চণ্ডীগড়, 10 মার্চ : অরবিন্দ কেজরিওয়ালের আপ ঝড়ের মুখে পঞ্জাব হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের ৷ পঞ্জাব বিধানসভার (Punjab Assembly Election Result ) 117টি আসনের সবকটি আসনেরই প্রাথমিক ট্রেন্ড সামনে এসেছে ৷ এর মধ্যে 92টি আসনে এগিয়ে রয়েছে কেজরিওয়ালের আপ ৷ কংগ্রেসে এগিয়ে রয়েছে 19টি আসনে, অকালি দল 3টি আসনে ৷
সমস্ত এক্সিট পোলেও পঞ্জাবে এবার আপ ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল ৷ বস্তুত এক্সিট পোলের সমস্ত সংখ্যা ছাপিয়ে এগিয়ে গিয়েছে আপ ৷ বিজেপি এগিয়ে রয়েছে 2 আসনে ৷
আরও পড়ুন : বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার তখতের পথে যোগীই
এগিয়ে রয়েছেন পঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবৎ সিং মান ৷ পিছিয়ে রয়েছেন নভজ্যোৎ সিং সিধু, চরণজিৎ সিং চন্নির মতো কংগ্রেস নেতারা ৷