ETV Bharat / bharat

MCD Standing Committee Poll: রাতভর তাণ্ডব, ভাঙল মাইক; বিজেপির বিরুদ্ধে ব্যালট বক্স চুরির অভিযোগ

মেয়র নির্বাচন হয়েছে ৷ এরপর স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে আপ ও বিজেপি নেতাদের মধ্যে হাতাহাতি হওয়ার জোগাড় ৷ হাউজের মধ্যের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে (MCD Standing Committee Poll Chaos) ৷

MCD Standing Committee Poll
দিল্লি পৌরনিগমে ধুন্ধুমার কাণ্ড
author img

By

Published : Feb 23, 2023, 9:51 AM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: বিজেপি কাউন্সিলররা ব্যালট বক্স চুরি করেছেন । এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি ৷ বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ছিল ৷ তাতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করেছে আপ ৷ সেই সময় নবনির্বাচিত আপ মেয়র শেলি ওবেরয় হাউজের চেয়ারে ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই সারারাত কার্যত ধুন্ধুমার কাণ্ড চলে হাউজের মধ্যে ৷ চিৎকার চ্যাঁচামেচি, আধ খাওয়া ফল থেকে কাগজ ছোড়াছুড়ি, মাইক ভেঙে ফেলা, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ এই অবস্থার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আপ ৷ সেখানে দেখা যাচ্ছে বিজেপি কাউন্সিলর ব্যালট বক্স নিয়ে ওয়েলে থাকা তাঁর দলের সদস্যদের দিকে ছুড়ে দিচ্ছেন ৷

  • ▪️BJP वालों ने Ballot Box चुरा लिया।

    ▪️BJP की Mayor प्रत्याशी ख़ुद तोड़-फोड़ कर रही है।

    ये है भाजपा के गुंडों की हक़ीक़त जो आज पूरे देश के सामने हैं! pic.twitter.com/hbIYkEYbCG

    — AAP (@AamAadmiParty) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেন, "17 বছর ধরে দিল্লি পৌরনিগম বিজেপির দখলে ছিল ৷ তারা দিল্লিবাসীকে লুঠ করেছে ৷ আর এখন তারা হেরে গিয়ে স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের ব্যালট বক্সটাও লুঠ করছে ৷ গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি ৷" আরেক আপ বিধায়ক আতিশি সিং (AAP leader and MLA Atishi Singh) হাউজের মধ্যে তুলকালাম কাণ্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তিনি লেখেন, গুন্ডারাজের আরেকটা উদাহরণ ৷ "বিজেপি কাউন্সিলররা স্ট্যান্ডিং কমিটির নির্বাচন করতে দিতে চাইছে না ৷ বন্ধ করতে তারা ব্যালট বক্স চুরি করছে ৷ বিজেপি এই নির্বাচন নিয়ে এত ভয় পাচ্ছে কেন ? "

  • 17 साल से भाजपा MCD मैं बैठकर दिल्लीवालों को लूटती रही और अब जब जनता ने उन्हें हरा दिया तो स्टैंडिंग कमेटी के चुनाव का बैलेट बॉक्स ही लूट लिया.

    गुंडागर्दी की हद है भाजपा वालों की …. https://t.co/YX6kXqdQuQ

    — Manish Sisodia (@msisodia) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একজন টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে বিজেপি মেয়র পদপ্রার্থী রেখা গুপ্তা ও তাঁর সঙ্গে অন্য মহিলা কাউন্সিলররা মেয়রের মাইক ভেঙে দিচ্ছেন ৷ পোডিয়াম তুলে আছড়ে ফেলছেন ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: আপের শেলি ওবেরয় জয়ী দিল্লির মেয়র নির্বাচনে

অন্যদিকে, এর জবাবে বিজেপি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে আপ এবং বিজেপি নেতাদের মধ্যে হাতাহাতি হওয়ার জোগাড় ৷ দলের জাতীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা লিখেছেন, "ঠকবাজ আম আদমি আসলে নৈরাজ্য়বাদী ৷ দিল্লি পৌরনিগমের নির্বাচনে গুন্ডাগিরি করছে ৷ তারপর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ যাতে স্ট্যান্ডিং কমিটি নির্বাচন না-হয় তাই এইসব কাণ্ড করছে ৷"

