ETV Bharat / bharat

Supreme Court : সুপ্রিম কোর্টের বাইরে আত্মহত্যার চেষ্টা যুবক-যুবতীর - আত্মহত্যার চেষ্টা

সুপ্রিম কোর্টের গেটের বাইরে আত্মহত্যার চেষ্টা দুই যুবক এবং যুবতীর ৷ তাঁরা নিজেদের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে ৷ পুলিশের তৎপরতায় তাঁদের শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে ৷

a man and a women_attempt to suicide_infront of_supreme court on monday
Supreme Court : সুপ্রিম কোর্টের বাইরে আত্মহত্যার চেষ্টা যুবক এবং যুবতির
author img

By

Published : Aug 16, 2021, 3:07 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট : সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর গেটের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন দুই যুবক-যুবতী ৷ আদালতের 2নং গেটের বাইরে তাঁরা নিজেদের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা (Attempt to Suicide) করেন ৷ ঘটনাটি নজরে আসতেই আদালতের বাইরে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাঁদের শীরের আগুন নেভাতে শুরু করেন ৷ আগুন নেভানোর পর তাঁদের উদ্ধার করে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁরা দু’জনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৷

এই ঘটনায় পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে, ঠিক কী কারণে ওই দুই যুবক-যুবতী নিজেদের শরীরে আগুন ধরালেন তা এখনও জানা যায়নি ৷ এমনকি দু’জনের কারও পরিচয়ও জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে ওই দু’জন সুপ্রিম কোর্টের 2 নং গেটের সামনে যান এবং নিজেদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢালতে শুরু করেন ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বোঝার আগেই, তাঁরা নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেন ৷

আরও পড়ুন : স্বামী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার

এই ঘটনায় সুপ্রিম কোর্টের মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রশ্ন উঠছে, নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে, কেউ বা কারা কীভাবে সুপ্রিম কোর্টের বাইরে দাহ্য পদার্থ নিয়ে যেতে পারে ? তাও আদালতের প্রবেশদ্বারের সামনে ৷ এমনকি তাঁরা যখন নিজেদের গায়ে ওই তরল ঢালছিলেন, তখন পুলিশই বা কী করছিল ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের তরফে গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷ দু‘জনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে ৷ বিশেষ করে শরীরের উপরের অংশ ৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ আহতদের পরিচয় না জানা পর্যন্ত এমন ঘটনা ঘটানোর কারণ জানা সম্ভব নয় বলে পুলিশের তরফে বলা হয়েছে ৷

নয়াদিল্লি, 16 অগস্ট : সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর গেটের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন দুই যুবক-যুবতী ৷ আদালতের 2নং গেটের বাইরে তাঁরা নিজেদের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা (Attempt to Suicide) করেন ৷ ঘটনাটি নজরে আসতেই আদালতের বাইরে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাঁদের শীরের আগুন নেভাতে শুরু করেন ৷ আগুন নেভানোর পর তাঁদের উদ্ধার করে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁরা দু’জনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৷

এই ঘটনায় পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে, ঠিক কী কারণে ওই দুই যুবক-যুবতী নিজেদের শরীরে আগুন ধরালেন তা এখনও জানা যায়নি ৷ এমনকি দু’জনের কারও পরিচয়ও জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে ওই দু’জন সুপ্রিম কোর্টের 2 নং গেটের সামনে যান এবং নিজেদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢালতে শুরু করেন ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বোঝার আগেই, তাঁরা নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেন ৷

আরও পড়ুন : স্বামী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার

এই ঘটনায় সুপ্রিম কোর্টের মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রশ্ন উঠছে, নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে, কেউ বা কারা কীভাবে সুপ্রিম কোর্টের বাইরে দাহ্য পদার্থ নিয়ে যেতে পারে ? তাও আদালতের প্রবেশদ্বারের সামনে ৷ এমনকি তাঁরা যখন নিজেদের গায়ে ওই তরল ঢালছিলেন, তখন পুলিশই বা কী করছিল ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের তরফে গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷ দু‘জনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে ৷ বিশেষ করে শরীরের উপরের অংশ ৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ আহতদের পরিচয় না জানা পর্যন্ত এমন ঘটনা ঘটানোর কারণ জানা সম্ভব নয় বলে পুলিশের তরফে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.