ষমতায় এলে তফসিলি জাতি, উপজাতির মহিলাদের 1200 টাকা করে ও বাকিদের 500 টাকা করে দেওয়া হবে ৷ দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলার মতো এখানেও কৃষকদের বছরে 10 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷ বিজেপি এখানে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেনি ৷ 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে 150 জন মারা গিয়েছেন ৷ 16 ফেব্রুয়ারি এই শিক্ষকরাই বিজেপি'কে ভালো শিক্ষা দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.