ETV Bharat / bharat

ফের নাবালিকাকে গণধর্ষণ আলিগড়ে, তদন্তে যোগীর পুলিশ - যোগী রাজ্যে গণধর্ষণ

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আলিগড়ে । অভিযুক্তদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ ।

physical assault
physical assault
author img

By

Published : Feb 3, 2021, 7:08 AM IST

আলিগড় (উত্তরপ্রদেশ), 3 ফেব্রুয়ারি : অপরাধের ঘটনায় ঘুরে ফিরে খবরের শিরোনামে উত্তরপ্রদেশ । মঙ্গলবার ফের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আলিগড়ে । ঘটনায় অভিযুক্তকে 3 জন ৷ তদন্ত শুরু করেছে আলিগড় থানার পুলিশ ।

নাবালিকার পরিবার জানিয়েছে, মাঠে কাজ করতে গিয়েছিল নাবালিকা । সেই সময় তাকে তিন জন মিলে ধর্ষণ করে । আলিগড় থানায় ওই 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার ।

আরও পড়ুন : দেবলীনাকে গণধর্ষণ-খুনের হুমকির প্রতিবাদে সরব টলিপাড়া

চলতি বছরের জানুয়ারি মাসেই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটে এই আলিগড়েই । সেই ঘটনায় গণধর্ষণের পর খুন করে নাবালিকাকে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । আলিগড়ের গান্ধি পার্ক এলাকায় রেললাইনের ধার থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ।

আলিগড় (উত্তরপ্রদেশ), 3 ফেব্রুয়ারি : অপরাধের ঘটনায় ঘুরে ফিরে খবরের শিরোনামে উত্তরপ্রদেশ । মঙ্গলবার ফের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আলিগড়ে । ঘটনায় অভিযুক্তকে 3 জন ৷ তদন্ত শুরু করেছে আলিগড় থানার পুলিশ ।

নাবালিকার পরিবার জানিয়েছে, মাঠে কাজ করতে গিয়েছিল নাবালিকা । সেই সময় তাকে তিন জন মিলে ধর্ষণ করে । আলিগড় থানায় ওই 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার ।

আরও পড়ুন : দেবলীনাকে গণধর্ষণ-খুনের হুমকির প্রতিবাদে সরব টলিপাড়া

চলতি বছরের জানুয়ারি মাসেই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটে এই আলিগড়েই । সেই ঘটনায় গণধর্ষণের পর খুন করে নাবালিকাকে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । আলিগড়ের গান্ধি পার্ক এলাকায় রেললাইনের ধার থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.