ETV Bharat / bharat

গ্রেপ্তার দিল্লি হিংসায় অভিযুক্ত মনিন্দর সিং - দিল্লি পুলিশের স্পেশাল সেল

দিল্লিতে হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত মনিন্দর সিং গ্রেপ্তার । পীতমপুরা এলাকা থেকে গতকাল তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ।

Red Fort violence
Red Fort violence
author img

By

Published : Feb 17, 2021, 9:50 AM IST

Updated : Feb 17, 2021, 11:52 AM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : লাল কেল্লায় হিংসার ঘটনায় মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিংকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । গতকাল রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল পীতমপুরা থেকে গ্রেপ্তার করে মনিন্দরকে । তাঁর বাড়ি থেকে দুটি তলোয়ার বাজেয়াপ্ত হয়েছে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

লালকেল্লায় হিংসার ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল । সম্প্রতি, এই বিশেষ সেল জানতে পারে, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার সঙ্গে জড়িত ছিল স্বরূপ নগরের বাসিন্দা মনিন্দর সিং । ঘটনার সময় তাঁর তরোয়াল চালানোর একটি ছবিও প্রকাশ্যে আসে । বিশেষ সেলের কর্তারা জানতে পারেন, মঙ্গলবার রাতে পীতমপুরায় সিডি ব্লক বাস স্টপে আসবেন মনিন্দর । এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । তাঁকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে লালকেল্লায় যে তরোয়াল চালানো হয়েছিল সে দুটিই বাজেয়াপ্ত করে পুলিশ ।

আরও পড়ুন : দিশার গ্রেপ্তারিতে আত্মপক্ষ সমর্থন পুলিশের, তথ্য সংগ্রহ জুম-হোয়াটসঅ্যাপ থেকে

ফেসবুকে এমন কয়েকটি ভিডিয়ো তাঁকে প্রভাবিত করে এবং এই হিংসার ঘটনার একটি অংশ হয়ে যায় বলে জেরায় স্বীকারও করেছে অভিযুক্ত মনিন্দর । পুলিশ জানিয়েছে, দিল্লির সিঙ্ঘু সীমান্তে বেশ কয়েকটি বিক্ষোভেও ছিল মনিন্দর ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 49

দিল্লি, 17 ফেব্রুয়ারি : লাল কেল্লায় হিংসার ঘটনায় মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিংকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । গতকাল রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল পীতমপুরা থেকে গ্রেপ্তার করে মনিন্দরকে । তাঁর বাড়ি থেকে দুটি তলোয়ার বাজেয়াপ্ত হয়েছে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

লালকেল্লায় হিংসার ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল । সম্প্রতি, এই বিশেষ সেল জানতে পারে, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার সঙ্গে জড়িত ছিল স্বরূপ নগরের বাসিন্দা মনিন্দর সিং । ঘটনার সময় তাঁর তরোয়াল চালানোর একটি ছবিও প্রকাশ্যে আসে । বিশেষ সেলের কর্তারা জানতে পারেন, মঙ্গলবার রাতে পীতমপুরায় সিডি ব্লক বাস স্টপে আসবেন মনিন্দর । এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । তাঁকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে লালকেল্লায় যে তরোয়াল চালানো হয়েছিল সে দুটিই বাজেয়াপ্ত করে পুলিশ ।

আরও পড়ুন : দিশার গ্রেপ্তারিতে আত্মপক্ষ সমর্থন পুলিশের, তথ্য সংগ্রহ জুম-হোয়াটসঅ্যাপ থেকে

ফেসবুকে এমন কয়েকটি ভিডিয়ো তাঁকে প্রভাবিত করে এবং এই হিংসার ঘটনার একটি অংশ হয়ে যায় বলে জেরায় স্বীকারও করেছে অভিযুক্ত মনিন্দর । পুলিশ জানিয়েছে, দিল্লির সিঙ্ঘু সীমান্তে বেশ কয়েকটি বিক্ষোভেও ছিল মনিন্দর ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 49

Last Updated : Feb 17, 2021, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.