ETV Bharat / bharat

বাহাদুরগড়ের রাস্তায় গায়ে আগুন এক ব্যক্তির, অভিযুক্ত কৃষক আন্দোলনের চার সদস্য - সংযুক্ত কিষাণ মোর্চা

প্রকাশ্যে একজনের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করে কিষান মোর্চা জানিয়েছে, মুকেশ নামের ওই ব্য়ক্তি নিজেই গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছিলেন ৷ উল্টে স্বেচ্ছাসেবীরা তাঁকে বাঁচাতে গিয়ে ফেঁসে গিয়েছেন ৷

আত্মহত্যা নাকি কৃষক আন্দোলনের কর্মীরাই পুড়িয়ে মারলেন মুকেশকে
আত্মহত্যা নাকি কৃষক আন্দোলনের কর্মীরাই পুড়িয়ে মারলেন মুকেশকে
author img

By

Published : Jun 18, 2021, 3:56 PM IST

বাহাদুরগড়, (হরিয়ানা), 18 জুন : গায়ে দাহ্য তরল ঢেলে 42 বছর বয়সী এক ব্যক্তিকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের চার সদস্যের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় হরিয়ানার বাহাদুরগড়ে ৷ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি ৷

পুলিশ জানিয়েছে, মুকেশ নামের ওই ব্যক্তি বাহাদুরগড়ের কাসরা গ্রামের বাসিন্দা ৷ তাঁর ভাই পুলিশে অভিযোগ জানিয়েছে, দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী চারজন মুকেশের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ সেই সময় তারা মাতাল অবস্থায় ছিল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ৷ একজন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে, সে হরিয়ানার জিন্দে থাকে ৷

আরও পড়ুন : চিকিৎসকদের হেনস্থার বিরুদ্ধে আজ প্রতিবাদে সামিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত কিষান মোর্চা (SKM) ৷ একটি বিবৃতিতে এসকেএম নেতা বলবীর সিং রাজেওয়াল, দর্শন পাল-সহ আরও অনেকে দাবি করেন যে, মুকেশ নিজেই নিজের গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন ৷ কিষান মোর্চার স্বেচ্ছাসেবীরা দেখামাত্র ছুটে গিয়ে আগুন নিভিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করে ৷ স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে জানতে পারেন যে, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ পেট্রল পাম্পের এক কর্মচারী ওই ব্যক্তিকে মুকেশ নামে চিনতে পেরে তাঁর পরিবারকে খবর দেয় ৷ কৃষক নেতারা ক্ষোভ প্রকাশ করেন যে, যাঁরা একজন অপরিচিত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেন, তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানো হল ৷

ইতিমধ্যে মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়ে গিয়েছে ৷ কৃষক নেতাদের মতে, কৃষক আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা চলছে ৷ এই ব্যক্তির মৃত্যুর জন্য কৃষক নেতাদের দায়ী করা হচ্ছে, এটা বিজেপি সরকারের ষড়যন্ত্র ৷

কৃষক সংগঠনের তরফে হরিয়ানা সরকারের কাছে পরিচ্ছন্ন তদন্তের আবেদন জানানো হয়েছে ৷ সেদিন ঠিক কী হয়েছিল, তার অনুসন্ধানে কৃষক সংগঠন সব দিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছে ৷

বাহাদুরগড়, (হরিয়ানা), 18 জুন : গায়ে দাহ্য তরল ঢেলে 42 বছর বয়সী এক ব্যক্তিকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের চার সদস্যের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় হরিয়ানার বাহাদুরগড়ে ৷ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি ৷

পুলিশ জানিয়েছে, মুকেশ নামের ওই ব্যক্তি বাহাদুরগড়ের কাসরা গ্রামের বাসিন্দা ৷ তাঁর ভাই পুলিশে অভিযোগ জানিয়েছে, দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী চারজন মুকেশের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ সেই সময় তারা মাতাল অবস্থায় ছিল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ৷ একজন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে, সে হরিয়ানার জিন্দে থাকে ৷

আরও পড়ুন : চিকিৎসকদের হেনস্থার বিরুদ্ধে আজ প্রতিবাদে সামিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত কিষান মোর্চা (SKM) ৷ একটি বিবৃতিতে এসকেএম নেতা বলবীর সিং রাজেওয়াল, দর্শন পাল-সহ আরও অনেকে দাবি করেন যে, মুকেশ নিজেই নিজের গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন ৷ কিষান মোর্চার স্বেচ্ছাসেবীরা দেখামাত্র ছুটে গিয়ে আগুন নিভিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করে ৷ স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে জানতে পারেন যে, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ পেট্রল পাম্পের এক কর্মচারী ওই ব্যক্তিকে মুকেশ নামে চিনতে পেরে তাঁর পরিবারকে খবর দেয় ৷ কৃষক নেতারা ক্ষোভ প্রকাশ করেন যে, যাঁরা একজন অপরিচিত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেন, তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানো হল ৷

ইতিমধ্যে মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়ে গিয়েছে ৷ কৃষক নেতাদের মতে, কৃষক আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা চলছে ৷ এই ব্যক্তির মৃত্যুর জন্য কৃষক নেতাদের দায়ী করা হচ্ছে, এটা বিজেপি সরকারের ষড়যন্ত্র ৷

কৃষক সংগঠনের তরফে হরিয়ানা সরকারের কাছে পরিচ্ছন্ন তদন্তের আবেদন জানানো হয়েছে ৷ সেদিন ঠিক কী হয়েছিল, তার অনুসন্ধানে কৃষক সংগঠন সব দিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.