বুধবার রাতে আপ ও বিজেপি- দুই শিবিরই নিজেদের মধ্যে গণ্ডগোল বাধে ৷ তারা এমসিডি হাউজের মধ্যেই একে অপরের দিকে প্লাস্টিক বোতল থেকে শুরু করে আধখাওয়া ফল ছোড়াছুড়ি করতে থাকে ৷ দু'পক্ষই একে অন্যকে দায়ী করে ৷ দিল্লি পৌরনিগমের সদ্য মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন, পৌরনিগমের 6 সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের সময় তাঁর উপরেও হামলা চালানোর চেষ্টা হয়েছে ৷

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: বিজেপি কাউন্সিলররা ব্যালট বক্স চুরি করেছেন । এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি ৷ বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ছিল ৷ তাতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করেছে আপ ৷ সেই সময় নবনির্বাচিত আপ মেয়র শেলি ওবেরয় হাউজের চেয়ারে ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই সারারাত কার্যত ধুন্ধুমার কাণ্ড চলে হাউজের মধ্যে ৷ চিৎকার চ্যাঁচামেচি, আধ খাওয়া ফল থেকে কাগজ ছোড়াছুড়ি, মাইক ভেঙে ফেলা, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ এই অবস্থার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আপ ৷ সেখানে দেখা যাচ্ছে বিজেপি কাউন্সিলর ব্যালট বক্স নিয়ে ওয়েলে থাকা তাঁর দলের সদস্যদের দিকে ছুড়ে দিচ্ছেন ৷

  • ▪️BJP वालों ने Ballot Box चुरा लिया।

    ▪️BJP की Mayor प्रत्याशी ख़ुद तोड़-फोड़ कर रही है।

    ये है भाजपा के गुंडों की हक़ीक़त जो आज पूरे देश के सामने हैं! pic.twitter.com/hbIYkEYbCG

    — AAP (@AamAadmiParty) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেন, "17 বছর ধরে দিল্লি পৌরনিগম বিজেপির দখলে ছিল ৷ তারা দিল্লিবাসীকে লুঠ করেছে ৷ আর এখন তারা হেরে গিয়ে স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের ব্যালট বক্সটাও লুঠ করছে ৷ গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি ৷" আরেক আপ বিধায়ক আতিশি সিং (AAP leader and MLA Atishi Singh) হাউজের মধ্যে তুলকালাম কাণ্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তিনি লেখেন, গুন্ডারাজের আরেকটা উদাহরণ ৷ "বিজেপি কাউন্সিলররা স্ট্যান্ডিং কমিটির নির্বাচন করতে দিতে চাইছে না ৷ বন্ধ করতে তারা ব্যালট বক্স চুরি করছে ৷ বিজেপি এই নির্বাচন নিয়ে এত ভয় পাচ্ছে কেন ? "

  • 17 साल से भाजपा MCD मैं बैठकर दिल्लीवालों को लूटती रही और अब जब जनता ने उन्हें हरा दिया तो स्टैंडिंग कमेटी के चुनाव का बैलेट बॉक्स ही लूट लिया.

    गुंडागर्दी की हद है भाजपा वालों की …. https://t.co/YX6kXqdQuQ

    — Manish Sisodia (@msisodia) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একজন টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে বিজেপি মেয়র পদপ্রার্থী রেখা গুপ্তা ও তাঁর সঙ্গে অন্য মহিলা কাউন্সিলররা মেয়রের মাইক ভেঙে দিচ্ছেন ৷ পোডিয়াম তুলে আছড়ে ফেলছেন ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: আপের শেলি ওবেরয় জয়ী দিল্লির মেয়র নির্বাচনে

অন্যদিকে, এর জবাবে বিজেপি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে আপ এবং বিজেপি নেতাদের মধ্যে হাতাহাতি হওয়ার জোগাড় ৷ দলের জাতীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা লিখেছেন, "ঠকবাজ আম আদমি আসলে নৈরাজ্য়বাদী ৷ দিল্লি পৌরনিগমের নির্বাচনে গুন্ডাগিরি করছে ৷ তারপর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ যাতে স্ট্যান্ডিং কমিটি নির্বাচন না-হয় তাই এইসব কাণ্ড করছে ৷"

বুধবার রাতে আপ ও বিজেপি- দুই শিবিরই নিজেদের মধ্যে গণ্ডগোল বাধে ৷ তারা এমসিডি হাউজের মধ্যেই একে অপরের দিকে প্লাস্টিক বোতল থেকে শুরু করে আধখাওয়া ফল ছোড়াছুড়ি করতে থাকে ৷ দু'পক্ষই একে অন্যকে দায়ী করে ৷ দিল্লি পৌরনিগমের সদ্য মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন, পৌরনিগমের 6 সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের সময় তাঁর উপরেও হামলা চালানোর চেষ্টা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.