ETV Bharat / bharat

দন্তেওয়াড়ায় নিকেশ এক নকশাল, মাথার দাম ছিল পাঁচ লাখ টাকা - দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ

দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানান, আজ সকাল ছটা নাগাদ নীলাবয়ের জঙ্গলে জেলার রিজার্ভ গার্ডদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারান এক নকশাল । মৃতের নাম কসা । নীলাবয়ের মাল্লাপাড়া এলাকার বাসিন্দা । তাঁর মাথার দাম 5 লাখ টাকা রাখা হয়েছিল ।

a Naxal killed in Dantewada
দন্তেওয়াড়ায় নিকেশ এক নক্সাল
author img

By

Published : Apr 20, 2021, 12:18 PM IST

দন্তেওয়াড়া(ছত্তিশগড়), 20 এপ্রিল : দন্তেওয়াড়া জেলার রিজার্ভ গার্ড ও মাওবাদীদের গুলি বিনিময়ে নিকেশ এক নকশাল । মঙ্গলবার সকালের ঘটনা । মৃত নকশালের মাথার দাম রাখা হয়েছিল পাঁচ লাখ টাকা ।

দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানান, আজ সকাল ছটা নাগাদ নীলাবয়ের জঙ্গলে জেলার রিজার্ভ গার্ডদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারান এক নকশাল । মৃতের নাম কসা । নীলাবয়ের মাল্লাপাড়া এলাকার বাসিন্দা । তাঁর খোঁজ দিতে পারলে 5 লাখ টাকা পুরষ্কৃত করার কথা ঘোষণা করেছিল সরকার ।

ঘটনাস্থলে একটি নয় এমএম পিস্তল, একটি দেশীয় ভার্মার রাইফেল, তিন কেজি আইইডি উদ্ধার করেছে রিজার্ভ গার্ডের দল । কসা বিগত 15 বছর ধরে সক্রিয়ভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন । বর্তমানে তিনি মালাঙ্গির এলাকার কমিটি সদস্য ও সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন ।পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন থানায় কসার বিরুদ্ধে 15টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন : মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21

দন্তেওয়াড়া(ছত্তিশগড়), 20 এপ্রিল : দন্তেওয়াড়া জেলার রিজার্ভ গার্ড ও মাওবাদীদের গুলি বিনিময়ে নিকেশ এক নকশাল । মঙ্গলবার সকালের ঘটনা । মৃত নকশালের মাথার দাম রাখা হয়েছিল পাঁচ লাখ টাকা ।

দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানান, আজ সকাল ছটা নাগাদ নীলাবয়ের জঙ্গলে জেলার রিজার্ভ গার্ডদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারান এক নকশাল । মৃতের নাম কসা । নীলাবয়ের মাল্লাপাড়া এলাকার বাসিন্দা । তাঁর খোঁজ দিতে পারলে 5 লাখ টাকা পুরষ্কৃত করার কথা ঘোষণা করেছিল সরকার ।

ঘটনাস্থলে একটি নয় এমএম পিস্তল, একটি দেশীয় ভার্মার রাইফেল, তিন কেজি আইইডি উদ্ধার করেছে রিজার্ভ গার্ডের দল । কসা বিগত 15 বছর ধরে সক্রিয়ভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন । বর্তমানে তিনি মালাঙ্গির এলাকার কমিটি সদস্য ও সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন ।পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন থানায় কসার বিরুদ্ধে 15টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন : মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.