ETV Bharat / bharat

মানহানি মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন রাঘব চাড্ডার - Raghav Chadha

Raghav Chadha: এক মানহানি মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আপ নেতা রাঘব চাড্ডা সোমবার দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছেন ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By PTI

Published : Nov 20, 2023, 7:36 PM IST

নয়াদিল্লি, 20 নভেম্বর: মানহানি মামলায় এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ৷ দিল্লির বিজেপি নেত্রী চাইল বিহারী গোস্বামীর করা মনহানির মামলায় একটি ট্রায়াল কোর্ট সমন পাঠিয়েছে আম আদমি পার্টির (আপ) সাংসদ রাঘব চাড্ডাকে ৷ নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধেই সোমবার হাইকোর্টে আবেদন করেছেন রাঘব চাড্ডা ৷ বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে এদিন আবেদন জানান রাঘব ৷ তবে আরও কিছু নথি জমা দেওয়ার জন্য কয়েকদিনের সময় চান রাঘব চাড্ডার আইনজীবী ৷ সেই আবেদন এদিন মঞ্জুর করেছেন বিচারপতি ৷ 11 ডিসেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট ৷

এর আগে ওই বিজেপি নেতার করা মানহানির মামলায় দিল্লির এক ম্যাজিস্ট্রেট কোর্ট তলব করেছিল আপ সাংসদ রাঘব চাড্ডাকে ৷ 9 নভেম্বর সেই রায়ই বহাল রাখে সেশন কোর্টও ৷ বিচারক জানান, আইন মেনেই ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আপ সাংসদকে ডেকে পাঠিয়েছে, ফলে তা বাতিল হবে না ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন রাঘব চাড্ডা ৷

দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সত্যেন্দ্র জৈন ও আপ সাংসদ রাঘব চাড্ডার বিরুদ্ধে ওই বিজেপি নেতার মূল অভিযোগ, নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) এর অর্থ ব্যবহার নিয়ে তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন ওই দুই আপ নেতা ৷ যেসময়ের এই ঘটনা তখন এনডিএমসি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন চাইল বিহারী গোস্বামী নামে ওই বিজেপি নেতা ৷

ঠিক এক মাস আগে দিল্লি হাইকোর্টে একটি মামলায় স্বস্তি পেয়েছিলেন আপ সাংসদ । রাঘব চাড্ডাকে সরকারি বাংলো খালি করার যে আবেদন কেন্দ্রের তরফে করা হয়েছিল, তা আদালতে খারিজ হয় । এবার মানহানির মামলায় ফের দিল্লি হাইকোর্টে দ্বারস্থ রাঘব ।

আরও পড়ুন:

  1. প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
  2. 3 বছর কী করছিলেন রাজ্যপাল ? তামিলনাড়ুর রাজ্যপাল বিল আটকে রাখায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 20 নভেম্বর: মানহানি মামলায় এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ৷ দিল্লির বিজেপি নেত্রী চাইল বিহারী গোস্বামীর করা মনহানির মামলায় একটি ট্রায়াল কোর্ট সমন পাঠিয়েছে আম আদমি পার্টির (আপ) সাংসদ রাঘব চাড্ডাকে ৷ নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধেই সোমবার হাইকোর্টে আবেদন করেছেন রাঘব চাড্ডা ৷ বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে এদিন আবেদন জানান রাঘব ৷ তবে আরও কিছু নথি জমা দেওয়ার জন্য কয়েকদিনের সময় চান রাঘব চাড্ডার আইনজীবী ৷ সেই আবেদন এদিন মঞ্জুর করেছেন বিচারপতি ৷ 11 ডিসেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট ৷

এর আগে ওই বিজেপি নেতার করা মানহানির মামলায় দিল্লির এক ম্যাজিস্ট্রেট কোর্ট তলব করেছিল আপ সাংসদ রাঘব চাড্ডাকে ৷ 9 নভেম্বর সেই রায়ই বহাল রাখে সেশন কোর্টও ৷ বিচারক জানান, আইন মেনেই ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আপ সাংসদকে ডেকে পাঠিয়েছে, ফলে তা বাতিল হবে না ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন রাঘব চাড্ডা ৷

দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সত্যেন্দ্র জৈন ও আপ সাংসদ রাঘব চাড্ডার বিরুদ্ধে ওই বিজেপি নেতার মূল অভিযোগ, নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) এর অর্থ ব্যবহার নিয়ে তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন ওই দুই আপ নেতা ৷ যেসময়ের এই ঘটনা তখন এনডিএমসি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন চাইল বিহারী গোস্বামী নামে ওই বিজেপি নেতা ৷

ঠিক এক মাস আগে দিল্লি হাইকোর্টে একটি মামলায় স্বস্তি পেয়েছিলেন আপ সাংসদ । রাঘব চাড্ডাকে সরকারি বাংলো খালি করার যে আবেদন কেন্দ্রের তরফে করা হয়েছিল, তা আদালতে খারিজ হয় । এবার মানহানির মামলায় ফের দিল্লি হাইকোর্টে দ্বারস্থ রাঘব ।

আরও পড়ুন:

  1. প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
  2. 3 বছর কী করছিলেন রাজ্যপাল ? তামিলনাড়ুর রাজ্যপাল বিল আটকে রাখায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.