ETV Bharat / bharat

Delhi Mayor Shelly Oberoi: আপের শেলি ওবেরয় জয়ী দিল্লির মেয়র নির্বাচনে

author img

By

Published : Feb 22, 2023, 4:20 PM IST

গত ডিসেম্বরে দিল্লির পৌরনিগমে ভোট হয় (MCD Polls) ৷ ওই মাসে ফল প্রকাশিত হয় ৷ জয়ী হয় আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷ তার পর থেকে দিল্লিতে মেয়র নির্বাচন নিয়ে জটিলতা চলছিল ৷ বুধবার অবশেষে সেই প্রক্রিয়া শেষ হল ৷

Delhi Mayor Shelly Oberoi
Delhi Mayor Shelly Oberoi

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: অবশেষে দিল্লি পৌরনিগমের মেয়র নির্বাচনের (Delhi Mayor Election) প্রক্রিয়া শেষ হল ৷ মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয় (AAP Shelly Oberoi elected as MCD Mayor) ৷ বুধবার তাঁর পক্ষে ভোট পড়েছে 150 ৷ বিজেপির (BJP) রেখা গুপ্তা পেয়েছেন 116টি ভোট ৷ 34 ভোটে জয়ী হয়েছেন শেলী ৷ মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন যে দিল্লি পৌরনিগমকে (Municipal Corporation of Delhi) তিনি সাংবিধানিক রীতিনীতি মেনেই চালাবেন ৷

গত ডিসেম্বরে দিল্লি পৌরনিগমের ভোটে জয়ী হয় আম আদমি পার্টি ৷ কিন্তু মেয়র নির্বাচনের প্রক্রিয়া ঘিরে মাস দেড়েক ধরে জটিলতা চলছে ৷ ইতিমধ্যে চলতি বছরের জানুয়ারির 6 ও 24 তারিখ এবং এই মাসের 6 তারিখ মেয়র নির্বাচনের জন্য সভা বসেছিল ৷ কিন্তু সদস্য়দের মধ্যে হইহট্টগোল ও বিজেপি আর আপের কাউন্সিলরদের মধ্যে গোলমালের জেরে প্রতিবারই মেয়র নির্বাচন পণ্ড হয়ে যায় ৷

অবশেষে বুধবার সেই প্রক্রিয়া শেষ হল ৷ শুক্রবার সকাল সাড়ে 11টা নাগাদ মেয়র নির্বাচন শুরু হয় ৷ চলে প্রায় দু’ঘণ্টা ধরে ৷ পৌরনিগমের 250 জন কাউন্সিলরের মধ্যে 241 জন ভোট দেন ৷ এছাড়া 10 জন মনোনীত সাংসদ ও 14 জন মনোনীত বিধায়কও ভোটদান করেন ৷ ভোট পর্ব শেষ হতেই বিজেপি নিশানা করেন আম আদমি পার্টির নেতারা ৷ কারণ, বিজেপিই দিল্লির মেয়র নির্বাচনে বারবার বাধার সৃষ্টি করছিল বলে অভিযোগ ছিল আপের ৷

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) টুইটারে লেখেন, "গুন্ডারা হেরেছে, জনসাধারণ জিতেছে । দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে, দিল্লির জনগণ জিতেছে এবং গুন্ডাবাদ পরাজিত হয়েছে । শেলি ওবেরয় মেয়র নির্বাচিত হওয়ায় দিল্লিবাসীকে অভিনন্দন ৷" একই কথা লিখে টুইট করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও ৷ এই নিয়ে আপের তরফে বিজেপিকে নিশানা করা হলেও গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷

