ETV Bharat / bharat

Abhishek Banerjee Tweets জাতীয় পতাকা নিতে অস্বীকার, অভিষেকের নিশানায় অমিত পুত্র

author img

By

Published : Aug 29, 2022, 12:58 PM IST

Updated : Aug 29, 2022, 2:26 PM IST

ভারতের জাতীয় পতাকা (Indian National Flag) হাতে নিতে অস্বীকার করলেন জয় শাহ (Jay Shah) ৷ ঘটনাটি ঘটে রবিবার ৷ এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তানের ম্যাচ (India Pakistan Cricket Mach) শেষ হওয়ার পর গ্যালারিতে থাকা জয়ের হাতে তেরঙ্গা তুলে দিতে যান এক ব্যক্তি ৷ কিন্তু, জয় তা নিতে অস্বীকার করেন ৷ সেই ঘটনাকে হাতিয়ার করেই জয় শাহকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweets) ৷

Abhishek Banerjee attacks Jay Shah on Twitter
Abhishek Banerjee Tweets জাতীয় পতাকা নিতে অস্বীকার, অভিষেকের নিশানায় জয়

কলকাতা, 29 অগস্ট : অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নিশানায় জয় শাহ (Jay Shah) ৷ রবিবার এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ (India Pakistan Cricket Mach) ছিল ৷ ম্যাচ দেখতে গ্য়ালারিতেই হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) ছেলে তথা ভারতীয় ক্রিকেট বোর্ড ( Board of Control for Cricket in India) বা বিসিসিআই (BCCI)-এর সচিব জয় শাহ ৷ খেলা শেষ হওয়ার পর এক ব্যক্তি জয় শাহের হাতে জাতীয় পতাকা (Indian National Flag) দিতে যান ৷ কিন্তু, জয় তা নিতে অস্বীকার করেন ৷ সোমবার সকালে সেই ঘটনার ভিডিয়ো ফুটেজ-সহ একটি টুইট করেন অভিষেক (Abhishek Banerjee Tweets) ৷ কড়া ভাষায় জয় শাহের এমন আচরণের সমালোচনা করে তিনি ৷

ঘটনা ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷ বিশেষ করে বিজেপি-বিরোধীরা জয় শাহের এমন আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ প্রসঙ্গত, চলতি বছরেই স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) হয়েছে ৷ সেই উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালিত হয়েছে ৷ সেই অনুষ্ঠানের অংশ হিসাবেই 'হর ঘর তেরঙ্গা' (প্রতি ঘরে তেরঙ্গা) কর্মসূচিও পালন করা হয় ৷ এইসব আয়োজনে প্রত্য়েক ভারতীয় যাতে সামিল হন, তার জন্য একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ এমনকী, বহু জায়গায় মানুষকে জোর করতে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে গা জোয়ারি না করার নির্দেশ অভিষেকের

এই প্রেক্ষাপটে জয় শাহের আচরণ নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে ৷ এবং সেটা মোটেও ইতিবাচক অর্থে নয় ৷ ঘটনার দিকে রাজ্য তথা দেশবাসীর নজর টানতে আসরে নেমেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ রীতিমতো চাঁচাছোলা ভাষায় অমিত শাহের ছেলেকে আক্রমণ করেছেন তিনি ৷ টুইটে লিখেছেন, "অমিতব্যয়ী যুবরাজ জাতীয় গর্বের কথা জানেন না।" পরের লাইনেই জয় শাহকে টুইটটি ট্যাগ করেছেন অভিষেক ৷ তারপর লিখেছেন, "জাতীয় পতাকা ধরতে না চাওয়া শাসকগোষ্ঠীর বৃহত্তর ভণ্ডামীর লক্ষণ ৷" এরপরই কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি-কে আক্রমণ করেছেন অভিষেক ৷ বিজেপি-র নামোল্লেখ না করেই তাঁর অভিযোগ, ওঁরা (গেরুয়া শিবির) শুধুই অভিনয় করতে পারেন ৷ কিন্তু, ওঁদের কোনও মূল্যবোধ নেই ৷ ওঁরা শুধুই জুমলা বোঝেন, কিন্তু, ওঁদের দেশপ্রেমের অভাব রয়েছে ৷

  • The PRODIGAL PRINCE KNOWS NOT OF NATIONAL PRIDE. @JayShah not wanting to hold the national flag is symptomatic of the larger hypocrisy of the ruling dispensation.

    They indulge in THEATRICS, lack values.
    Excel in JUMLAS, lack PATRIOTISM. pic.twitter.com/MCtDzPDYYM

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক এই টুইটটি করার দু'ঘণ্টার মধ্যেই প্রায় 16 হাজার ইন্টারনেট ব্যবহারকারী সেটি দেখে ফেলেছেন ৷ বহু মানুষ টুইটের নীচে কমেন্টও করেছেন ৷ রিটুইট হয়েছে প্রায় 900টি ৷ প্রসঙ্গত, বিজেপি-র বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদের অভিযোগ নতুন কিছু নয় ৷ কংগ্রেস, তৃণমূল, এমনকী, বামেদেরও অভিযোগ, গেরুয়া শিবির জাতীয়তাবোধকে হাতিয়ার করে আদতে দেশে বিভাজনের রাজনীতি করছে ৷ কিন্তু, প্রকৃত দেশপ্রেম তাদের নেই ৷ জয় শাহের রবিবারের আচরণকে অস্ত্র করে আবারও সেই একই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন অভিষেক ৷

