গুয়াহাটি, 5 মে : অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, ভোট পরবর্তী হিংসার কারণে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 400 বিজেপি কর্মী এবং তাদের পরিবার অসমে চলে এসেছেন ৷ বিগত দু’দিনে বাংলায় অশান্তির জেরে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বাংলার এই পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন ৷
গতকাল হিমন্ত বিশ্বশর্মা একটি টুইটে লেখেন, " এটা খুবই দুঃখজনক যে 300 থেকে 400ও বেশি বিজেপি কর্মী এবং তাঁদের পরিবাররা বাংলায় হিংসার কারণে অসমের ধুবরিতে এসে উপস্থিত হয়েছেন ৷"
এরপর ওই টুইটেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার পেজটিকে উল্লেখ করে বলেন, " গণতন্ত্রের এই বিকৃত নৃত্য দিদির বন্ধ করা উচিত ৷"
-
In a sad development 300-400 @BJP4Bengal karyakartas and family members have crossed over to Dhubri in Assam after confronted with brazen persecution & violence. We’re giving shelter & food. @MamataOfficial Didi must stop this ugly dance of demonocracy!
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bengal deserves better. pic.twitter.com/d3MXUvgQam
">In a sad development 300-400 @BJP4Bengal karyakartas and family members have crossed over to Dhubri in Assam after confronted with brazen persecution & violence. We’re giving shelter & food. @MamataOfficial Didi must stop this ugly dance of demonocracy!
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 4, 2021
Bengal deserves better. pic.twitter.com/d3MXUvgQamIn a sad development 300-400 @BJP4Bengal karyakartas and family members have crossed over to Dhubri in Assam after confronted with brazen persecution & violence. We’re giving shelter & food. @MamataOfficial Didi must stop this ugly dance of demonocracy!
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 4, 2021
Bengal deserves better. pic.twitter.com/d3MXUvgQam
অসমে আসা এইসব মানুষদের খাবার এবং থাকার ব্যবস্থা তাদের তরফ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত ৷
বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের হত্যা করেছে ৷ শুধু তাই নয়, বাড়ির মহিলা সদস্যদের উপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট কোনও কিছুই বাদ দেয়নি তারা ৷ বিজেপির দাবি, রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসায় কমপক্ষে তাদের 9 কর্মীর মৃত্যু হয়েছে ৷
অপর দিকে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে সব হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে বিজেপি ৷
আরও পড়ুন : অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু গণহত্যার সামিল : এলাহাবাদ হাইকোর্ট