নয়াদিল্লি, 30 অগস্ট: বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)-এর তৃতীয় বৈঠকের আগেই বোমা ফাটাল আম আদমি পার্টি (এএপি) ৷ বুধবার আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর জানান, জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইয়ে দু'দিনের বৈঠকে বসছে ইন্ডিয়া জোট ৷ এই বৈঠকেই জোটের লোগো যেমন চূড়ান্ত হবে, তেমনই আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও ঠিক হবে ৷ তার আগেই বুধবার সংবাদ সংস্থাকে প্রিয়াঙ্কা কক্কর বলেন, "আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে আমি অরবিন্দ কেজরিওয়ালকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলতে চাই।" তিনি এর সঙ্গেই যোগ করেছেন, আপ প্রধান জনসাধারণের সমস্যাগুলি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন ৷ দেশের প্রধানমন্ত্রী পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জায়াগায় বসার মতো একজন বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়ালই।
আপ মুখপাত্র বলেন, "প্রধানমন্ত্রীর অ্যাকাডেমিক রেকর্ড বা যোগ্যতা বা অন্য কোনও সমস্যাই হোক না কেন, অরবিন্দ কেজরিওয়াল বহু বিষয়ে সাহসিকতার সঙ্গে তাঁর নিজের মতামত প্রকাশ করছেন ৷ দেশকে একটি নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।" আপ মুখপাত্রের এই মন্তব্য মুম্বই সভার আগে বিরোধী জোটের অবস্থান নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ৷
মুম্বইয়ে নবগঠিত বিরোধী জোটের তৃতীয় বৈঠকে মোট 26টি দলের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বৈঠকে আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে জোটের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। দু'দিনের বৈঠকে বিরোধী জোটের লোগো উন্মোচন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিশেষ দিনে দিল্লির স্কুলে মোদি, প্রধানমন্ত্রীকে রাখি পরালেন ছাত্রীরা
তবে আপ প্রথম নয় ৷ এর আগে তৃণমূলের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে ৷ একইভাবে জেডিইউ'য়ের পক্ষ থেকেও নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা বলা হয়েছে ৷ অন্যদিকে, ছত্তিশগড়ের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস রাহুল গান্ধিকেই সামনে রাখছে ৷ জোটের আগেই বিভিন্ন দল যেভাবে নিজেদের নেতা-নেত্রীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বানাতে ব্যস্ত হয়ে পড়েছে, তাতে ফের একবার জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ ৷