ETV Bharat / bharat

Lucknow Gangrape Case: টিউশন থেকে ফেরার পথে লখনউয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ! - Lucknow Gangrape Case

টিউশন থেকে বাড়ি ফেরার পথে 'গণধর্ষণের' শিকার হলেন এক তরুণী ৷ অভিযুক্ত অটোচালক ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Lucknow police is in search of the accused) ৷

woman gang raped by an auto driver and his associates in Lucknow
woman gang raped by an auto driver and his associates in Lucknow
author img

By

Published : Oct 17, 2022, 10:52 AM IST

লখনউ(উত্তরপ্রদেশ), 17 অক্টোবর: লখনউয়ে গণধর্ষণের অভিযোগ ! (Lucknow) টিউশন থেকে বাড়ি ফেরার পথে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোচালক ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে । ইতিমধ্যে এই ঘটনা নিয়ে বিভূতি খণ্ড থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, শনিবার রাতে বিভূতি খণ্ড (Vibhuti Khand) থানার কাঠউতা এলাকা থেকে টিউশন থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী ৷ সেইসময় ছাত্রীটিকে অটোচালক ও তার সঙ্গীরা গণধর্ষণ করে বলে অভিযোগ (A student was allegedly gang raped by an auto driver and his associates) ৷ এরপর তাঁকে রাস্তার মোড়ে ফেলে চলে যায় তারা ৷ ডিসিপি (ইস্ট) প্রাচী সিং জানান, অভিযুক্তরা পলাতক ৷ পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে ৷

লখনউ(উত্তরপ্রদেশ), 17 অক্টোবর: লখনউয়ে গণধর্ষণের অভিযোগ ! (Lucknow) টিউশন থেকে বাড়ি ফেরার পথে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোচালক ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে । ইতিমধ্যে এই ঘটনা নিয়ে বিভূতি খণ্ড থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, শনিবার রাতে বিভূতি খণ্ড (Vibhuti Khand) থানার কাঠউতা এলাকা থেকে টিউশন থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী ৷ সেইসময় ছাত্রীটিকে অটোচালক ও তার সঙ্গীরা গণধর্ষণ করে বলে অভিযোগ (A student was allegedly gang raped by an auto driver and his associates) ৷ এরপর তাঁকে রাস্তার মোড়ে ফেলে চলে যায় তারা ৷ ডিসিপি (ইস্ট) প্রাচী সিং জানান, অভিযুক্তরা পলাতক ৷ পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে ৷

আরও পড়ুন: রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু কলকাতার পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.