প্রসঙ্গত, দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা 10 জন মনোনীত করেছিলেন মেয়র নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করার জন্য এই নিয়ে ব্যাপক গোলমাল হয় ৷ আপত্তি তোলে আপ ৷ তারা অভিযোগ করে যে বিজেপি মেয়র পদ দখলের জন্য এই সব মনোনীতদের ব্যবহার করতে চাইছে ৷ পরে সুপ্রিম কোর্ট মেয়র নির্বাচনে ওই 10 জনের ভোটাধিকার বাতিল করে ৷ তাছাড়া এর আগে প্রিসাইডিং অফিসার দুই আপ বিধায়ক অখিলেশপতি ত্রিপাঠি ও সঞ্জীব ঝায়ের ভোটাধিকার স্থগিত করে দিয়েছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন ৷ কিন্তু এদিন তাঁরাও ভোট দিয়েছেন ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআরে অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: অবশেষে দিল্লি পৌরনিগমের মেয়র নির্বাচনের (Delhi Mayor Election) প্রক্রিয়া শেষ হল ৷ মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয় (AAP Shelly Oberoi elected as MCD Mayor) ৷ বুধবার তাঁর পক্ষে ভোট পড়েছে 150 ৷ বিজেপির (BJP) রেখা গুপ্তা পেয়েছেন 116টি ভোট ৷ 34 ভোটে জয়ী হয়েছেন শেলী ৷ মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন যে দিল্লি পৌরনিগমকে (Municipal Corporation of Delhi) তিনি সাংবিধানিক রীতিনীতি মেনেই চালাবেন ৷

গত ডিসেম্বরে দিল্লি পৌরনিগমের ভোটে জয়ী হয় আম আদমি পার্টি ৷ কিন্তু মেয়র নির্বাচনের প্রক্রিয়া ঘিরে মাস দেড়েক ধরে জটিলতা চলছে ৷ ইতিমধ্যে চলতি বছরের জানুয়ারির 6 ও 24 তারিখ এবং এই মাসের 6 তারিখ মেয়র নির্বাচনের জন্য সভা বসেছিল ৷ কিন্তু সদস্য়দের মধ্যে হইহট্টগোল ও বিজেপি আর আপের কাউন্সিলরদের মধ্যে গোলমালের জেরে প্রতিবারই মেয়র নির্বাচন পণ্ড হয়ে যায় ৷

অবশেষে বুধবার সেই প্রক্রিয়া শেষ হল ৷ শুক্রবার সকাল সাড়ে 11টা নাগাদ মেয়র নির্বাচন শুরু হয় ৷ চলে প্রায় দু’ঘণ্টা ধরে ৷ পৌরনিগমের 250 জন কাউন্সিলরের মধ্যে 241 জন ভোট দেন ৷ এছাড়া 10 জন মনোনীত সাংসদ ও 14 জন মনোনীত বিধায়কও ভোটদান করেন ৷ ভোট পর্ব শেষ হতেই বিজেপি নিশানা করেন আম আদমি পার্টির নেতারা ৷ কারণ, বিজেপিই দিল্লির মেয়র নির্বাচনে বারবার বাধার সৃষ্টি করছিল বলে অভিযোগ ছিল আপের ৷

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) টুইটারে লেখেন, "গুন্ডারা হেরেছে, জনসাধারণ জিতেছে । দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে, দিল্লির জনগণ জিতেছে এবং গুন্ডাবাদ পরাজিত হয়েছে । শেলি ওবেরয় মেয়র নির্বাচিত হওয়ায় দিল্লিবাসীকে অভিনন্দন ৷" একই কথা লিখে টুইট করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও ৷ এই নিয়ে আপের তরফে বিজেপিকে নিশানা করা হলেও গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷

প্রসঙ্গত, দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা 10 জন মনোনীত করেছিলেন মেয়র নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করার জন্য এই নিয়ে ব্যাপক গোলমাল হয় ৷ আপত্তি তোলে আপ ৷ তারা অভিযোগ করে যে বিজেপি মেয়র পদ দখলের জন্য এই সব মনোনীতদের ব্যবহার করতে চাইছে ৷ পরে সুপ্রিম কোর্ট মেয়র নির্বাচনে ওই 10 জনের ভোটাধিকার বাতিল করে ৷ তাছাড়া এর আগে প্রিসাইডিং অফিসার দুই আপ বিধায়ক অখিলেশপতি ত্রিপাঠি ও সঞ্জীব ঝায়ের ভোটাধিকার স্থগিত করে দিয়েছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন ৷ কিন্তু এদিন তাঁরাও ভোট দিয়েছেন ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআরে অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.