প্রসঙ্গত, কংগ্রেসকে আক্রমণের সময় বিজেপি নেতারা মাঝেমধ্য়েই রাহুল গান্ধিকে 'যুবরাজ' বলে কটাক্ষ করেন ৷ ইদানীংকালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও 'ভাইপো'-সহ এই ধরনের নানা বিশেষণ ব্যবহার করছেন তাঁরা ৷ এদিন তাঁর টুইটে সেই কটাক্ষেরও জবাব দিয়েছেন অভিষেক ৷ পালটা অমিত শাহের ছেলেকেই 'যুবরাজ' বলে সম্বোধন করেছেন তিনি ৷

কলকাতা, 29 অগস্ট : অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নিশানায় জয় শাহ (Jay Shah) ৷ রবিবার এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ (India Pakistan Cricket Mach) ছিল ৷ ম্যাচ দেখতে গ্য়ালারিতেই হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) ছেলে তথা ভারতীয় ক্রিকেট বোর্ড ( Board of Control for Cricket in India) বা বিসিসিআই (BCCI)-এর সচিব জয় শাহ ৷ খেলা শেষ হওয়ার পর এক ব্যক্তি জয় শাহের হাতে জাতীয় পতাকা (Indian National Flag) দিতে যান ৷ কিন্তু, জয় তা নিতে অস্বীকার করেন ৷ সোমবার সকালে সেই ঘটনার ভিডিয়ো ফুটেজ-সহ একটি টুইট করেন অভিষেক (Abhishek Banerjee Tweets) ৷ কড়া ভাষায় জয় শাহের এমন আচরণের সমালোচনা করে তিনি ৷

ঘটনা ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷ বিশেষ করে বিজেপি-বিরোধীরা জয় শাহের এমন আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ প্রসঙ্গত, চলতি বছরেই স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) হয়েছে ৷ সেই উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালিত হয়েছে ৷ সেই অনুষ্ঠানের অংশ হিসাবেই 'হর ঘর তেরঙ্গা' (প্রতি ঘরে তেরঙ্গা) কর্মসূচিও পালন করা হয় ৷ এইসব আয়োজনে প্রত্য়েক ভারতীয় যাতে সামিল হন, তার জন্য একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ এমনকী, বহু জায়গায় মানুষকে জোর করতে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে গা জোয়ারি না করার নির্দেশ অভিষেকের

এই প্রেক্ষাপটে জয় শাহের আচরণ নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে ৷ এবং সেটা মোটেও ইতিবাচক অর্থে নয় ৷ ঘটনার দিকে রাজ্য তথা দেশবাসীর নজর টানতে আসরে নেমেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ রীতিমতো চাঁচাছোলা ভাষায় অমিত শাহের ছেলেকে আক্রমণ করেছেন তিনি ৷ টুইটে লিখেছেন, "অমিতব্যয়ী যুবরাজ জাতীয় গর্বের কথা জানেন না।" পরের লাইনেই জয় শাহকে টুইটটি ট্যাগ করেছেন অভিষেক ৷ তারপর লিখেছেন, "জাতীয় পতাকা ধরতে না চাওয়া শাসকগোষ্ঠীর বৃহত্তর ভণ্ডামীর লক্ষণ ৷" এরপরই কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি-কে আক্রমণ করেছেন অভিষেক ৷ বিজেপি-র নামোল্লেখ না করেই তাঁর অভিযোগ, ওঁরা (গেরুয়া শিবির) শুধুই অভিনয় করতে পারেন ৷ কিন্তু, ওঁদের কোনও মূল্যবোধ নেই ৷ ওঁরা শুধুই জুমলা বোঝেন, কিন্তু, ওঁদের দেশপ্রেমের অভাব রয়েছে ৷

  • The PRODIGAL PRINCE KNOWS NOT OF NATIONAL PRIDE. @JayShah not wanting to hold the national flag is symptomatic of the larger hypocrisy of the ruling dispensation.

    They indulge in THEATRICS, lack values.
    Excel in JUMLAS, lack PATRIOTISM. pic.twitter.com/MCtDzPDYYM

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক এই টুইটটি করার দু'ঘণ্টার মধ্যেই প্রায় 16 হাজার ইন্টারনেট ব্যবহারকারী সেটি দেখে ফেলেছেন ৷ বহু মানুষ টুইটের নীচে কমেন্টও করেছেন ৷ রিটুইট হয়েছে প্রায় 900টি ৷ প্রসঙ্গত, বিজেপি-র বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদের অভিযোগ নতুন কিছু নয় ৷ কংগ্রেস, তৃণমূল, এমনকী, বামেদেরও অভিযোগ, গেরুয়া শিবির জাতীয়তাবোধকে হাতিয়ার করে আদতে দেশে বিভাজনের রাজনীতি করছে ৷ কিন্তু, প্রকৃত দেশপ্রেম তাদের নেই ৷ জয় শাহের রবিবারের আচরণকে অস্ত্র করে আবারও সেই একই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন অভিষেক ৷

প্রসঙ্গত, কংগ্রেসকে আক্রমণের সময় বিজেপি নেতারা মাঝেমধ্য়েই রাহুল গান্ধিকে 'যুবরাজ' বলে কটাক্ষ করেন ৷ ইদানীংকালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও 'ভাইপো'-সহ এই ধরনের নানা বিশেষণ ব্যবহার করছেন তাঁরা ৷ এদিন তাঁর টুইটে সেই কটাক্ষেরও জবাব দিয়েছেন অভিষেক ৷ পালটা অমিত শাহের ছেলেকেই 'যুবরাজ' বলে সম্বোধন করেছেন তিনি ৷

Last Updated : Aug 29, 2022, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.