নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: দিল্লির আবগারি মামলায় অভিযুক্ত মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই (CBI Arrest Manish Sisodia) । রবিবার তাঁকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে তদন্তে সহযোগিতা না-করা এবং সঠিকভাবে প্রশ্নের উত্তর না-দেওয়ার জন্য সিবিআই গ্রেফতার করে । সোমবার রুটিন চেকআপের পর মণীশ সিসোদিয়াকে রাউজ অ্যাভিনিউয়ের সিবিআই আদালতে পেশ করা হবে । সূত্রের খবর, আম আদমি পার্টির বিক্ষোভের জেরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হতে পারে ।
অন্যদিকে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে আম আদমি পার্টির কর্মীরা আজ বিক্ষোভ দেখাবে বলে ঘোষণা করেছে (AAP Protest) । সোমবার বিজেপি সদর দফতরে বিক্ষোভ করবে আম আদমি পার্টি । এই প্রসঙ্গে দলের দিল্লির দায়িত্বে থাকা গোপাল রাই কর্মীদের উদ্দেশ্যে বার্তা জারি করেছেন, মণীশ সিসোদিয়া সর্বদা তাঁর দায়িত্ব পালন করেছেন । এখন সময় এসেছে প্রত্যেক কর্মীকে গ্রেফতারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । তিনি দিল্লির সমস্ত বিধানসভা থেকে 200জন কর্মীকে পার্টির সদর দফতরে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন । সেখান থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে গিয়ে মণীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে তারা ।
এছাড়াও আম আদমি পার্টির সাংগঠনিক মন্ত্রী এবং সাংসদ সন্দীপ পাঠক সোমবার তাঁদের নিজ নিজ শহরে বিজেপি পার্টি অফিসে মণীশ সিসোদিয়ার গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সারাদেশের কর্মীদের কাছে আবেদন করেছেন । এরপরই রাজঘাট থেকে সিবিআই সদর দফতরে মণীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই রাস্তায় নেমেছেন আম আদমি পার্টির নেতা কর্মীরা ।
উল্লেখ্য, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, মন্ত্রী গোপাল রাই এবং বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যে দিল্লির ফতেপুরি থানায় পুলিশ হেফাজতে রেখেছে । অন্যদিকে, আজ আম আদমি পার্টির কর্মীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইটিও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে । সেই সঙ্গে আম আদমি পার্টি অফিস ও বিজেপি অফিসের দিকে যাওয়ার রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে ।
আরও পড়ুন: ভবিষ্যদ্বাণী সত্যি করে আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সিসোদিয়া